Asim Sarkar Property : পেশায় কবিয়াল, ক্লাস ফোর পাশ, বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের সম্পত্তির বহর জানেন?
Loksabha Election 2024: গত ২০ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থী। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব।
কলকাতা : যিনি গান বাঁধেন, তিনি ভোটেও লড়েন। এমন উদাহরণ বিরল নয়। কিন্তু তিনি ব্যতিক্রমী, সীমার মাঝেও অসীম। পেশায় কবিয়াল। গান বেঁধে ঘায়েল করেন প্রতিপক্ষকে। নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক এবার লোকসভার ময়দানে। জেলার সীমানা ছাড়িয়ে বর্ধমান পূর্ব কেন্দ্রে লড়াই করছেন অসীম। গত ২০ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থী। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব।
BJP প্রার্থীর আয়-ব্যায়
হলফনামা অনুযায়ী, বিজেপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা চতুর্থ শ্রেণি উত্তীর্ণ। পেশায় কবিয়াল। স্ত্রী শিক্ষক। ২২-২৩ আর্থিক বছরে অসীম সরকার আয় করেছেন, ৭ লক্ষ ১৭ হাজার ১২০ টাকা। স্ত্রী মধুমিতা আয় করেছেন ৫ লক্ষ ২৫ হাজার ২০০ টাকা। মনোনয়ন পেশের সময় প্রার্থীর হাতে নগদ ছিল ১ লক্ষ ৮৫ হাজার ৫০০ টাকা। স্ত্রীর হাতে ছিল ১ লক্ষ ৯৫ হাজার ৭০০ টাকা। ব্যাঙ্কে প্রার্থীর নামে জমা আছে ২১ লক্ষ ৬৮ হাজার ২১৭ টাকা৷ স্ত্রীর নামে ২০ লক্ষ ৯১ হাজার ৭৯৮ টাকা।
অসীমের গাড়ি-বাড়ি-সঞ্চয়
ব্যাঙ্ক ব্যালেন্স ছাড়াও বিভিন্ন প্রকল্পে বিজেপি প্রার্থী ও তাঁর স্ত্রীর লগ্নি আছে। বিভিন্ন প্রকল্পে অসীম সরকারের সঞ্চয় আছে ৫১ লক্ষ ৭৩ হাজার ৩৮৩ টাকা। স্ত্রীর নামে ১৩ লক্ষ ৬৯ হাজার ৩০০ টাকা। বিজেপি প্রার্থীর নামে আছে ২টি গাড়ি, যার বর্তমান মূল্য ১৬ লক্ষ ৯৪ হাজার ৬১৮ টাকা। লোকসঙ্গীত শিল্পীর নামে সোনা আছে ২ লক্ষ ৩৯ হাজার ২৩৯ টাকার। সব মিলিয়ে বিজেপি প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯৪ লক্ষ ৫৯ হাজার ৯৮৪ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তি ৩৬ লক্ষ ৫৬ হাজার ৭৯৮ টাকার।
শুধু অস্থাবর সম্পত্তিই নয়, হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন বিজেপি প্রার্থী। হলফনামায় জানিয়েছেন, তাঁর এবং স্ত্রীর নামে থাকা কৃষি, অকৃষি জমি ও বাড়ির মূল্য ৫৩ লক্ষ টাকা। অর্থাৎ স্থাবর-অস্থাবর মিলিয়ে সরকার দম্পতির মোট সম্পত্তির পরিমাণ, ১ কোটি ৮৪ লক্ষ ১৬ হাজার ৭৮২ টাকা। হলফনামায় বিজেপি প্রার্থী
অসীমের বিরুদ্ধে মামলা
জানিয়েছেন, তাঁর নামে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। তবে কোনও মামলায় দোষী সাব্যস্ত হননি।
আরও পড়ুন :