কলকাতা: বৃহস্পতিবার সকালে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মিছিল করে আলিপুরের (Alipore) সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র (Nomination) জমা দিতে যাচ্ছিলেন বাম জোটের (Left front) পাঁচ প্রার্থী। হাজরা মোড় থেকে শুরু হওয়া ওই মিছিলে ছিলেন সিপিএমের (CPI(M)) চার প্রার্থী কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সায়রা শাহ হালিম, যাদবপুরের সৃজন ভট্টাচার্য, ডায়মন্ডহারবার লোকসভার প্রতীউকর রহমান ও মুথরাপুর লোকসভা কেন্দ্রের শরৎচন্দ্র হালদার এবং জয়নগরের আরএসপি প্রার্থী সমরেন্দ্র নাথ মণ্ডল। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের জন্য আলিপুর সার্ভে বিল্ডিংয়ে এবং দক্ষিণ ২৪ পরগনার বাকি কেন্দ্রগুলির জন্য আলিপুরে অবস্থিত জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল বাম জোটের প্রার্থীদের।
বৃহস্পতিবার সকালে পাঁচ প্রার্থীদের নিয়ে বাম কর্মী-সমর্থকরা হাজরা মোড় থেকে বিশাল মিছিল করে আলিপুরের গোপালনগরে পৌঁছলে সেখানে তাঁদের মুখোমুখি হয় উল্টো দিক থাকা আসা তৃণমূলের মিছিল। আর দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম আলিপুর সার্ভে বিল্ডিংয়ে ঢুকতেই শুরু হয় অশান্তি। বাম কর্মী-সমর্থকদের অভিযোগ, মুখোমুখি হওয়ার পরেই তাঁদের মিছিল লক্ষ্য করে কটূক্তি করতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, তাদের মিছিলকে দেখতে পেয়েই চোর স্লোগান দিতে থাকে বামেরা। উভয়পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। নিমিষের মধ্যে তুলকালাম লেগে যায় ওই এলাকায়। খবর পেয়ে পুলিশ গিয়ে আধঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এপ্রসঙ্গে তৃণমূল বিধায়ক দেবাশিষ কুমার কটাক্ষ করে বলেন, হার নিশ্চিত বুঝে নিজেদের অস্তিত্ব জানান দিতেই গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছিল সিপিএম। কিন্তু, প্রশাসন সেই চেষ্টা ব্যর্থ করেছে। অন্যদিকে বাম ও সিপিএম নেতাদের অভিযোগ, তাদের পক্ষে পরিস্থিতি খারাপ দেখে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছিল তৃণমূলের কর্মী ও সমর্থকরা। কিন্তু, তাতে তারা সফল হয়নি। আশাকরি মানুষ এই ধরনের যোগ্য জবার দেবেন ওদের। সবকিছুর বিচার করবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।