প্রদ্যোত সরকার, নদিয়া: ভোটারদের (Voter) ভোটদানে উৎসাহিত করতে বুধবার কৃষ্ণনগর প্রশাসনিক ভবন থেকে সাইকেল চালিয়ে স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত এলেন নদিয়ার জেলাশাসক ( Nadia’s DM) এস অরুণ প্রসাদ। এরপর নবদ্বীপ ঘাট বাসস্ট্যান্ডে সংলগ্ন এলাকার বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে ফেরিঘাট এমনকী টোটো এবং অটোতে সওয়ার সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চালকদের অনুমতি নিয়ে গাড়িগুলিতে স্টিকার ও পোস্টার লাগিয়ে দেন তিনি। কথা বলেন রাস্তা দিয়ে হেঁটে বা সাইকেল কিংবা বাইকে যাতায়াত করা সাধারণ মানুষের সঙ্গেও। আসন্ন লোকসভা নির্বাচন (Lok sabha Election 2024) নিয়ে ভোটারদের মধ্যে কোনও রকম ভয় ভীতি রয়েছে কিনা তাও জানতে চান জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকরা। সব কথা শুনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য গ্রামের মানুষকে উৎসাহিতও করেন। 


সবরকম পরিস্থিতিতে প্রশাসন সর্বদা সাধারণ ভোটারদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন জেলাশাসক এস অরুণ প্রসাদ। এদিনের এই সাইকেল সফরে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সদরের মহকুমা শাসক, অতিরিক্ত জেলাশাসক, সাধারণ অতিরিক্ত জেলাশাসক এবং জেলা পরিষদ সহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিকরা।


আরও পড়ুন: Loksabha Election 2024 : ২ বারের 'থার্ড বয়' অভিষেককে চ্য়ালেঞ্জ ছুড়বে? BJP 'কমজোরি' প্রার্থী দাঁড় করানোয় 'সেটিং' বিতর্ক জোরদার


সাইকেল সফর শেষে স্বরূপগঞ্জ ঘাট থেকে জলপথে নৌকা করে তাঁরা বাউল ও লোকসঙ্গীত শিল্পীদের নিয়ে মায়াপুর ঘাটে যান ভাগীরথী ও জলঙ্গি নদী তীরবর্তী ভোটারদের উৎসাহিত করতে। এরপর মায়াপুরে একটি ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে সেখানে থাকা একজন বিদেশি ভোটার যিনি ভারতের নাগরিকত্ব পাওয়ার পর দীর্ঘ পাঁচটি নির্বাচনে ভোট দিয়েছেন তাঁর সঙ্গেও কথা বলেন নদিয়ার জেলাশাসক। সেখান থেকে তিনি জলপথে চলে যান কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের বেলপুকুর এলাকাতে। সেখানে গিয়েও সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের ভোটদানে উৎসাহিত করেন।


প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন ঘোষণা হওয়ার পরেই বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলিতে গিয়ে ভোটের প্রস্তুতিতে খতিয়ে দেখেছিলেন নদিয়ার জেলাশাসক। সীমান্তবর্তী এলাকাগুলিতে ভোটে যাতে কোনও গণ্ডগোল না হয় সেই বিষয়টিও সেখানকার আধিকারিকদের নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। 


আরও পড়ুন: Lok Sabha Poll 2024: ভোটের মুখে BJP নেতাকে বেধড়ক মার, ছাড় পেলেন না ভাইও, আন্দোলনের হুঁশিয়ারি আসানসোলে


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।