HS Result: আজ উচ্চ মাধ্যমিকের ফল, wb12.abplive.com- এ ক্লিক করে জেনে নিতে পারবে পরীক্ষার্থীরা
HS 3rd semester result: প্রতিবারের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে, এবিপি আনন্দ। wb12.abplive.com সাইটে দেখা যাবে ফল

কলকাতা: দেশের মধ্যে প্রথম সিমেস্টার পদ্ধতিতে বছরে ২ বার উচ্চমাধ্যমিক শুরু হয়েছে রাজ্যে। প্রকাশিত হতে চলেছে থার্ড সিমেস্টারের ফল (HS 3rd semester result)। বছরে ২টো সিমেস্টার চালু হওয়ায় এবার সেপ্টেম্বরেই অকাল উচ্চমাধ্যমিকে বসতে হয়েছে পরীক্ষার্থীদের। আজ বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশিত হবে।
প্রতিবারের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে, এবিপি আনন্দ। wb12.abplive.com সাইটে দেখা যাবে ফল। তার জন্য দিতে হবে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর।
কীভাবে ফল দেখবেন ওয়েবসাইটে?
১। wb12.abplive.com থেকেই এই ফল দেখা যাবে।
২। WBCHSE Uchcha Madhyamik Result Live I bengali.abplive.com-এ ক্লিক করে দেখে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল
৩। এরপর নির্দিষ্ট জায়গায় আপনার রোল নম্বর (Roll Number) এবং রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) নির্ভুলভাবে টাইপ করুন।
৪। সবশেষে “Search” বাটনে ক্লিক করলেই আপনার সম্পূর্ণ ফলাফল স্ক্রিনে দেখা যাবে।
গত বছর থেকেই সিমেস্টার পদ্ধতি চালু হয়েছিল একাদশে। জাতীয় শিক্ষানীতির অংশ হিসেবে এই নিয়ম চালু করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।
চতুর্থ সিমেস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। তারপর যখন ফলপ্রকাশিত হবে, তখনই চূড়ান্ত মার্কশিটও দেওয়া হবে।
নানা অভিযোগ ও বিতর্ককে সঙ্গী করেই উচ্চ-মাধ্যমিকের সিমেস্টারের পরীক্ষা হয় ৮ থেকে ২২ সেপ্টেম্বর। মোট পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন। ৩৯ দিনের মাথায় আজ প্রকাশিত হচ্ছে ফল।
মেধাতালিকায় এক জন বাণিজ্য বিভাগের পড়ুয়া, বাকিরা প্রত্যেকেই বিজ্ঞান বিভাগের পড়ুয়া। প্রথম দশে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া রয়েছে ৩৪ জন, ২৪ জন পড়ুয়া পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের। পাশের হারে প্রথম তিন স্থানে. দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও হাওড়া। পাশের হারে কলকাতার স্থান দ্বাদশ। প্রথম দশে থাকা ৬৯ জন পরাক্ষার্থীর মধ্যে কলকাতার পড়ুয়া মাত্র ৪ জন।
প্রীতম বল্লভ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন
যুগ্ম প্রথম
প্রাপ্ত নম্বরের হার - ৯৮.৯৭%
আদিত্যনারায়ণ জানা, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন
যুগ্ম প্রথম
প্রাপ্ত নম্বরের হার - ৯৮.৯৭%
অতনু বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
যৌথ দ্বিতীয়
প্রাপ্ত নম্বরের হার - ৯৮.৯৫%
সৃজন পারিচা, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন
যৌথ দ্বিতীয়
প্রাপ্ত নম্বরের হার - ৯৮.৯৫%
সৌমাল্য রুদ্র, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন
যৌথ দ্বিতীয়
প্রাপ্ত নম্বরের হার - ৯৮.৯৫%
ত্রিদেব চক্রবর্তী, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন
যৌথ দ্বিতীয়
প্রাপ্ত নম্বরের হার - ৯৮.৯৫%
তপোব্রত দাস, সিউড়ি চন্দ্রগতি হাই স্কুল
যৌথ দ্বিতীয়
প্রাপ্ত নম্বরের হার - ৯৮.৯৫%
অর্কদ্যুতি ধর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
যৌথ দ্বিতীয়
প্রাপ্ত নম্বরের হার - ৯৮.৯৫%
অরিঘ্ন সরকার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
যৌথ দ্বিতীয়
প্রাপ্ত নম্বরের হার - ৯৮.৯৫%
ঐতিহ্য পাছাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
যৌথ দ্বিতীয়
প্রাপ্ত নম্বরের হার - ৯৮.৯৫%
অদৃত পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
যৌথ দ্বিতীয়
প্রাপ্ত নম্বরের হার - ৯৮.৯৫%
প্রত্যুষ মণ্ডল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
যৌথ দ্বিতীয়
প্রাপ্ত নম্বরের হার - ৯৮.৯৫%
সোহম ভৌমিক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
তৃতীয়
প্রাপ্ত নম্বরের হার - ৯৮.৯২%
Education Loan Information:
Calculate Education Loan EMI























