WB Election 2021 LIVE Updates: চাপ সৃষ্টি করে নির্বাচন কমিশনের বিধি বদল করিয়েছে বিজেপি, অডিও ক্লিপ শুনিয়ে দাবি কুণাল ঘোষের

Assam, West Bengal Election 2021, First Phase Voting Percentage LIVE Updates: আজ শুরু ২০২১ বঙ্গ বিধানসভা নির্বাচন, পাঁচ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Mar 2021 06:51 AM
WB Election 2021 Live Updates: ইভিএমে তৃণমূল কংগ্রেসের প্রতীকে বোতাম টিপলেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে, কাঁথিতে অভিযোগ

ইভিএমে তৃণমূল কংগ্রেসের প্রতীকে বোতাম টিপলেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে। কাঁথিতে এই অভিযোগে প্রথম দফায় ধুন্ধুমার। বিজেপিকে আক্রমণ মমতার। মিথ্যা অভিযোগ পাল্টা শিশির অধিকারী।

WB Election 2021 Live Updates: চাপ সৃষ্টি করে নির্বাচন কমিশনের বিধি বদল করিয়েছে বিজেপি, দাবি কুণাল ঘোষের

বিধানসভা এলাকার ভোটার হলেই করা যাবে পোলিং এজেন্ট। বিজ্ঞপ্তি জারি কমিশনের। চাপ সৃষ্টি করে নির্বাচন কমিশনের বিধি বদল করিয়েছে বিজেপি। অডিও ক্লিপ শুনিয়ে দাবি কুণাল ঘোষের।

WB Election 2021 LIVE Updates: মোবাইল ফোন নিয়ে বুথে ঢোকার অভিযোগে আটক যুবক

বাঁকুড়ার রানিবাঁধে ভোটকেন্দ্রে উত্তেজনা। মোবাইল ফোন নিয়ে বুথে ঢোকার অভিযোগে আটক যুবক। কেন্দ্রীয় বাহিনী আটক করায় ভোটকেন্দ্রের বাইরে বিক্ষোভ। লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

WB Election 2021 LIVE Updates: প্রথম দফার ভোটেই উৎকোচ দেওয়ার অভিযোগ

পুরুলিয়ায় তৃণমূল, শালতোড়া-গোপীবল্লভপুরে বিজেপি। পিছিয়ে নেই শাসক থেকে বিরোধী কেউই। ভোট টানতে ভোটারদের ছোলা-মুড়ি, চা বিস্কুট খাওয়ানোর ব্যবস্থা। প্রথম দফার ভোটেই উঠল উৎকোচ দেওয়ার অভিযোগ।

WB Election 2021 Live Updates: জঙ্গলমহলে সাফ তৃণমূল, দাবি দিলীপের

প্রথম দফার ভোটেই জঙ্গলমহলে সাফ তৃণমূল। দাবি দিলীপ ঘোষের। লোকসভা ভোটে এগিয়ে থাকা আসনগুলিতে ভোকাট্টা হয়ে গেছে বিজেপি। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB Election 2021 LIVE Updates: বীরভূমের পাড়ুইয়ে তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

বীরভূমের পাড়ুইয়ে তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু। পুকুর থেকে দেহ উদ্ধার তৃণমূলকর্মীর। জলে ডুবিয়ে হত্যার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের।

WB Election Voting Percentage Live: পূর্ব মেদিনীপুরে ৮২.৫১ ভোটদান

আজ যে জেলাগুলিতে প্রথম দফার ভোটগ্রহণ চলছে, তার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। এই জেলায় বিকেল পাঁচটা পর্যন্ত ৮২.৫১ শতাংশ ভোট পড়েছে। পশ্চিম মেদিনীপুরে বিকেল পাঁচটা পর্যন্ত ৮০.১২ শতাংশ ভোট পড়েছে। ঝাড়গ্রামে বিকেল পাঁচটা পর্যন্ত ৮০.৫৫ শতাংশ ভোট পড়েছে। পুরুলিয়ায় বিকেল পাঁচটা পর্যন্ত ৭৭.০৭ শতাংশ ভোট পড়েছে। বাঁকুড়ায় বিকেল পাঁচটা পর্যন্ত ৭৯.৯০ শতাংশ ভোট পড়েছে।

