Mamata Midnapore Rally LIVE: বাপ-ব্যাটার অনুমতিতেই ঢুকেছিল চটি পরা পুলিশ, নন্দীগ্রামে শুভেন্দু-শিশিরকে আক্রমণ মমতার
CM Mamata Banerjee Midnapore Rally LIVE Updates: নন্দীগ্রামে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়।
বাপ-ব্যাটার অনুমতিতেই ঢুকেছিল চটি পরা পুলিশ। নন্দীগ্রামে ভোটের মুখে নাম না করে শিশির ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাবাকে কেন্দ্রে মন্ত্রী করেছিলাম, সেটাই ছেলে মানতে পারেনি। সেই জন্যই বাবার শপথেও যায়নি। ফের শিশির ও শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার শিশির অধিকারীর নাম নিয়েছেন তৃণমূলনেত্রী।
ভোট করে এখান থেকে যাব। এখানে একতলা বাড়ি ভাড়া নিয়েছি। নন্দীগ্রামের মানুষ ভাড়া দিয়েছেন। অনেক কৃতজ্ঞতা, নন্দীগ্রামে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রামের মানুষ চেয়েছে তাই প্রার্থী হয়েছি। আমি বহিরাগত, তুমি ভূমিপুত্র? ভূমি আন্দোলনের সময় কোথায় ছিলে? শুভেন্দুকে আক্রমণ মমতার।
বাবা মন্ত্রী হয়েছে বলে শপথে গেল না। বলেছিল বুড়ো ভামকে মন্ত্রী করেছে। নন্দীগ্রামে বিস্ফোরক দাবি মমতার।
গাড়িতে দাঁড়িয়ে নমস্কার করছিলাম, কয়েকজন এসে ধাক্কা দেয়। ধাক্কায় পা ফুলে যায়, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সিপিএমের মতোই বিজেপিকে বিদায় করে দিন, নন্দীগ্রামের রেয়াপাড়ায় বসন্তোৎসবে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জ্যাঠার ছেলে টাকা বিলি করতে গিয়ে ধরা পড়েছে। গ্রেফতার করা উচিত ছিল। নাম না করে অধিকারী পরিবারকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মনে করবেন প্রার্থী মমতাদি। তা না হলে কন্যাশ্রী, রূপশ্রী বন্ধ হয়ে যাবে, চণ্ডীপুরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলায় সবাই একসঙ্গে থাকে, এখন এসেছে সংখ্যালঘুদের ভোট ভাগ করতে। হায়দরাবাদের দল থেকে সাবধান। বহিরাগতদের সমর্থন করবেন না, আপনার ঘর দখল করে নেবে, চণ্ডীপুরের সভায় বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাতে সময় নেই। ১ তারিখ ভোট। কী করে ঘরে বসে থাকব। প্রার্থী মমতাদি, সরকার আমাকে গড়তে হবে। চণ্ডীপুরে বললেন মমতা।
সোহমকে এখানে জেতাতে চাই। সারা বছর কাজ করে। বললেন মমতা।
চণ্ডীপুরে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, দোলের দিন প্রথমে চণ্ডীপুরে জনসভা মমতার।
প্রেক্ষাপট
প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দোলের দিন পূর্ব মেদিনীপুরে তিনটি কর্মসূচি রয়েছে তৃণমূলনেত্রীর। প্রথমে চণ্ডীপুরে জনসভা। এরপর নন্দীগ্রামের খোদামবাড়ি গ্রাম পঞ্চায়েত একটি মেলায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষে বিরুলিয়া বাজারে নির্বাচনী সভা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -