Panchayat Elections 2023: রাতে CPM প্রার্থীর বাড়িতে বোমা, খবর পেয়ে ছুটলেন প্রতিদ্বন্দ্বী TMC নেতা, চুঁচুড়ায় বেনজির সৌজন্য
Hooghly News: চুঁচুড়ার কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানাগড় আদর্শনগরের ঘটনা।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া: পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনীতির পারদ ক্রমশই চড়ছে। শাসক-বিরোধী তরজা, অকথা-কুকথা শোনা যাচ্ছে সারাক্ষণ। সেই আবহেই বেনজির মুহূর্তের সাক্ষী থাকল হুগলির চুঁচুড়া। সিপিএম প্রার্থীর বাড়িতে বোমা পড়েছে জানতে পেরে ছুটে গেলেন তৃণমূল প্রার্থী। ভোটের লড়াই আলাদা, দায়িত্ববোধ আলাদা বলে জানালেন। যদিও সিপিএম-এর দাবি ভাবমূর্তি রক্ষার চেষ্টা করছেন তিনি। (Panchayat Elections 2023)
চুঁচুড়ার কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানাগড় আদর্শনগরের ঘটনা। সেখানকার ১১৪ নম্বর বুথে সিপিএম প্রার্থী কল্পনা মজুমদার। বুধবার তাঁর বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তাতে জানলার কাচ ভেঙে যায়। তীব্র শব্দে কেঁপে ওঠে চারিদিক। এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। তাতে আশপাশের লোকজনও বাড়ি থেকে বেরিয়ে আসেন। তার জেরে চম্পট দেয় দুষ্কৃতীরা। (Hooghly News)
সিপিএম-এর অভিযোগ, পরাজয় নিশ্চিত জেনে তৃণমূলই এসব করছে। এই ঘটনায় চোখেমুখে আতঙ্কের ছাপ কল্পনার। জানিয়েছেন, গতকাল রাত আড়াইটে নাগাদ বোমা ছোড়া হয় তাঁর বাড়িতে। ঘরের সামনে এসে পড়ে বোমাটি। প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। তাতে ঘরের জানলার কাচে চিড় ধরে যায়। আতঙ্কিত হয়ে পড়েন সকলে। আশপাশের লোকজনও বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
কল্পনা জানিয়েছেন, রাস্তা আলো বন্ধ করে দেওয়া হয়েছিল। অন্ধকারের সুযোগ নিয়ে মোটর সাইকেলে চেপে হাজির হয় দুষ্কৃতীর দল। নির্বাচনের আগে আতঙ্ক ছড়াতেই বোমা ছোড়া হয় বলে দাবি কল্পনার। এলাকার সিপিএম নেতা সোমনাথ করের অভিযোগ, "পায়ের তলায় মাটি নেই। পরাজয় নিশ্চিত জেনেই ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। মানুষ এর যোগ্য জবাব দেবেন।"
যদিও কল্পনার বাড়িতে বোমা পড়ার খবর পেয়ে ছুটে যান তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী নির্মাল্য চক্রবর্তী। তিনি বলেন, "নির্বাচন অন্য বিষয়। এলাকার মানুষ বিপদে পড়লে তাঁদের পাশে থাকাই কর্তব্য। কারা, কী উদ্দেশে বোমা ছুড়েছে, সেটা পুলিশ তদন্ত করে দেখবে। আমাদের কেউ করে থাকলে, তা মোটেও লাভজনক হবে না। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা অনভিপ্রেত।" নির্বাচনী প্রস্তুতির মাঝে বিরোধী প্রার্থীর বড়িতে আসা নিয়ে নির্মাল্য বলেন, "মানবিকতার তাগিদেই মানুষের পাশে থাকি।"
যদিও নির্মাল্যকে কটাক্ষই করেছে সিপিএম। তৃণমূল সৌজন্য বলে দেখাতে চাইলেও, আসলে এলাকায় ভাবমূর্তি ঠিক রাখতেই নির্মাল্য ছুটে আসেন বলে দাবি তাদের।