WB Election Voting Percentage Live: গড়বেতায় ৮২.৩৭ শতাংশ ভোট

বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, সবচেয়ে বেশি ভোট পড়েছে গড়বেতায়। এখানে ভোট পড়েছে ৮২.৩৭ শতাংশ। দাঁতনে ভোট পড়েছে ৮০.৩ শতাংশ। কেশিয়াড়িতে ৭১.৬৩ শতাংশ ভোট পড়েছে। খড়্গপুরে ৮৩.২৯ শতাংশ ভোট পড়েছে। শালবনিতে ৮২ শতাংশ ভোট পড়েছে। মেদিনীপুরে ৮১.১৪ শতাংশ ভোট পড়েছে।

WB Election Voting Percentage Live: বিকেল ৫টা পর্যন্ত ৭৭.৭৯ শতাংশ ভোট

বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে বলে ৭৭.৭৯ শতাংশ। নির্বাচন কমিশন সূত্রে এমনই জানা গিয়েছে।

WB Election 2021 LIVE Updates: এবিপি আনন্দর গাড়ি ভাঙচুর

ভোটের দিনই বিক্ষোভের মুখে শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ। বুথে এজেন্ট বসতে না দেওয়া নিয়ে তিনি বচসায় জড়িয়ে পড়েন। পরে বুথের সামনে তাঁকে ধাক্কা দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, তা মানতে নারাজ শাসক দল। শালবনিতে এদিন এবিপি আনন্দর গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

WB Election Voting Live: তৃণমূল নেত্রী কোনও অন্যায় কাজ করেননি, দাবি সুব্রত মুখোপাধ্যায়ের

তৃণমূল নেত্রী কোনও অন্যায় কাজ করেননি। একজন নিষ্ঠাবান কর্মীকে ফোন করতেই পারেন তিনি। মন্তব্য সুব্রত মুখোপাধ্যায়ের।

WB Election 2021 Voting Live: মমতাকে কটাক্ষ শিশির বাজোরিয়ার

মুখ্যমন্ত্রী আর পারছেন না, তাই একজন বিজেপি নেতার কাছে ফোন করে ভিক্ষা চাইছেন, কটাক্ষ বিজেপি নেতা শিশির বাজোরিয়ার।

WB Election 2021 Voting Live: নন্দীগ্রামের সাউদখালি মনসাবাজারে বোমাবাজি, জখম মহিলা

নন্দীগ্রামের সাউদখালি মনসাবাজারে বোমাবাজি, জখম মহিলা। বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের। পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের।

WB Election 2021 Voting Live: কেশিয়াড়ির দাদরা গ্রামে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের অশান্তি

কেশিয়াড়ির দাদরা গ্রামে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের অশান্তি।

WB Election 2021 Voting Live: বিজেপি প্রার্থীর এজেন্টের গাড়ি ভাঙচুর

এগরার কসবাগোলায় বিজেপি প্রার্থীর এজেন্টের গাড়ি ভাঙচুর। বিজেপি প্রার্থী অরূপ দাসের এজেন্টের গাড়ি ভাঙচুর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। গণ্ডগোলের সঙ্গে যুক্ত নয়, দাবি তৃণমূলের।

WB Election 2021 Voting Live: বিজেপির বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ

মেদিনীপুর সদর কেন্দ্রের ২৮৪. ২৮৫ ও ২৮৮ নম্বর বুথ জ্যামের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এনিয়ে বিজেপি প্রার্থী সমিত দাসের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের এজেন্টরা।

WB Election 2021 Voting Live: খেজুরিতে ভোটে কারচুপির অভিযোগ

তিনজনের হয়ে ভোট দিচ্ছেন একজনই। খেজুরির বীরবন্দ এলাকায় ১০৫ নম্বর বুথে ভোট কারচুপির অভিযোগ তুললেন সংযুক্ত মোর্চা সমর্থিত খেজুরির সিপিএম প্রার্থী হিমাংশু দাস। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বাম প্রার্থী।

WB Election 2021 Voting Live: বিজেপি কর্মীকে গুলি করার হুমকি

পুরুলিয়া বিধানসভার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিজেপি কর্মীকে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ। পুরুলিয়া শহরের ১২৭ নম্বর বুথের বাইরে তৃণমূল ও বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি ঘিরে ধুন্ধুমার বাঁধে। এরই মধ্যে পুরুলিয়ার তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় এক বিজেপি কর্মীকে গুলি করার হুমকি দেন বলে অভিযোগ। তৃণমূল প্রার্থীর অভিযোগ, ওই বুথে ইভিএমে কারচুপি হয়েছে। এখানে প্রতি তিন নম্বর ভোট যাচ্ছে বিজেপির পক্ষে। যদিও প্রিসাইডিং অফিসার এই অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনা নজরে আসতে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

WB Election Voting Percentage LIVE: ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৭০.১৭ শতাংশ

দুপুর ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৭০.১৭ শতাংশ।

WB Election 2021 Voting LIVE: পশ্চিম মেদিনীপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম ৪

পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। জখম ৪ জন। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ।

WB Election 2021 Voting LIVE: এতদিনে মনে পড়ল : প্রলয়

এতদিনে মনে পড়ল। বিশ্বাসঘাতকতা করব না। শুভেন্দু অধিকারীকে জেতাতে সবটা দিয়ে লড়ব। প্রতিক্রিয়া প্রলয় পালের।

WB Election 2021 Voting LIVE: সৌজন্যতাকে দুর্বলতা ভাবা ভুল : কুণাল

মমতার সৌজন্যতাকে দুর্বলতা ভাবার কারণ নেই। বিজেপি নয় দলের প্রাক্তন নেতাকে ফোন। অডিও ক্লিপ প্রসঙ্গে প্রতিক্রিয়া কুণাল ঘোষের।

WB Election 2021 Voting LIVE: এগরায় বিজেপি প্রার্থীর এজেন্টের গাড়িতে হামলা

এগরায় বিজেপি প্রার্থীর এজেন্টের গাড়িতে হামলা, ভাঙচুর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

WB Election 2021 Voting LIVE: নন্দীগ্রাম থানা ঘেরাও তৃণমূলের

নন্দীগ্রামের থানা ঘেরাও তৃণমূলের। অভিযুক্তদের শাস্তির দাবি তুলে ঘেরাও।

WB Election 2021 Voting LIVE: নির্বাচন কমিশনে বিজেপির অভিযোগ

ভোটে সাহায্য চেয়ে পূর্ব মেদিনীপুরে বিজেপি নেতা প্রলয় পালকে ফোন মমতার। কথোপকথনের অডিও ক্লিপ শুনিয়ে দাবি বিজেপির। সঙ্গে তাদের কটাক্ষ, বিজেপির জেলা নেতার কাছে ভোট ভিক্ষা করছেন মুখ্যমন্ত্রী।

WB Election Voting Percentage LIVE: ভোটের হার

সকাল ৯টা পর্যন্ত ৫ জেলায় ভোটদানের হার - ১৪.২৮ শতাংশ।


সকাল ১১টা পর্যন্ত ৫ জেলায় ভোটদানের হার ৩৬.৯ শতাংশ। 


দুপুর ১টা পর্যন্ত ৫ জেলায় ভোটদানের হার ৫৪.৯ শতাংশ।

WB Election Voting Percentage LIVE: বান্দোয়ানে বিজেপির পোলং এজেন্টকে মারধরের অভিযোগ

বান্দোয়ান বিধানসভার ২৬৪ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

WB Election Voting Percentage LIVE: দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়ল ৫৪.৯ শতাংশ

 দুপুর ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ৫ জেলায় ভোটদানের হার ৫৪.৯ শতাংশ।। অসমে ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.০৬ শতাংশ।

WB Election Voting Percentage LIVE: দিলীপের হঁশিয়ারি

জঙ্গলমহলে প্রথম দফার ভোটে খাতাই খুলতে পারবে না তৃণমূল। ভোট শুরুর কয়েকঘণ্টার মধ্যেই দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। 

