কলকাতা: অর্থনীতির (Economics) মতো বিষয়ের সঙ্গে আমাদের প্রতিদিনের জীবন জড়িয়ে রয়েছে। এই বিষয়ের সঙ্গে কারোর পরিচয় ঘটে স্কুল-কলেজ স্তরে, কারোর আবার প্রতিযোগিতামূলক পরীক্ষাতে। একইভাবে রাষ্ট্রবিজ্ঞানের মতো বিষয়ও সমান গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষাতে। WBCS পরীক্ষাতেও গুরুত্ব রয়েছে এই দুই বিষয়ের? WBCS পরীক্ষার আগে কীভাবে ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিকসের জন্য প্রস্তুতি নেবেন ছাত্রছাত্রীরা? এবিপি লাইভে WBCS- প্রিলিমসে Economics এবং Polity নিয়ে আলোচনা করলেন WBCS অফিসার রাজনীশ কুমার যাদব। বর্তমানে যিনি পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) ডেপুটি ম্যাজিস্ট্রেট-ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত।
কীভাবে শুরু করবেন পড়া?
প্রিলিমসে ইকোনমিকস এবং পলিটি মিলিয়ে মোট ২৫ নম্বর থাকে। দুটি বিষয়ের প্রশ্ন বা সিলেবাস হয় উচ্চ মাধ্যমিক স্তরের। পড়া শুরু করার আগে মনে রাখতে হবে প্রাথমিক ধারণা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। অনেকের কাছে এই বিষয়টা নতুন, বিশেষত তাঁদের ক্ষেত্রে নতুন বিষয় বলে ভয় না পেয়ে বিষয়টা বোঝার ক্ষেত্রে বেশি জোর দিতে হবে।
সিলেবাসের অংশ: ইকোনমিকসের ক্ষেত্রে, ইন্ডিয়ান ইকোনমি, সেন্ট্রাল ফান্ড টু স্টেট, নীতি আয়োগ। তবে পঞ্চ বার্ষিকী পরিকল্পনা থেকেও প্রশ্ন আসতে পারে। এর পাশাপাশি আরবিআই, মনিটরি পলিসি, ব্যাঙ্কিং, সেন্ট্রাল এবং স্টেট ফিনান্স কমিশন, ইন্ডিয়ান ইকোনমিক এবং ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশনের মতো প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ। পলিটির মধ্যে রয়েছে ভারতের সংবিধান। মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাজ্য, কেন্দ্র সম্পর্ক, প্রেসিডেন্ট, গভর্নর, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কাজ- এই অংশগুলি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি সংবিধানের বিভিন্ন ধারাও পড়তে হবে।
গুরুত্বপূর্ণ অংশ: ইকোনমিকসের ক্ষেত্রে সিলেবাসে দুটো অংশ রয়েছে, মাইক্রো ইকোনমিকস এবং ম্যাক্রো ইকোনমিকস। প্রস্তুতি শুরু করার আগে অনেকেই স্ট্যান্ডার্ড বই বেছে নেয়। সেক্ষেত্রে অনেকেই বিষয়টা বুঝতে পারেন না। মনে রাখতে হবে আমাদের প্রতিদিনের জীবনে নানা কাজের মধ্যেই কিন্তু অর্থনীতি রয়েছে। সেটাকে মাথায় রাখতে হবে পড়ার সময়। বেসিক কনসেপ্ট বোঝার জন্য দ্বাদশ শ্রেণির ম্যাক্রো ইকোনমিক বই প্রথমে পড়ে নেওয়া ভাল। পলিটির মধ্যে আরবিআই- অংশের অনেকগুলি ভাগ রয়েছে। ইন্ডিয়ান অর্গানাইজেশন, কেন্দ্র, রাজ্য বাজেট পড়তে হবে। এর পাশাপাশি মনে রাখতে হবে সাল। সাল মনে রাখার ক্ষেত্রে অনেকের সমস্যা হবে। ঘটনার অংশ উল্লেখ করে সাল লিখে পড়লে মনে রাখার ক্ষেত্রে সহজ হবে। এর পাশাপাশি সংবিধানের ধারাও পড়তে হবে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের উল্লেখযোগ্য রায় পড়তে হবে। অথবা, প্রধানবিচারপতির কাজ উল্লেখ করে, কোন বিচারপতির রায় সেটা লিখতে হবে।
MCQ- প্রস্তুতি: প্রিলিমস পরীক্ষাটা MCQ- নির্ভর। পড়ার ক্ষেত্রে একটা অধ্যায় পড়ে তার MCQ সমাধান করতে হবে। পুরো সিলেবাস শেষ করে MCQ সমাধান করতে গেলে সমস্যা হতে পারে। ফলে অংশটা কতটা পড়া হয়েছে, বা প্রস্তুতি আরও কতটা প্রয়োজন সেটা সঙ্গে সঙ্গেই বোঝা যাবে। যদি মনে হয়, যে কোনও অংশ MCQ হতে পারে, সেটা লিখে রাখা যায় আলাদা করে। তাতে প্রস্তুতিও জোরদার হবে।
প্রস্তুতির জন্য কিছু টিপস: উচ্চ মাধ্যমিক স্তরে ম্যাক্রো ইকোনমিকস, অথবা পলিটির ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের একাদশ-দ্বাদশ শ্রেণির বই প্রথমে পড়তে হবে। প্রস্তুতির পাশাপাশি ইকোনমিকসের পূর্ববর্তী বছরের প্রশ্নগুলোও দেখতে হবে। তাতে বোঝা যাবে ঠিক কোন কোন অংশ থেকে প্রশ্ন আসতে পারে। পাশাপাশি MCQ প্রস্তুতির দিকে বিশেষ যত্ন নিতে হবে।
আরও পড়ুন: WBCS Exam Preparation: ভয়-ভীতি কাটালেই জয়! প্রিলিমসে ইতিহাস পড়া শুরু হোক গল্পের ছলে
Education Loan Information:
Calculate Education Loan EMI