কলকাতা: মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর তিনটে বারোয় বাড়ি থেকে বেরোন তিনি। তারপর গাড়িতে মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দেন তিনি। ভোট দিয়ে ৪ মিনিটের মধ্যেই মিত্র ইনস্টিটিউশন থেকে বেরিয়ে ফের বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী। 


ভবানীপুরের হাইভোল্টেজ ভোটে ঘটনার ঘটঘটা বজায় রয়েছে দিনভর। খালসা গার্লস হাইস্কুলের বুথে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগে তৃণমূল-বিজেপি তুলকালাম বাঁধে।


দুপুর পৌনে ১টা। ভবানীপুরের খালসা হাইস্কুলের বুথে ভোট পরিদর্শনে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বুথের মধ্যে এই যুবককে দেখে সন্দেহ হওয়ায় ভোটার কার্ড দেখতে চান প্রিয়ঙ্কা। 


অভিযুক্তকে বাইরে বের করার সময় বিজেপি কর্মীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। বুথের সামনের রাস্তায় নেমে আসে গোলমাল। পরস্পরের বিরুদ্ধে ভোটকে প্রভাবিত করার অভিযোগ তোলে তৃণমূল ও বিজেপি।


এদিকে, ভোটের দিন ভবানীপুরের ভোটারদের কাছে ট্যুইটারে আবেদন জানিয়ে বিতর্কে জড়ালেন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়। ফিরহাদ হাকিমের ট্যুইট, ভবানীপুরের বাসিন্দাদের অনুরোধ করছি, উন্নয়ন ও সমানাধিকারের জন্য ভোট দিন। 


সুব্রত মুখোপাধ্যায় ট্যুইট করেন, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ভবানীপুর-সহ রাজ্যের তিনটি আসনে আজ ভোটগ্রহণ। বিপুল ভোটে দিদির জয় নিশ্চিত করার জন্য সকলের কাছে আবেদন জানাচ্ছি। ভবানীপুরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়। 


আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। ভবানীপুর কেন্দ্রে মোট বুথ ২৮৭টি। 


মোতায়েন রয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রয়েছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা ও সিসি ক্যামেরার নজরদারি। সব বুথেই রয়েছেন মাইক্রো অবজার্ভার। মাইক্রো অবজার্ভাররা 


সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী। ভবানীপুরের ৩৮টি জায়গায় পুলিশ পিকেট করা হয়েছে। রয়েছে, ৯টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। আরটি মোবাইল ভ্যান রয়েছে ২৩টি।


ভবানীপুর হাইভোল্টেজ কেন্দ্র। আঁটোসাঁটো নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। ভবানীপুরের বিভিন্ন বুথে, অলিগলিতে চলছে এরিয়া ডমিনেশন। 


দলে রয়েছেন ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট। মিন্টো পার্কেও চলে টহলদারি। নিউ মার্কেট থানা এলাকার সদর স্ট্রিট। 


মহিলা জওয়ানদের নিয়ে এরিয়া ডমিনেশন চালাচ্ছে কলকাতা পুলিশ। নিউ মার্কেট থানা এলাকার সদর স্ট্রিট। মহিলা জওয়ানদের নিয়ে এরিয়া ডমিনেশন চালাচ্ছে কলকাতা পুলিশ।


আরও পড়ুন: ভবানীপুরে ধাক্কাধাক্কি, উত্তেজনা ! বুথের মধ্যে ভুয়ো ভোটার, অভিযোগ বিজেপির


আরও পড়ুন: মদন মিত্রর পাড়ায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