WB Election 2021 Voting LIVE: পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিজেপি কর্মীকে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ

পুরুলিয়া বিধানসভার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিজেপি কর্মীকে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ। পুরুলিয়া শহরের ১২৭ নম্বর বুথের বাইরে তৃণমূল ও বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি ঘিরে ধুন্ধুমার বাধে। এরই মধ্যেই পুরুলিয়ার তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় এক বিজেপি কর্মীকে গুলি করার হুমকি দেন বলে অভিযোগ। তৃণমূল প্রার্থীর অভিযোগ, ওই বুথে ইভিএমে কারচুপি হয়েছে। এখানে প্রতি তিন নম্বর ভোট যাচ্ছে বিজেপির পক্ষে। যদিও প্রিসাইডিং অফিসার এই অভিযোগ অস্বীকার করেছেন।

WB Election 2021 Voting LIVE: কমিশনে নালিশ তৃণমূলের

নির্বাচন কমিশনের অফিসে গিয়ে ভোটগ্রহণ নিয়ে অসন্তোষ প্রকাশ তৃণমূলের প্রতিনিধি দলের। ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ ৷ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে প্রভাব খাটাচ্ছে ৷ কমিশনে নালিশ তৃণমূলের ৷ ১৫টি কেন্দ্রে প্রভাব খাটাচ্ছে সিআরপিএফ ৷ অভিযোগ তৃণমূলের। বহিরাগতরা অবাধে বুথে ঢুকছে ৷ ভোটদানের হার অর্ধেকের বেশি কমল কী করে ? এটা কী চলছে ? ব্যাখা করুক কমিশন ৷ অভিযোগ খতিয়ে দেখছে আইটি সেল ৷ কমিশন সূত্রে খবর ।


 


‘ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ’, কমিশনে অভিযোগ তৃণমূলের

WB Election Vote Percentage Update: সকাল ১১ টা পর্যন্ত ভোটের হার

সকাল ১১টা পর্যন্ত ৫ জেলায় গড় ভোট পড়েছে ৩৬.০৯ শতাংশ।


বাঁকুড়ায় ভোট পড়েছে ৩৬ শতাংশ।


পুরুলিয়ায় ভোট পড়েছে ৩৩.৫৮ শতাংশ।


পূর্ব মেদিনীপুরে ৩৮.৮৯ শতাংশ।


ঝাড়গ্রামে ৩৭.০৭ শতাংশ।


ও পশ্চিম মেদিনীপুরে ৩৫.৫০ শতাংশ।

WB Election 2021 Voting LIVE: বুথে বহিরাগত ঢোকানোর অভিযোগ

মেদিনীপুরে ভোট চলাকালীন বুথে বহিরাগত ঢোকানোর অভিযোগ। তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অপরদিকে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে একই অভিযোগ গেরুয়া শিবিরের।


 

WB Election Vote Percentage Update: সকাল ১১টা পর্যন্ত ভোট

সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬ শতাংশ।

WB Election 2021 Voting LIVE: কীভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভোটদানের হার অর্ধেকেরও বেশি কমে গেল? এটা বিস্ময়কর! অভিযোগ তৃণমূলের

রাজ্যে প্রথম দফা নির্বাচন শুরুর পরেই কমিশনকে তোপ দেগে ট্যুইট তৃণমূলের। ট্যুইটে লেখা হয়, এটা কী চলছে! নির্বাচন কমিশন ব্যাখ্যা করুক, কীভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভোটদানের হার অর্ধেকেরও বেশি কমে গেল? এটা বিস্ময়কর! পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিককে অনুরোধ, দ্রুত বিষয়টি দেখুন। নির্বাচন কমিশনকে কটাক্ষ করে ট্যুইট তৃণমূল কংগ্রেসের। নির্বচন কমিশনে গিয়ে সরকারিভাবে অভিযোগও জানায় তৃণমূলের একটি প্রতিনিধি দল।

WB Election 2021 Voting LIVE: সৌমেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর

