Lok Sabha Election Result 2024: স্ট্রং রুমে ক্যাজুয়াল স্টাফ কেন? প্রশ্ন BJP প্রার্থী হিরণের, উত্তেজনা ঘাটালে
Ghatal Lok Sabha Constituency Chaos: আদালতের নির্দেশ ভঙ্গে ঘাটাল লোকসভার স্ট্রং রুমের সামনে উত্তেজনা, কী বলছেন বিজেপি প্রার্থী হিরণ্ময় ?
ঘাটাল: স্ট্রং রুমের ভেতর ক্যাজুয়াল স্টাফ কেন? প্রশ্ন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়ের (BJP Candidate Hiran Chatterjee)। রাতেই ঘাটাল লোকসভার (Ghatal Lok Sabha Constituency) স্ট্রং রুমের সামনে উত্তেজনা ছড়িয়েছে।
ঘাটাল লোকসভার স্ট্রং রুমের সামনে উত্তেজনা
মহকুমাশাসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন ঘাটালের বিজেপি প্রার্থী। গতকালই ভোটগণনায় অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা (Justice Amrita Sinha)।রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র ঘাটাল। এই কেন্দ্র থেকে এবার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিপরীতে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী দেব। বলাইবাহুল্য এই কেন্দ্রের দিক নজর সবার। কারণ চোদ্দর পর কামাল দেখিয়ে চলেছেন দেব। বামেদের শক্তঘাঁটি নড়িয়ে দিয়েছিলেন তিনিই। তবে এবার সেই ধারাই বজায় থাকবে কিনা, সময় বলবে। অপরদিকে ঘাটালে লোকসভা নির্বাচনের আগে একাধিক ইস্যুতে ক্ষোভপ্রকাশ করেন তিনি।
ভোটের দিনেও ক্ষোভের মুখে পড়েছিলেন হিরণ
গত ২৫ মে ভোট হয়েছে ঘাটালে। ষষ্ঠ দফার ভোটের দিন সংবাদ শিরোনামে ছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়। কখনও তাঁর গাড়ি আটকাল পুলিশ। কখনও তাঁকে ঘিরে চলেছিল বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। রাস্তায় গাছের গুড়ি ফেলে, আগুন জ্বালিয়ে চলেছিল বিক্ষোভ। কখনও তাঁকে ঘিরে চোর চোর স্লোগান, কখনও আটকানো হয়েছিল তাঁর গাড়ি। গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখিয়েছিলেন মহিলারা। জ্বলেছিল আগুন, গাড়ির সামনে রীতিমতো লাঠি খেলে হুঁশিয়ারি।কখনও পাল্টা হুঙ্কারও দিয়েছিলেন বিজেপি প্রার্থী।
আরও পড়ুন, মমতা না মোদি ? I.N.D.IA না NDA ? মসনদে কে ? ভোটের সব ফল জানতে চোখ রাখুন এবিপি আনন্দে
ঘাটালের ভোটে হিরণ তুললেন পাকিস্তানের প্রসঙ্গও। সেসময় হিরণ বলেছিলেন, পুরো পাকিস্তান বানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন পুলিশের বাধার মুখে পড়েন ঘাটালের বিজেপি প্রার্থী। কেশপুরের কাছে হিরণের কনভয় আটকে দেয় পুলিশ। আননদপুর থানার ওসির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন তিনি।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।