Mamata Banerjee: 'ত্রিপুরায় ৯৩ শতাংশ আসনে ভোটে লড়াই হয়নি, তখন কেউ কিছু বলেননি', প্রশ্ন মমতার
Panchayat Election Result 2023:'ত্রিপুরায় ৯৩ শতাংশ আসনে ভোটে লড়াই হয়নি, আমরা আক্রান্ত হয়েছি। তখন তো কেউ কিছু বলেননি', ভোটপর্বে টানা হিংসার অভিযোগের মুখে পাল্টা যুক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতা: 'ত্রিপুরায় (Tripura Election) ৯৩ শতাংশ আসনে ভোটে লড়াই হয়নি, আমরা আক্রান্ত হয়েছি। তখন তো কেউ কিছু বলেননি', ভোটপর্বে (Poll Violence) টানা হিংসার অভিযোগের মুখে পাল্টা যুক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। নবান্নে সাংবাদিক বৈঠকে তাঁর আরও দাবি, 'মণিপুরের মানুষের সঙ্গে কথা বলার জন্য আমরা দল পাঠাচ্ছি।'
হিংসা নিয়ে...
পঞ্চায়েত নির্বাচনের ফলাফল পরিষ্কার হতেই নবান্নে বুধবারের সাংবাদিক সম্মেলনে মমতা মনে করান, তাঁর দলের কর্মীরাও হিংসার শিকার হয়েছেন। এ প্রসঙ্গেই আসে ত্রিপুরা নির্বাচনের কথা। মুখ্যমন্ত্রী বলেন, 'ত্রিপুরায় ৯৩ শতাংশ আসনে লড়তে দেওয়া হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদারদের উপর আক্রমণ করা হয়েছে। কই, তখন তো কেউ কিছু বলেননি।' তৃণমূলনেত্রীর দাবি, ত্রিপুরায় তাঁর দলের কর্মীদের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছিল। অসমেও আক্রান্ত হন তৃণমূল নেতাকর্মীরা। তবে হিংসাকে তিনি সমর্থন করে না, একথা আজ দ্বিধাহীন ভাবে জানিয়ে দিয়েছেন মুখ্য়মন্ত্রী। সঙ্গে আশ্বাস, 'এত কুৎসা, কিন্তু আমি বদলা নেব না।' বাংলায় ২০১১ অর্থাৎ রাজনৈতিক পালাবদলের আগে 'বদলা নয়, বদল চাই'-র স্লোগান দিতে শোনা গিয়েছিল তৃণমূলকে। কিন্তু বিরোধীদের বক্তব্য, এই স্লোগান ও বাস্তব ছবিটার দূরত্ব বহু আলোকবর্ষের। বিশেষত, ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে তুমুল সন্ত্রাসের অভিযোগ ওঠে। ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। এবার ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে এখনও পর্যন্ত গত ৩৫ দিনে ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দিকে দিকে তুমুল সংঘর্ষ, ভোট লুঠ, ব্যালট পেপার চুরির অভিযোগ ভূরি ভূরি। যদিও মুখ্যমন্ত্রীর দাবি, 'বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে, এজন্য আমরা দুঃখিত। ভাঙড়, ডোমকলে আমাদের কর্মীর মৃত্যু হয়েছে। আমরা তো জিতিনি।' তাঁর মতে, '৭১ হাজার বুথে ভোট হয়েছে, বড়জোর ৬০টা বুথে বিক্ষিপ্ত গন্ডগোল ঘটানো হয়েছে।' কিন্তু তিনি যে হিংসা সমর্থন করেন না, সে বার্তাও দিয়েছেন মমতা। সঙ্গে জানিয়েছেন, পুলিশকে 'ফ্রি হ্যান্ড' দিচ্ছেন। পাশাপাশি, 'ভেদাভেদ না করে নিহত ১৯ জনের পরিবারকে হোমগার্ডের চাকরি ও আর্থিক সাহায্য' ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন তৃণমূলনেত্রীর সাংবাদিক বৈঠকের পর ফের আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। বলেন, 'নিহত তৃণমূল কর্মীদের পরিবারকেই আর্থিক সাহায্য ও চাকরি দেবেন মুখ্যমন্ত্রী। সে জন্য ১৯ জনের মৃত্যু হয়েছে বলেছেন।' তবে এই সবের হিসেব যে লোকসভা ভোটে হবে, সে কথা মনে করাতে ভোলেননি রাজ্যের বিরোধী দলনেতা।
আরও পড়ুন:'ভেদাভেদ না করে নিহত ১৯ জনের পরিবারকে হোমগার্ডের চাকরি ও আর্থিক সাহায্য', ঘোষণা মমতার