কাঁথিতে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর গাড়িতে হামলা, ভাঙচুর। আহত গাড়িচালক।


 


কাঁথিতে সৌমেন্দুর গাড়িতে হামলার অভিযোগ, আক্রান্ত চালক

WB Election Voting Percentage LIVE: ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ, কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ। চার জেলার ১৫টি বিধানসভা কেন্দ্রে প্রভাব, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে অভিযোগ। কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস

WB Election Voting LIVE: মেদিনীপুর সদরে বুথ জ্যামের অভিযোগ

মেদিনীপুর সদরে বিজেপির বিরুদ্ধে ৩টি বুথ জ্যামের অভিযোগ। তৃণমূল এজেন্টের সঙ্গে বচসা বিজেপি প্রার্থীর।

WB Election Voting LIVE: তৃণমূলে ভোট দিলেই ছোলা-মুড়ি, বিতর্ক বান্দোয়ানে

পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার কুইলাপাল এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথে যাওয়ার আগে ভোটারদের হাতে ছোলা-মুড়ি দিয়ে ভোট দেওয়ার আবেদন।

WB Election Vote Percentage Update: তৃণমূল-বিজেপি সংঘর্ষ

পটাশপুরের চকগোপাল এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

WB Election Voting LIVE: ভগবানপুরে তৃণমূল কর্মীদের মেরে বুথের বাইরে বের করে দেওয়ার অভিযোগ

ভগবানপুর বিধানসভার গাজিপুরে তৃণমূল ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। কেঁদে ফেলেন ভোটাররা। 
ভগবানপুর বিধানসভার ভূপতিনগরে তৃণমূল ভোটারদের বুথ থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মহিলা ভোটারদেরও মারধর করা হয় বলে অভিযোগ। গ্রামে ফিরে কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানান তৃণমূলের ভোটাররা। বিজেপির প্রতিক্রিয়া মেলেনি। 


 


ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ, কেঁদে ফেললেন ভোটাররা

WB Election Voting LIVE: মাজনায় শুরু ভোটগ্রহণ

সাড়ে ৩ ঘণ্টা পর মাজনায় ১৭২ নম্বর বুথে শুরু ভোটগ্রহণ

WB Election Vote Percentage Update: ভোটের হার নিয়ে কমিশনে অভিযোগ তৃণমূলের

পাঁচ মিনিটের মধ্যে কীভাবে ভোটের শতাংশ এভাবে কমে যেতে পারে! দয়া করে বিষয়টা দেখুন, কী হচ্ছে, নির্বাচন কমিশনকে ট্য়াগ করে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তৃণমূলের

WB Election Voting LIVE: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বার্তা

বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।

WB Election Voting LIVE: পটাশপুরে বোমা মেরেছে পাকিস্তানিরা, অভিযোগ শুভেন্দু অধিকারীর

পটাশপুরে বোমা মেরেছে পাকিস্তানিরা, ইঙ্গিতপূর্ণ অভিযোগ শুভেন্দু অধিকারীর।


 


পটাশপুরকাণ্ডে পাকিস্তানি যোগ, অভিযোগ শুভেন্দু অধিকারীর

WB Election Voting LIVE: ভগবানপুরে ভূপতিনগরে তৃণমূল কর্মীদের বোট দিতে বাধা

ভগবানপুরের ভূপতিনগরে তৃণমূল কর্মীরা ভোট দিয়ে গিয়ে বাধার সম্মুখীন। কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ

WB Election Voting Percentage LIVE: সকাল ৯ টা পর্যন্ত ভোট

সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার ১৪.২৮ শতাংশ।

WB Election Voting LIVE: ইভিএমের যে কোনও বোতাম টিপলেই বিজেপিতে ভোট, অভিযোগ, বিক্ষোভ, মাজিনায় বন্ধ ভোটগ্রহণ

ভোট দিলেই বিজেপিতে ভোট পড়ছে, অভিযোগ জানিয়ে বিক্ষোভ ভোটারদের, ভোটগ্রহণ বন্ধ কাঁথি দক্ষিণের মাজিনায়।


 


