Lok Sabha Election: অশান্তি এড়াতে আরও কড়া কমিশন, পঞ্চম দফার ভোটে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম
Lok Sabha Election 2024: সোমবার রাজ্যে মোট QRT-র সংখ্যা ৫৬৭। কমিশন সূত্রে খবর, এর আগে এই ভোটের কোনও দফায় রাজ্যে এত পরিমাণ QRT মোতায়েন করা হয়নি।
রুমা পাল, কলকাতা: পঞ্চম দফার ভোটে অশান্তি এড়াতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) সংখ্যা আরও বাড়াচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। পঞ্চম দফার ভোটে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম (Quick Response Team) থাকছে এরাজ্যে। কমিশন সূত্রে খবর, এর আগে এই ভোটের কোনও দফায় রাজ্যে এত পরিমাণ QRT মোতায়েন করা হয়নি।
পঞ্চম দফার ভোটে এরাজ্যে লাফিয়ে বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। জোরদার করা হচ্ছে নিরাপত্তা। পঞ্চম দফায় দেশের ৮ রাজ্যের ৪৯টি আসনে ভোটগ্রহণ হবে। তার মধ্যে এই রাজ্যের ৭ লোকসভা আসনে ভোট হবে সোমবার।
পঞ্চম দফায়, রাজ্যের ৭ টি লোকসভা আসনে বুথের সংখ্যা ১৩ হাজার ৪৮১। এরমধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৭ হাজার ৭১১। অর্থাৎ স্পর্শকাতর বুথ প্রায় ৫৬ শতাংশ।
পঞ্চম দফায় রাজ্যে থাকবে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারমধ্যে ৬৫০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বুথে। পঞ্চম দফার ভোটে মোতায়েন রাজ্য পুলিশের সংখ্যা ২৫ হাজার ৫৯০। পঞ্চম দফার ভোটে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম থাকছে এরাজ্যে।
সোমবার রাজ্যে মোট QRT-র সংখ্যা ৫৬৭। কমিশন সূত্রে খবর, এর আগে এই ভোটের কোনও দফায় রাজ্যে এত পরিমাণ QRT মোতায়েন করা হয়নি। ৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে ব্যারাকপুরে, QRT-র সংখ্যা ৫১। ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন বনগাঁয়, QRT-র সংখ্যা ৪৪। হুগলি গ্রামীণ এলাকায় মোতায়েন থাকবে ১৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কুইক রেসপন্স টিম থাকবে ১৬৬টি।
হাওড়া পুলিশ কমিশনারেটে QRT-র সংখ্যা ৭৫, কেন্দ্রীয় বাহিনী থাকছে ৮১ কোম্পানি। হাওড়া গ্রামীণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ১১১ কোম্পানি, QRT ১০৫। রানাঘাটে ৩০ কোম্পানি কেন্দ্রী বাহিনীর সঙ্গে থাকবে ২৩ টি QRT। পশ্চিম মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে ২৪ কোম্পানি, QRT ১৯টি। বারাসাত মোতায়েন করা হচ্ছে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও QRT-র সংখ্যা ১৬। ১৮ কোম্পানি কেন্দ্রায় বাহিনী মোতায়েন করা হচ্ছে বসিরহাটে, QRT-র সংখ্যা ১৩। চন্দননগর পুলিশ কমিশনারেটে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, QRT থাকছে ৫৫ টি।
ষষ্ঠ দফায় জন্য নতুন ৩৭ কম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। তাদেরও ব্যবহার করা হবে পঞ্চম দফার ভোটে। ষষ্ঠ দফার জন্য ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে মণিপুর থেকে। ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে মধ্যপ্রদেশ থেকে।
চতুর্থ দফার ভোটে দিনভর দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। তাঁর নিরাপত্তারক্ষীদের গাড়ি ভাঙচুর করা হয়। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, সিবিআই তদন্তেরর দাবি জানান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীও।
এই প্রেক্ষিতে পঞ্চম দফার ভোটে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর নির্বাচন কমিশন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে