Panchayat Top 5 News: ট্যুইটে নিজের স্বাস্থ্যের খবর জানালেন মুখ্যমন্ত্রী, রানিগঞ্জে প্রতিবাদ সিপিএমের-পঞ্চায়েতের ৫ গুরুত্বপূর্ণ খবর
ট্যুইট মুখ্যমন্ত্রীরপ্রতিবাদ সিপিএমের'বিজেপির দলদাস', বললেন কুণালএকনজরে পঞ্চায়েতের ৫ গুরুত্বপূর্ণ খবর
ট্যুইট মুখ্যমন্ত্রীর...
কয়েকদিন আগেই কপ্টার বিভ্রাটের মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করাতে হয় তাঁর হেলিকপ্টারকে। নামতে গিয়ে চোট পান মুখ্য়মন্ত্রী। চিকিৎসা হয়েছে, বাড়িতে ফিজিওথেরাপি চলছে। এদিন নিজেই ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, 'আমার স্বাস্থ্যের জন্য সবাই প্রার্থনা করায় আমি অভিভূত। আমার হেলিকপ্টার সেবক এয়ারবেসে কোনওমতে জরুরি অবতরণ করেছিল। ঈশ্বরের আশীর্বাদে এবং চিকিৎসক দলের অক্লান্ত চেষ্টায় আমি সুস্থ হয়ে উঠছি, বাড়িতে ফিজিওথেরাপি চলছে।' ইদুজ্জোহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সবার ঘর যাতে আনন্দে পূর্ণ হয়ে ওঠে তার জন্য প্রার্থনা জানিয়েছেন তিনি। উল্টোরথ উপলক্ষেও সবাইকে শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
প্রতিবাদ সিপিএমের...
সিপিএম প্রার্থীর সই জাল করে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। প্রতিবাদে গতকাল বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা। সিপিএমের রানিগঞ্জ এরিয়া কমিটির সম্পাদকের অভিযোগ, রানিগঞ্জের টিরাট পঞ্চায়েত সমিতির আসনে তাদের প্রার্থী বিকাশ মাজির সই জাল করে তাঁর মনোনয়ন প্রত্যাহার দেখানো হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের দিন বাম প্রার্থী বিডিও অফিসে উপস্থিত ছিলেন না, তিনি কোনও সইও করেননি। কে এই কাজ করল, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও বাম প্রার্থীকে ভোটে লড়ার অনুমতি দেওয়ার জন্য বিডিও-র কাছে আর্জি জানিয়েছে সিপিএম। বিডিও-র দাবি, অভিযোগ ভিত্তিহীন। মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়ার সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষিত আছে। প্রশাসনিক বক্তব্যকে স্বাগত জানিয়েছে তৃণমূল।
'বিজেপির দলদাস', বললেন কুণাল
রাজ্যকে কড়া বার্তা দিতেই এবার রাজ্যপালের মন্তব্যের পাল্টা নিশানা কুণাল ঘোষের (Kunal Ghosh)। মূলত, শিলিগুড়িতে বিজেপি (BJP)-সহ পাহাড়ের দলগুলির সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ( Governor CV Ananda Bose) বলেন, 'গণতন্ত্রের পাহারাদারের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে।' আর এরপরেই পাল্টা তোপ দাগেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণাল বলেন, 'বিজেপির দলদাসে পরিণত হয়েছেন রাজ্যপাল।'
কড়া বার্তা রাজ্যপালের...
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিন যত ঘনিয়ে আসছে, ততই যেন বাড়ছে ভোট (Vote) সন্ত্রাস। আর এ নিয়ে এবার ফের রাজ্যকে ফের কড়া বার্তা রাজ্যপালের (Governor)। শিলিগুড়িতে (Siliguri) বিজেপি (BJP) সহ পাহাড়ের দলগুলির সঙ্গে বৈঠকের পর মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose)। তিনি বলেন, 'গণতন্ত্রের পাহারাদারের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে। খুনের রাজনীতি, ভয়ের রাজনীতি, হুমকির রাজনীতি দূর হওয়া দরকার। এটা ভারতের সংবিধান, গণতন্ত্রের কাছে বড় চ্যালেঞ্জ। যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক। হাইকোর্টের নির্দেশেও বিষয়গুলি স্পষ্ট হয়ে উঠেছে। প্রত্যেক নাগরিক যেন নির্ভয়ে ভোট দিতে পারেন'।
দুর্নীতির আখড়া...
বিডিও অফিসগুলো এখন দুর্নীতির আখড়া। পঞ্চায়েত ভোট ওখান থেকেই পরিচালনা হচ্ছে। বাধ্য হয়ে বা ভাল সাজার জন্য বিডিও-রা অনৈতিকভাবে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিচ্ছেন। ভাঙড়, উলুবেড়িয়ার বিডিওদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।
আরও পড়ুন:কেমন আছেন তিনি? ট্য়ুইট করলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে জানালেন শুভেচ্ছাও