যে প্রার্থীকে ভোট দিচ্ছেন, সেখানে পড়ছে না ভোট, অভিযোগে দক্ষিণ কাঁথির মাজনায় বিক্ষোভ ভোটারদের

WB Election Voting LIVE: বিজেপির চা-বিস্কুট বিলি

শালতোড়া, পিঠাজোড়া ও গোপীবল্লভপুরে বুথ ফেরত ভোটারদের চা-বিস্কুট বিলি বিজেপির।


 


বুথ-ফেরত ভোটারদের ছোলা-মুড়ি, চা-বিস্কুট খাওয়ালো বিজেপি

WB Election Voting LIVE: পুজো দিলীপ-জুনের

খড়গপুর শহরে নিজের বাড়ি লাগোয়া শিব মন্দিরে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বললেন, ঈশ্বরের কাছে প্রার্থনা সোনার বাংলা গড়ার। 


এদিকে, মেদিনীপুরের সাহেবপুকুর চক এলাকায় শিবমন্দিরে পুজো দিলেন মেদিনীপুর সদরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। বিভিন্ন এলাকায় বুথে ঘুরছেন তৃণমূল প্রার্থী। 

WB Election Voting LIVE: খেজুরিতে দেওয়াল লিখন নিয়ে গণ্ডগোল

খেজুরির মানসিংবেড়ে দেওয়াল লিখন নিয়ে গণ্ডগোল। বুথের ২০০ মিটারের মধ্যে পোস্টার-দেওয়াল লেখে তৃণমূল-বিজেপি দু’ পক্ষই। নির্বাচন কমিশন মুছে দেওয়া সত্ত্বেও দেওয়ালে লেখা হয়। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। 

WB Election Vote Percentage Update: কাঁথি দক্ষিণ বিধানসভার ক্ষেত্রমোহন বিদ্যাভবনে চারটি বুথের মধ্যে তিনটি বুথের ইভিএম বিকল

কাঁথি দক্ষিণ বিধানসভার ক্ষেত্রমোহন বিদ্যাভবনে চারটি বুথের মধ্যে তিনটি বুথের ইভিএম বিকল। যার জেরে সকাল থেকে লম্বা লাইন। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন প্রিসাইডিং অফিসার। 

WB Election Voting LIVE: কেশিয়াড়িতে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ

কেশিয়াড়িতে মর্মান্তিক ঘটনা, একজন বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। পরিবার অবশ্য দাবি করেছে কোনও রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। তবে গেরুয়া শিবিরের দাবি, নিহত বিজেপির সমর্থক, শাসকদল তাঁকে পিটিয়ে মেরেছে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। এদিকে, জেলা প্রশাসন থেকে নির্বাচন কমিশনে যে রিপোর্ট জমা পড়েছে, সেখানে উল্লেখ, নির্বাচনের সঙ্গে সম্পর্ক নেই এই মৃত্যুর।

WB Election Voting Percentage LIVE: শালবনিতে আক্রান্ত সংবাদমাধ্যম, আহত এবিপি আনন্দর প্রতিনিধিরা

শালবনিতে সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ তৃণমূলকর্মীদের। বুথের সামনে ধাক্কাধাক্কি। পুলিশ সুশান্ত ঘোষকে বের করে নিয়ে গেলেও আক্রান্ত এবিপি আনন্দ। গাড়ি ভাঙচুর। আহত আমাদের প্রতিনিধিরা। বিক্ষোভস্থলে হাজির ছিল না কোনও কেন্দ্রীয় বাহিনী।


 


শালবনিতে খবর সংগ্রহ গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ, গাড়িতে ভাঙচুর

WB Election Phase 1 Voting Live: মাকে পাশে দাঁড় করিয়ে ভোট দিলেন ছেলে

শালবনি বিধানসভার দোগেড়িয়া প্রাথমিক স্কুলের ১৭৭ নম্বর বুথে মাকে পাশে দাঁড় করিয়ে ভোট দিলেন ছেলে। প্রিসাইডিং অফিসারের দাবি, মহিলা অশক্ত, তাই ভোটদানে সাহায্য করার অনুরোধ জানান। 

