এক্সপ্লোর
Advertisement
স্মৃতি ইরানির টিপ নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মহারাষ্ট্রে কংগ্রেসের শরিক নেতার বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপি যুবমোর্চার
নাগপুর: কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেত্রী স্মৃতি ইরানির কপালের বিন্দি বা টিপ নিয়ে কটাক্ষ করার অভিযোগে বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রে কংগ্রেসের জোটসঙ্গী পিপলস রিপাবলিকান পার্টির (পিআরপি) নেতা জয়দীপ কাওয়াড়ে। সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যাতে তাঁকে স্মৃতি সম্পর্কে নির্বাচনী সভায় আপত্তিকর মন্তব্য করতে শোনা যাচ্ছে। পিআরপি নেতৃত্বে রয়েছেন জয়দীপের বাবা, দলিত নেতা ও বিধায়ক জোগেন্দ্র কাওয়াড়ে।
জয়দীপের মন্তুব্যের ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিজেপি যুবমোর্চার কর্মীরা নাগপুর লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে তাঁর ও কংগ্রেসের কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগনামায় বলা হয়েছে, কাওয়াড়ের মন্তব্য গোটা মহিলা সমাজের অপমান, তা মডেল নির্বাচনী আচরণবিধিও ভেঙেছে। কাওয়াড়ের ওই নারীবিদ্বেষী, যৌনগন্ধী মন্তব্যের সময় মঞ্চে নাগপুরের কংগ্রেস প্রার্থী নানা পাটোলে ও অশোক চবন, বিলাস মুত্তেমওয়ারের মতো দলের অন্য নেতারাও উপস্থিত থাকলেও প্রতিবাদ করেননি বলে অভিযোগ করেছে যুব মোর্চা। এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ দাবি করেছে তারা।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement