সুনীত হালদার, হাওড়া: এবারের পঞ্চায়েত ভোটে (Panchayat Vote 2023) তিন জায়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। তাই সময় নষ্ট না করে সকাল থেকেই ৩ জা গ্রামে বেরিয়ে পড়ছেন বাড়ি বাড়ি প্রচারে। তিনজনেরই আশা ভোটে তিনিই জিতবেন। তবে রাজনীতির ময়দানে জমজমাট লড়াই হলেও তিনজনই স্বীকার করেছেন তাদের মধ্যে সাংসারিক সম্পর্ক অটুট।


পঞ্চায়েতের প্রার্থী একই পরিবারের তিন জা


দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত থানামাকুয়া গ্রাম পঞ্চায়েত। এখানে এবার ১১৩ নং বুথের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী একই পরিবারের তিন জা।বোসপাড়া অঞ্চলের বোস বাড়ির তিনজন গৃহবধূ এবার পরস্পরের বিরুদ্ধে ভোট যুদ্ধে লড়াই করছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলী বোস, কংগ্রেসের প্রার্থী নীলিমা বোস এবং বিজেপির প্রার্থী পিংকি বোস লড়ছেন। তিনজনেই একই বাড়িতে থাকলেও তাঁদের হাড়ি আলাদা। একসময় এই বাড়ি  কংগ্রেসের বাড়ি বলেই পরিচিত ছিল। এই বাড়ির সদস্য মদনমোহন বোস পঞ্চায়েত ভোটে জিতে সদস্য হয়েছিলেন।এলাকার বেশ কিছুটা উন্নয়ন করেন। কংগ্রেস প্রার্থী নীলিমা বোস বলেন,' ভোটে জিতে এলাকার উন্নয়ন করতে চাই। বিশেষত রাস্তা এবং পানীয় জলের যে অসুবিধা আছে তা দূর করতে চাই।'


'রাজনৈতিক লড়াই আলাদা আর পারিবারিক সম্পর্ক অন্য ব্যাপার'


 তিনি আরো বলেন,' অন্য জায়েদের সঙ্গে লড়াই হলেও পরিবারে সম্পর্ক ঠিক আছে। তৃণমূল প্রার্থী কাকলী বোস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি ভোটে দাঁড়িয়েছেন। তিনি চান এলাকার উন্নতি। তিনিও বলেন,' রাজনৈতিক লড়াই আলাদা আর পারিবারিক সম্পর্ক অন্য ব্যাপার। অন্য জায়েদের সঙ্গে স্বাভাবিক মেলামেশা আছে।'


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 


ভোটের তিনজনেই জিতবেন বলে দাবি 


অন্যদিকে বিজেপি প্রার্থী পিঙ্কি বোস জানান, 'তিনি এলাকার উন্নয়নের জন্য রাজনীতিতে নেমেছেন। কারণ এলাকায় তেমনভাবে উন্নতি হয়নি। তিনি চান রাস্তাঘাট, জঞ্জাল সাফাই এবং পানীয় জলের সমস্যা সমাধান করতে।' তবে তিনিও বলেন,' অন্য জায়েদের সঙ্গে তার  নির্বাচনী লড়াই হলেও ব্যক্তিগত সম্পর্ক ভাল।' ভোটের তিনজনেই জিতবেন বলে দাবি করলেও জিতবেন একজন। তারপর কি তাদের মধ্যে সম্পর্ক পরিবর্তন হতে পারে ? ভোটের আগে তিন জায়ের মধ্যে সম্পর্ক ভালো দাবি করলেও ভোটের পরে সেটা অটুট থাকে কিনা সেটাই দেখার।