Lok Sabha Election 2024: 'বুথে দলীয় এজেন্টকে ঢুকতে দেয়নি TMC..', তৃণমূলকে হুঁশিয়ারি BJP প্রার্থী অর্জুনের
Arjun Singh warns TMC:সাতসকালেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুললেন, হুঁশিয়ারি দিয়ে কী বললেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন ?
উত্তর ২৪ পরগনা: ' বুথে দলীয় এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলকে হুঁশিয়ারি BJP প্রার্থী অর্জুনের। আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট। বলাইবাহুল্য এটি কেন্দ্র অন্যান্যদের থেকে বেশি ফোকাসে। কারণ এই কেন্দ্রে সমীকরণ অনেকটাই বদলেছে। নির্বাচন শুরুর কিছুটা আগেই এই কেন্দ্রে প্রার্থী ইস্যুতে অনেক জল গড়িয়েছে। টিকিট না পেয়ে দল ছেড়েছেন অর্জুন সিংহ (Barrackpore BJP Candidate Arjun Singh )। আর এবারের লোকসভা ভোটে তাঁকে টিকিট দিয়েছে শেষঅবধি বিজেপি।
অর্জুনের বিপরীতে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন পার্থ ভৌমিক। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবদূত ঘোষ। এবার দ্বন্দ্ব ভূলে ভোটের আগে আশীর্বাদ নিয়ে এসেছেন খোদ মুকুল রায়ের থেকে। এদিন ভোট শুরু হতে না হতেই, শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'তিনটি বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে দেয়নি তৃণমূল। আমি বলব তৃণমূলকে এই খেলাটা না খেলতে, নাহলে অনেক সমস্যা হবে।'
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটের ঠিক আগে ফেরে হলুদ ফাইল বিতর্ক। মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামায় তথ্য গোপন করেন অর্জুন সিং। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। হারার ভয়ে ব্যক্তিগত কুৎসা করছে, পাল্টা কটাক্ষ করেন অর্জুন সিংহ। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম বলেন, 'হলুদ ফাইলে আরও তথ্য আছে। সেগুলো যখন জেলে যাবে তখন ওগুলোকে বের করব, তার আগে নয়। শুরু করেছে অর্জুন সিংহ, ওই পাল্টু সিংহ। শেষ আমি করব।'
ব্যারাকপুর লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী অর্জুন সিংহ বলেন, দেখুন, হলুদ ফাইল, লাল ফাইল - ওসব আমার ডাস্টবিনে পড়ে থাকে। আমি যার ফাইল রেডি করিয়ে দেব, সে কিন্তু একদম ভেতরে থাকে। ফের প্রকাশ্যে এসেছে অর্জুন সিংহ ও সোমনাথ শ্যামের দ্বন্দ্ব। গত ২৯ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন অর্জুন সিংহ।সেই সঙ্গে দিয়েছেন, ৮১ পাতার হলফনামা। হলফনামা অনুযায়ী, অর্জুনের স্ত্রী উষা সিংহ এবং তাঁর ওপর নির্ভরশীল অভিরূপ সিংহ। এখানেই আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, হলফনামায় অর্জুন তথ্য গোপন করেছেন।
আরও পড়ুন, শুরু হল পঞ্চম দফার নির্বাচন, আরামবাগ-সহ একাধিক জায়গায় অশান্তি
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)