WB Election Voting LIVE: রানীবাঁধে ভোটকেন্দ্রে বিজেপি-তৃণমূল প্রার্থীর সৌজন্য বিনিময়

সাত সকালেই দুই যুযুধান শিবিরের দুই প্রার্থীর মুখোমুখি দেখা হল। কথা হল। হল সৌজন্য বিনিময়ও। ঘটনা বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভা কেন্দ্রের কুরকুটিয়া হাইস্কুলের। আজ সাত সকালে রানীবাঁধের তৃনমূল প্রার্থী জ্যোৎস্না মান্ডি সাত সকালেই হাজির হয়েছিলেন ভোট দিতে। সেই সময় ওই বুথে হাজির হন রানীবাঁধ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। সৌজন্যমূলক কথাবার্তাও হয় দু'জনের।

Election Voting LIVE: অসমে ৪৭ বিধানসভা আসনে শুরু হল ভোটগ্রহণ

১২৬ আসনের অসম বিধানসভার ৪৭ আসনে ভোটগ্রহণ শুরু হল। মোট তিন দফায় ভোটগ্রহণ হবে অসমে।

WB Election Phase 1 Voting Live: ভোট দেওয়ার আগে করোনা বিধি বাঘমুন্ডিতে

ভোটার কার্ড দেখিয়ে ঢুকতে হবে ভোটকেন্দ্রে। এরপর থার্মাল গান দিয়ে টেম্পারেচার চেক করা হবে। নিরানব্বইয়ের বেশি টেম্পারেচার হলে আধঘন্টা তাকে বসিয়ে রাখা হবে। তারপরেও যদি দেখা যায় তার টেম্পারেচার কমেনি তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। আবার বিকেলবেলা সে আসতে পারবে। সেই সময় যদি তার টেম্পারেচার একই থাকে তাহলে পিপিই পরিয়ে  ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সঙ্গে এক জন আশা কর্মী থাকবেন। যাদের টেম্পারেচার ঠিক আছে তাদের হাতে  স্যানিটাইজার দেওয়া হচ্ছে। মুখে মাস্ক হাতে গ্লাভস। এগুলো না থাকলে ঢোকা যাবে না।

WB Election Voting LIVE: কাঁথিতে বিজেপি কর্মীদের মারধর

কাঁথি দক্ষিণ বিধানসভার সিরিয়া এলাকায় বিজেপি কর্মীদের মারধর, হুমকির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত হন ২ বিজেপি কর্মী। পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যান এক তৃণমূল কর্মী। যদিও হামলা-যোগ অস্বীকার করেছে শাসকদল।

WB Election Phase 1 Voting Live: খেজুরিতেও তৃণমূল এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ

খেজুরি ১ নম্বর ব্লকের বীরবন্দ এলাকায় তৃণমূলের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

WB Election 2021 Voting LIVE: খেজুরিতেও রাতভর বোমাবাজি

খেজুরির বটতলা এলাকায় রাতভর বোমাবাজি। গতকাল কয়েকজন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এক মহিলাকেও মারা হয় বলে অভিযোগ। খেজুরির বিজেপি প্রার্থী এনিয়ে আজ সকালেও বোমাবাজি হয়। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

WB Election Phase 1 Voting Live:তৃণমূল এজেন্টদের সঙ্গে বচসা সুশান্ত ঘোষের

শালবনির বিভিন্ন বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ সংযুক্ত মোর্চা সমর্থিত শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের। এজেন্ট বসানোকে কেন্দ্র করে শালবনির শুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সঙ্গে বচসা বাধে বাম প্রার্থীর। 

WB Election Voting LIVE:বোমাবাজিকে আহত পটাশপুরের ওসি

ভগবানপুর বিধানসভার সাতশতমালে রাতভর বোমাবাজি। তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে জখম পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তী-সহ ২। দুজনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। গন্ডগোলের খবর পেয়ে রাত দেড়টা নাগাদ ঘটনাস্থলে যায় পটাশপুর থানার পুলিশ। 

