BJP Brigade Rally: নন্দীগ্রামে মাননীয়াকে হারাবই হারাব, চ্যালেঞ্জ শুভেন্দুর
শুভেন্দুর কথায়, তৃণমূল ফিরে এলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হবে। মাননীয়া ৫০০ কোটি টাকা দিয়ে বুদ্ধি কিনেছেন। দিদিকে বলো-র ফোন এখন বন্ধ হয়ে গিয়েছে। বাংলার গর্ব মমতা। বিবেকানন্দ হারিয়ে গেলেন? প্রশ্ন শুভেন্দুর।
![BJP Brigade Rally: নন্দীগ্রামে মাননীয়াকে হারাবই হারাব, চ্যালেঞ্জ শুভেন্দুর BJP Brigade Rally I will defeat her in election battle, attacked by suvendu BJP Brigade Rally: নন্দীগ্রামে মাননীয়াকে হারাবই হারাব, চ্যালেঞ্জ শুভেন্দুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/07/f0dffce6001fcb36b81bdbadb0040a45_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: নন্দীগ্রামে মাননীয়াকে হারাবই হারাব। চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। এদিন মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, আমি মাননীয়াকে নন্দীগ্রামে হারাবই হারাব। ও মাটি আমার চেনা, ২০ বছর কাজ করেছি। আমি ওখানে ভোট দেব, আপনি টিভিতে দেখবেন। প্রাক্তন বিধায়কের প্যাড ছাপিয়ে রাখুন বলেও কটাক্ষ করেন তিনি।
শুভেন্দুর কথায়, তৃণমূল ফিরে এলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হবে। মাননীয়া ৫০০ কোটি টাকা দিয়ে বুদ্ধি কিনেছেন। দিদিকে বলো-র ফোন এখন বন্ধ হয়ে গিয়েছে। বাংলার গর্ব মমতা। বিবেকানন্দ হারিয়ে গেলেন? প্রশ্ন শুভেন্দুর।
BJP Brigade Rally LIVE: কানাগলিতে জন্মে মোদির সঙ্গে এক মঞ্চে, এটা স্বপ্ন ছাড়া আর কি? বললেন মিঠুন
তোপ দেগে শুভেন্দু বলেন মাননীয়াকে কেউ বাংলার মেয়ে বলে মানেন না। আমরা কোম্পানি ছেড়ে এসেছি, আপনাদের উৎখাত করতে। কাটমানি-সিন্ডিকেট-তোলাবাজি তুলতে না পারলে বাংলা পিছোবে। ২১ বছর তৃণমূল কংগ্রেসে ছিলাম। এখন ওটা প্রাইভেট লিমিটেড। যাঁদের মেরুদণ্ড আছে, তাঁরা ওই দলে থাকতে পারবেন না। মিঠুনদা ব্রিগেডে এসেছেন, আগামী প্রজন্মের ধ্বংস হওয়া আটকাতে।
তিনি বলেন, ঐতিহাসিক ব্রিগেড যাঁরা ভরিয়েছেন, সেই গণদেবতাকে প্রণাম। টিম বেঙ্গল বিজেপিকে আন্তরিক শুভেচ্ছা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)