এক্সপ্লোর
Advertisement
বাহিনী কব্জা করে ভোট লুঠে ওসি-দের নিয়ে গোপন বৈঠক, সূর্যর নিশানায় শুভেন্দু
কলকাতা: শেষ দফা ভোটের আগে চাঞ্চল্যকর অভিযোগ করলেন সূর্যকান্ত মিশ্র। নাম না করলেও তাঁর নিশানায় নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী। সূর্যকান্তর অভিযোগ, পয়লা মে রাতে, পাঁচ থানার ওসিদের নিয়ে গোপন বৈঠক করেছেন শুভেন্দু অধিকারীর। কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছে সিপিএম। হার নিশ্চিত জেনে অসত্য অভিযোগ করছে। পাল্টা দাবি তৃণমূলের।
সূর্যকান্তর অভিযোগ গভীর রাতে পাঁশকুড়া বনমালী কলেজে এই বৈঠক হয়। সেখানে অর্থ লেনদেন সহ ভোটে নিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জন্য 'গুড়ের জলের' যোগান দেওয়ার ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নাম না করলেও সূর্য বুঝিয়ে দিয়েছেন ওই বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সূর্যকান্ত বলেছেন, তৃণমূলের পূর্ব মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত সাংসদ, যিনি ভোটেও লড়াই করছেন, তিনি এই বৈঠক করেন।
এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও দায়ের করেছে সিপিএম। সেখানে দাবি করা হয়েছে, পয়লা মে রাতে পাঁশকুড়া বনমালী কলেজে, পাঁশকুড়া, ময়না, হলদিয়া, মারিশদা, রামনগরের ওসির সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠকে ঠিক হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে মদ ও মাংস জোগাবেন ওই ওসিরা। টাকা দেবেন শুভেন্দু অধিকারী। বামেদের আশঙ্কা, ওই সব থানার ওসিদের সরানো না হলে, অবাধে ভোট সম্ভব নয়।
বামেদের অভিযোগের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বক্তব্য, তিনি কোনও প্রতিক্রিয়া দেবেন না। সূর্যকান্ত মিশ্রর মাথার ডাক্তার দেখানো উচিত।
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও আঙুল তুলেছেন সূর্যকান্ত মিশ্র। কোচবিহারে মমতার বিরুদ্ধে কারসাজির অভিযোগ এনেছেন সূর্য।
পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, হারবে বুঝে কুত্সা ছড়ানোর চেষ্টা হচ্ছে।
কোচবিহার এবং পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার ভোট। তার আগে, সূর্যকান্ত মিশ্রের এদিনের বিস্ফোরক অভিযোগ নয়া বিতর্ক উস্কে দিল বলেই মত পর্যবেক্ষকদের একাংশের।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement