Madhyamik Result 2024: কোন বিষয়ে কত নম্বর পেল মাধ্যমিকের ফার্স্ট বয় ? এক নজরে চন্দ্রচূড়ের মার্কশিট
Madhyamik First Boy Marksheet : ফার্স্ট বয়ের রেজাল্ট কেমন , সে কোন বিষয়ে কত নম্বর পেল, তা জানার আগ্রহ থাকে অনেকেরই। এবিপি আনন্দ-র ওয়েবসাইট থেকে পাওয়া গেল চন্দ্রচূড়ের রেজাল্ট।
এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। পাসের হারে ২ নম্বরে পূর্ব মেদিনীপুর, তিনে কলকাতা। এবারও মাধ্যমিকে নজর কেড়েছে জেলার পড়ুয়ারা। এবার মাধ্যমিকে প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন। রামভোলা হাইস্কুল কোচবিহারের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩ ( WB BOARD 10TH RESULT)। ফার্স্ট বয়ের রেজাল্ট কেমন , সে কোন বিষয়ে কত নম্বর পেল, তা জানার আগ্রহ থাকে অনেকেরই। এবিপি আনন্দ-র ওয়েবসাইট থেকে পাওয়া গেল চন্দ্রচূড়ের রেজাল্ট।
চন্দ্রচূড়ের মার্কশিট
চন্দ্রচূড়ের প্রথম ভাষা বাংলা। প্রাপ্ত নম্বর ৯৯। দ্বিতীয় ভাষা ইংলিশ, তাতেও সে পেয়েছে ৯৯ । অঙ্কে ১০০ য় ১০০ পেয়েছে চন্দ্রচূড়। পদার্থবিদ্যায় চন্দ্রচূড়ের প্রাপ্ত নম্বর ৯৭। জীবন বিজ্ঞানেও ফুল মার্কস পেয়েছে মাধ্যমিকের ফার্স্ট বয়। ইতিহাসে তার প্রাপ্ত নম্বর ৯৮। ভূগোলে সে পেয়েছে ১০০ ।
চন্দ্রচূড় কী হতে চায়
ABP Ananda কে সে চন্দ্রচূড় জানাল, পড়াশোনা নির্দিষ্ট রুটিনে বেঁধে করত না চন্দ্রচূড়। তার পছন্দ বিরতি নিয়ে নিয়ে পড়া। তার কথায়, "সময়ানুবর্তিতা একটা বিষয় ছিল। তবে এমন নয় বাঁধা কোনও রুটিনে চলেছি। যখন মনে হত এখন পড়া দরকার তখন পড়তাম। ইচ্ছেমতো পড়েছি। যখন ইচ্ছে হয়েছি পড়তে বসেছি। প্রতিদিন এই সময়ের মধ্যে পড়তে হবে এরকম কোনও বাধা নিয়ম ছিল না। জীববিদ্যা পছন্দের বিষয়। পাশাপাশি রসায়ন, পদার্থবিদ্যা এবং অঙ্কও ভাল লাগে। প্রথম পাঁচে থাকব এটা ভাবছিলাম। তবে আমার থেকেও বেশি আশা করেছিলেন আমার প্রিয়জনেরা।''
মাধ্যমিকের ফল এক নজরে
- এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং
- পাসের হারে ২ নম্বরে পূর্ব মেদিনীপুর, তিনে কলকাতা
- মাধ্যমিকে পাসের হার ৮৬.৩১ শতাংশ
- প্রথম চন্দ্রচূড় সেন, রামভোলা হাইস্কুল, কোচবিহার (৬৯৩)
- দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল (৬৯২)
- তৃতীয় উদয়ন প্রসাদ, বালুরঘাট হাইস্কুল (৬৯১)
- তৃতীয় পুষ্পিতা বাঁশুরি, বীরভূম নিউ ইন্টিগ্রেটেড হাইস্কুল (৬৯১)
- তৃতীয় নৈঋতরঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (৬৯১)
- চতুর্থ তপোজ্যোতি মণ্ডল, কামারপুকুর রামকৃষ্ণ মিশন (৬৯০)
- মাধ্যমিকের ফল প্রকাশিত । দেখা যাচ্ছে এবিপি আনন্দ-এর ওয়েবসাইটে।
দেখে নিন আপনার রেজাল্ট এখানে ক্লিক করে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।