কলকাতা: সাদা থান পাঠানোর হুমকি, বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ।জেলায় জেলায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মূলত পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্তি, হিংসার ঘটনা উঠে এসেছে। মনোনয়নপর্ব মিটে যাওয়ারও পরও সেই অশান্তি অব্য়াহত। মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে শাসকদল তৃণমূলের (TMC) বিরুদ্ধে অভিযোগ উঠছে।বিরোধীদের উদ্দেশে দেওয়া এমন হুমকি পোস্টারও চোখে পড়েছে। আর এবার সেই বিতর্কিত সাদা থানা পোস্টারের ইস্যুতে সুজনের পাল্টা কুণাল ঘোষ। তিনি বলেন, 'থান পাঠানোর গল্পটা সিপিএমের জেনেটিক বৈশিষ্ট্য।' 


মূলত, সুজন চক্রবর্তী বলেন,' বাড়িতে সাদা থান, বাড়ির মানুষদের শিহরিত করে দেওয়া যায়। ভয় পাইয়ে দেওয়া যায়। ..তৃণমূল পারবে না, ভোট হলে হারবে। অসততার চূড়ান্ত জায়গায় গিয়ে, এইরকম ভয় পরিবারের লোককে দেখাচ্ছে। নানান আক্রমণ, অত্যাচার, বাড়িতে সাদা থান, আর কোথায় নামবে।' পাল্টা কুণাল ঘোষ বলেছেন, এই যে সাদা থানা পাঠানো, মালা পাঠানো, এর কপিরাইটটা কিন্তু সিপিএমের। হয় সিপিএম করছে, নতুবা সিপিএম থেকে যারা বিজেপিতে গিয়েছে, তাঁরা করছে। 'থান পাঠানোর গল্পটা সিপিএমের জেনেটিক বৈশিষ্ঠ্য।' 


রবিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এমন পোস্টার চোখে পড়ে, যাতে লেখা ছিল, 'তৃণমূলের বিরুদ্ধে লড়লে বাড়িতে সাদা থান পাঠাব। তৃণমূলের বিরুদ্ধে লড়লে গ্রাম ছাড়া করা হবে। বাঁচাতে পারবে না পুলিশও'। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতেই তৃণমূলের তরফে বিরোধীদের এভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করেছে। 


শুধু রঘুনাথগঞ্জই নয়, জয়নগরে বাম সমর্থিত নির্দল প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। সেখানেও বাড়িতে সাদা থান পাঠানোর হুমকি দেওয়া হয়েছে বলে খবর। শুধু তাই নয়, মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য সিপিএম এবং বিজেপি প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে খুনের হুমকি দেওয়া হচ্ছে, চলছে বাড়ি ভাঙচুর, এমন অভিযোগও উঠছে।


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?




দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ। বাড়ি ভাঙচুর, বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানেরও কাঁকসায় বাম প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ। থানায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সব ক্ষেত্রেই হামলার অভিযোগ অস্বীকার শাসক দলের। নদিয়ার গাংনাপুরের দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় এমনই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে গাংনাপুরে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। থানার সামনেও দেখানো হয় বিক্ষোভ। বিরোধীদের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।