Panchayat Election: ভোট হিংসায় মৃত্য়ু পড়ুয়ার, একসুরে তৃণমূলকে নিশানা শুভেন্দু-নৌশাদের

WB Panchayat Polls Live Updates: পঞ্চায়েতের বাকি আর মাত্র কয়েকদিন। সরগরম বাংলর রাজনীতি।

ABP Ananda Last Updated: 05 Jul 2023 08:08 PM

প্রেক্ষাপট

কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ কী অনুপাতে ব্যবহার করলে সব বুথে আধা সেনা? খতিয়ে দেখতে আইজি বিএসএফ-কে নির্দেশ হাইকোর্টের। শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত, জানাল কমিশন। রাজ্যপাল ও কেন্দ্রীয় বাহিনী শেষ কথা...More

Maha Juddha Exclusive ‘সবাই যেন শান্তিতে সপরিবারে থাকতে পারে’ মহাযুদ্ধে এসে কাতর আবেদন পিতৃহীন TMC প্রার্থীর
WB Panchayat Poll 2023: এক লহমায় বদলে গিয়েছে জীবনটা। ভোট সন্ত্রাসের বলি তাঁর বাবা। বাসন্তীতে নিহত যুব তৃণমূল নেতার মেয়ে নিজেও তৃণমূল প্রার্থী। Read More