WB Election 2021 Voting LIVE: ভোট পূর্ব মেদিনীপুরে

প্রথম দফার নির্বাচনে শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের সাতটা আসনে ভোট হচ্ছে। 
এর মধ্যে রামনগরে তৃণমূল প্রার্থী করেছে অধিকারী পরিবারের বিরুদ্ধ গোষ্ঠীর নেতা বলে পরিচিত অখিল গিরিকে।


আর খেজুরিতে সংযুক্ত মোর্চার প্রার্থী, সিপিএমের আরেক দাপুটে নেতা হিমাংশু দাস। 

WB Election 2021 Voting LIVE: ভোট পশ্চিম মেদিনীপুরে

পশ্চিম মেদিনীপুরের যে ছটা আসনে প্রথম দফায় ভোট হচ্ছে, তাতে একাধিক VIP প্রার্থী লড়ছেন। মেদিনীপুর আসনে তৃণমূলের হয়ে লড়ছেন রুপোলি পর্দার পরিচিত মুখ জুন মালিয়া। এই আসনে তাঁর প্রতিপক্ষ বিজেপির সমিত দাসও হেভিওয়েট। 


শালবনি আসনে সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএমের দাপুটে নেতা, আট বছর পর জেলায় ফেরা সুশান্ত ঘোষ। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিদায়ী বিধায়ক শ্রীকান্ত মাহাতো।

WB Election 2021 Voting LIVE: ভোট বাঁকুড়ায়

এবার চলে যাব জঙ্গলমহলের আরেক জেলা বাঁকুড়ায়। এই জেলায় রানিবাঁধ আসনে সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন সিপিএমের পরিচিত মুখ, প্রাক্তন বিধায়ক দেবলীনা হেমব্রম।  

এবার দেখাব জঙ্গলমহলের আরেক জেলা ঝাড়গ্রামের ছবিটা। প্রথম দফায় ঝাড়গ্রাম আসনে বিজেপি প্রার্থী সুখময় শতপথী। এই আসনে তাঁর প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী, আদিবাসী অভিনেত্রী বীরবাহা হাঁসদা এবং সিপিএমের তরুণ মুখ, মধুজা সেন রায়। 

WB Election 2021 Voting LIVE: ভোট পুরুলিয়ায়

প্রথমে পুরুলিয়া। দেখে নেব এই জেলার কোন কোন VIP প্রার্থীর আজ পরীক্ষা। পুরুলিয়ার বলরামপুর আসন থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক শান্তিরাম মাহাতো। 


বাঘমুণ্ডি আসন থেকে সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন, এই কেন্দ্রের বিদায়ী কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো। 


জয়পুর আসনে নজর থাকবে বিজেপি প্রার্থী নরহরি মাহাতোর দিকে। 


পুরুলিয়া আসনে বিজেপি প্রার্থী করেছে ভোটের মুখে কংগ্রেস ছেড়ে আসা, বিদায়ী বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে। 

প্রেক্ষাপট

শুরু হয়ে গেল বঙ্গের মহারণ বিধানসভা ভোট। উনত্রিশ এপ্রিল পর্যন্ত আট দফায় ভোট গ্রহণ চলবে। আজ প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ । এর মধ্যে তেইশটা আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটা আসন পূর্ব মেদিনীপুরে। 



এই তিরিশটা আসনের মধ্যে পুরুলিয়ার নটা, পশ্চিম মেদিনীপুরের ছটা, বাঁকুড়ার চারটে, পূর্ব মেদিনীপুরের সাতটা
এবং ঝাড়গ্রামের চারটে আসন রয়েছে।


২০১৬ বিধানসভা ভোটে এই তিরিশটা আসনের মধ্যে সাতাশটাতেই জিতেছিল তৃণমূল। আর তিনটে আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। 
কিন্তু, তারপর তিন বছরে ছবিটা অনেকটাই পাল্টে গেছে। দু’হাজার উনিশের লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, প্রথম দফার এই তিরিশটা আসনের মধ্যে বিজেপি এগিয়ে সতেরোটা আসনে, আর তৃণমূল এগিয়ে তেরোটাতে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.