কলকাতা: আগামীকাল প্রকাশিত হবে, এবছরের মাধ্যমিক (Madhyamik Result 2024) পরীক্ষার ফল। ফল জানা যাবে wb10.abplive.com ওয়েবসাইটে। রোল নম্বর দিলেই স্ক্রিনে ভেসে উঠবে রেজাল্ট। পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য দিয়ে এখনই রেজিস্ট্রেশন করে রাখা যেতে পারে। ফল প্রকাশের পর জানা যাবে রেজাল্ট। 


কীভাবে জানা যাবে ফল?  


লোকসভা নির্বাচনের মধ্যেই এবার মাধ্যমিকের ফলপ্রকাশ। বৃহস্পতিবার সকাল ৯টায় এ বছরের মাধ্যমিকের ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। পাশাপাশি সকাল ৯টা ৪৫ থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। অন্যান্য বারের মতো এবারও জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।
তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ।দিতে হবে শুধুমাত্র রোল নম্বর। তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। তাহলেই এইরকম ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা  ল্যাপটপ  বা মোবাইল ফোনের স্ক্রিনে।


মাধ্যমিকের ফল দেখুন এক ক্লিকে


এবছর ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। পর্ষদ জানিয়েছে, ফল প্রকাশের পর সকাল ১০টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে মার্কশিট ও সার্টিফিকেট৷ মাধ্যমিকের রেজাল্টের দিন পরীক্ষার্থীরা মার্কশিট ও শংসাপত্র হাতে পাবে।


কোন কোন কেন্দ্র থেকে বিতরণ করা হবে মার্কশিট ও শংসাপত্র? 



  • বোলপুর- বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ

  • রামপুরহাট- রামপুরহাট ড. এস এম বিদ্য়ায়তন

  • চন্দননগর- চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির (ফরাসি শাখা)

  • মুর্শিদাবাদ- বহরমপুর মহারানি কাশীশ্বরী গার্লস হাইস্কুল

  • হাওড়া (সদর)- জগাছা হাই স্কুল

  • কাকদ্বীপ- কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুল

  • কালিম্পং- কালিম্পং কুমুদীনি হোমস

  • মালদা (সদর)- মালদা উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয়


একইভাবে লোকসভা নির্বাচন পর্বেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে। ৮ মে দুপুর ১টায় প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। অনলাইনে ফল দেখা যাবে দুপুর ৩টে থেকে। সেক্ষেত্রেও ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। তার জন্য় লগইন করতে হবে wb12.abplive.com-এ। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দু'দিন পরে অর্থাৎ ১০ মে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Kolkata Heat Wave Situation: গলা ভেজাতে সরবতে চুমুক, শহরে বাড়ছে সেকেন্ড হ্যান্ড এসির চাহিদা


Education Loan Information:

Calculate Education Loan EMI