কলকাতা: আগামীকাল অর্থাৎ শুক্রবার ২৬ এপ্রিল হবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024) দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে নির্বাচনের দায়িত্বে থাকা ভোট কর্মীদের দেখা গেল নির্দিষ্ট কেন্দ্রগুলিতে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে নিজের নিজের ভোট কেন্দ্রগুলির উদ্দেশে রওনা দিতে। যাদের মধ্যে অনেকেই আবার সদ্য কলকাতা হাইকোর্টের (Kolkata High court) রায়ে চাকরিহারা হয়েছেন। ২০২৬ সালের এসএসসির (SSC) প্যানেলভুক্ত ছিলেন যে। তাঁদের নিয়ে চারিদিকে আলোচনা যখন জোরকদমে চলছে। তখন দেখা গেল পাহাড়প্রমাণ মানসিক চাপ থাকা সত্ত্বেও তাঁরা মুখ ফেরাননি নির্বাচনের ডিউটি থেকে। বৃহস্পতিবার এবিপি আনন্দের প্রতিনিধির মুখোমুখি হয়েছিলেন হাইকোর্টের রায়ে চাকরিহারা এক শিক্ষিকা প্রিয়াঙ্কা গুহ। আদতে কলকাতার হাতিবাগানের বাসিন্দা প্রিয়াঙ্কা কর্মসূত্রে রায়গঞ্জে থাকেন। লোকসভা ভোটে ডিউটি পড়ায় সেখানকার ডিসিআরসি কেন্দ্র দেখা গেল তাঁকে। 


আরও পড়ুন: Loksabha Elections 2024: প্রথম দফায় অশান্তি, দ্বিতীয়-র আগে কী ভাবছেন ভোটকর্মীরা?


২০১৬-এর প্যানেলে সুযোগ পাওয়া প্রিয়াঙ্কা গুহ চাকরি পান ২০১৮ সালে। তারপর থেকে রায়গঞ্জের একটা স্কুলে পড়াচ্ছিলেন তিনি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষিক-শিক্ষিকাদের মধ্যে স্থান হয়েছে তাঁর। এর মধ্যে আবার লোকসভা ভোটে ডিউটি পড়েছে তাঁর। চাকরি হারানোর মানসিক চাপকে উপেক্ষা করেই তাতে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা। তবে ভোটের পর চাকরি ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাবেন বলেই জানান তিনি।


এপ্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, " এখন নির্বাচনের কাজে যোগ দিতে এসেছি। ভোট শেষ হলেই আরেকটা লড়াই শুরু হবে। যতদিন না আমরা ন্যায্য বিচার ও সম্মান পাই ততদিন এই লড়াই চলবে। এতদিন কাজ করার পর আচমকা একটা আঘাত পেয়েছি আমরা। যোগ্য হিসেবে সুযোগ পাওয়ার পরেও এই ধরনের ঘটনা যে ঘটবে তা কল্পনাতেই আনতে পারিনি। আসলে পাঁচ বছর ধরে চাকরি করার পরে ভাবতেই পারিনি এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তবে ভোটের পর আবার ন্যায় বিচারের জন্য দলবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। নিজেদের ন্যায্য অধিকার ফিরে পেতে এটা আমাদের করতেই হবে।"  


আরও পড়ুন: Election Commission: আচরণ বিধি লঙ্ঘনে বিজেপি-কংগ্রেসকে নোটিস, মোদি-রাহুলকে নিয়ে চাওয়া হল জবাব


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।