Mamata Banerjee: কেমন আছেন তিনি? ট্য়ুইট করলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে জানালেন শুভেচ্ছাও
Mamata Banerjee Health: স্বাস্থ্যের জন্য সবাই প্রার্থনা করায় তিনি অভিভূত, জানালেন মমতা বন্দ্য়োপাধ্যায়
কলকাতা: কয়েকদিন আগেই কপ্টার বিভ্রাটের মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করাতে হয় তাঁর হেলিকপ্টারকে। নামতে গিয়ে চোট পান মুখ্য়মন্ত্রী। চিকিৎসা হয়েছে, বাড়িতে ফিজিওথেরাপি চলছে। এদিন নিজেই ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, 'আমার স্বাস্থ্যের জন্য সবাই প্রার্থনা করায় আমি অভিভূত। আমার হেলিকপ্টার সেবক এয়ারবেসে কোনওমতে জরুরি অবতরণ করেছিল। ঈশ্বরের আশীর্বাদে এবং চিকিৎসক দলের অক্লান্ত চেষ্টায় আমি সুস্থ হয়ে উঠছি, বাড়িতে ফিজিওথেরাপি চলছে।' ইদুজ্জোহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সবার ঘর যাতে আনন্দে পূর্ণ হয়ে ওঠে তার জন্য প্রার্থনা জানিয়েছেন তিনি। উল্টোরথ উপলক্ষেও সবাইকে শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
I am deeply touched by everyone's well wishes for my health.
— Mamata Banerjee (@MamataOfficial) June 29, 2023
I had a close call the day before yesterday when the helicopter made an emergency landing on Sevoke Airbase.
With Almighty's benevolence and dedicated efforts of the medical team, I am recuperating and undergoing…
মুখ্য়মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, স্বাভাবিক ক্ষেত্রে হেলিকপ্টার থেকে নামার সময় সিঁড়ি থাকে, কিন্তু জরুরি অবতরণ হওয়ায়, সেই সময় সিঁড়ির ব্য়বস্থা ছিল না। তাই কোমরে, পায়ে চোট লাগে মুখ্যমন্ত্রীর। সেখান থেকে সড়কপথে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী।সবিশেষ বিমানে কলকাতায় আসেন। বিকেলে, SSKM-এর উডবার্ন ওয়ার্ডে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে। রাত সাড়ে ৮টা নাগাদ, হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান মুখ্যমন্ত্রী। তখন তাঁকে হুইল চেয়ারে করে এনে, গাড়িতে তোলা হয়। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছিল SSKM-এর তরফে। বাড়িতে ফিজিওথেরাপিও চলছে তাঁর।
বুধবার বিকেলে তাঁর বাড়িতে যান এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়, ফিজিকাল মেডিসিনের বিভাগীয় প্রধান রাজেশ প্রামাণিক এবং একজন ফিজিওথেরাপিস্ট। দু'ঘণ্টা চলে ফিজিওথেরাপি মুখ্যমন্ত্রীকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে, স্বল্প উচ্চতা থেকে নামতে গিয়ে কীভাবে চোট লাগতে পারে, এবং তার জন্য কী কী করণীয়, তা জানিয়েছেন ফিজিকাল মে়ডিসিন বিশেষজ্ঞ। চিকিৎসক মৌলীমাধব ঘটক বলেন, 'সাধারণত স্বল্প উচ্চতা থেকে নামতে গেলে লিগামেন্টে চোট লাগতে পারে। এরকম পরিস্থিতি হলে, অল্প চোট লাগলে এক সপ্তাহ বিশ্রাম। কিছু ফিজিওথেরাপি প্রয়োজন হয়।'
আরও পড়ুন: জীবনজুড়ে জঙ্গল, কলমজুড়ে প্রেম! টপ্পায় বুঁদ করতেন 'ঋজুদা' বুদ্ধদেব