WB Election 2021 Live Updates: ছেলেরা বললে মোদির মঞ্চে যাব, জানালেন শিশির অধিকারী

West Bengal Assembly Election 2021: প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে রোড শো অমিত শাহের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Mar 2021 07:15 AM
WB Election 2021 Live Updates: ছেলেরা বললে মোদির মঞ্চে যাব, জানালেন শিশির অধিকারী

এবার কি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ শিশির অধিকারীর? ২৪ মার্চ কাঁথিতে জনসভা করবেন নরেন্দ্র মোদি। ছেলেরা বললে মোদির মঞ্চে যাব। মানুষের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাব। বললেন শিশির অধিকারী। অভিষেকের জন্য শুভেন্দুকে টার্গেট করা হচ্ছে। অভিষেকের দম্ভ সাংঘাতিক। বললেন শিশির অধিকারী।

WB Election 2021 Live Updates: তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

গুলি চলার চর্তুদশ বছরে এসে অন্য অভিজ্ঞতার সাক্ষী থাকল নন্দীগ্রাম। এতদিন বামেদের দিকে আঙুল তুললেও, এবার শুভেন্দু অধিকারী আক্রমণ করলেন তৃণমূলকে। পাল্টা তৃণমূল দাবি করেছে নন্দীগ্রাম আন্দোলনে কোনও পরিবার নয়, ভূমিকা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB Election 2021 Live Updates: রোড শো অমিত শাহ, দেবের

খড়গপুরে রোড শো অমিত শাহের। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণের হয়ে রোড শো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অন্যদিকে কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ ও রামনগরে তৃণমূল প্রার্থীদের হয়ে রোড শো ও সভা করলেন অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব।

WB Election 2021 Live Updates: খড়গপুরে অমিত শাহের রোড শো

খড়গপুরের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে রোড শো অমিত শাহের। 

WB Election 2021 LIVE Updates: হাওড়ার লিচুবাগানে শ্যুটআউট

হাওড়া দক্ষিণে লিচুবাগানে শ্যুটআউট। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ ১ তৃণমূলকর্মী, ভর্তি হাসপাতালে। দেওয়াল লিখন ঘিরে বচসার জেরে গুলি চালানোর অভিযোগ। বাইকে এসে গুলি চালানোর অভিযোগ। বিজেপির পতাকা লাগানো বাইকে এসে গুলি চালানোর অভিযোগ। হাতেনাতে পাকড়াও ১, উদ্ধার আগ্নেয়াস্ত্র। 

WB Election 2021 LIVE Updates: নাকাশিপাড়ায় প্রার্থী বদলের দাবিতে সিপিএমের বিক্ষোভ

নদিয়ার নাকাশিপাড়ায় প্রার্থী বদলের দাবিতে সিপিএমের বিক্ষোভ। নাকাশিপাড়ায় শুক্লা সাহা চক্রবর্তীকে প্রার্থী করেছে সিপিএম। তন্ময় গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ। জেলা নেতৃত্বকে পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ কর্মীদের। মুখে কুলুপ জেলা সিপিএম নেতৃত্বের। 

WB Election 2021 LIVE Updates: হাওড়ায় তৃণমূলে ফের ভাঙন

ভোটের মুখে হাওড়ায় তৃণমূল কংগ্রেসে ফের ভাঙন। এবার দল ছাড়লেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। যোগ দিলেন আইএসএফে। দলত্যাগ করেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। দলত্যাগের কোনও প্রভাব পড়বে না, দাবি করেছে তৃণমূল। কটাক্ষ করেছে বিজেপি।

WB Election 2021 LIVE Updates: ভোটের আগেই হার স্বীকার করে নিয়েছেন মমতা, দাবি শাহনওয়াজ হুসেনের

ভোটের আগেই হার স্বীকার করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিজেই নিজেকে আঘাত লাগাচ্ছেন, বিরোধীদের ওপর হামলা করছেন। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের সভা থেকে এভাবেই আক্রমণ করলেন শাহনওয়াজ হুসেন।

WB Election 2021 Live Updates:'ভাঙা পায়েই খেলা হবে'

মিছিল শুরুর আগে অভিষেক তাঁর ভাষণে বলেছেন,  ‘যদি কেউ ভাবে পা ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখব, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। ভাঙা পায়েই খেলা হবে। ভাঙা পায়েই নবান্ন দখল হবে। মমতা জানিয়েছেন যে তিনি হুইলচেয়ারেই সভায় আসবেন। গাঁধীমূর্তির পাদদেশ থেকেই বাংলায় বহিরাগত হঠানোর ডাক। আগামী ৫০ দিন বাংলার মাটিতে লড়াই চলবে।প্রাণ যাক, দিল্লির কাছে মাথা নত করব না। বহিরাগতদের কাছে মাথা নত করব না।’

WB Election 2021 Live Updates: কালিঘাট থেকে সভার উদ্দেশে রওনা মমতার

নন্দীগ্রামে দিবস উপলক্ষ্যে পদযাত্রা।   কালিঘাট থেকে সভার উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়।  মেয়ো রোডের সভার উদ্দেশে রওনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামে আহত হওয়ার পর এই প্রথম কোনও রাজনৈতিক কর্মসূচীতে তৃণমূল নেত্রী। 

WB Election 2021 Live Updates: বাড়ি থেকে বেরোলেন মমতা

কালিঘাটের বাড়ি থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিতি মহিলারা শঙ্খধ্বনি, ফুল ছড়িয়ে  শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রীকে। 

WB Election 2021 Live Updates: গাঁধী মূর্তি থেকে হাজরা পর্যন্ত মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নন্দীগ্রাম দিবসে হুইলচেয়ারেই আজ হাজরার সভায় দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ গাঁধী মূর্তি থেকে হাজরা পর্যন্ত মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।  ধর্মতলায় গাঁধী মূর্তির পাদদেশে পৌঁছেছেন অভিষেক মিছিল শেষে হাজরার সভায় হুইলচেয়ারে থাকতে পারেন তৃণমূলনেত্রী। সভা শেষে এরপর কপ্টারে দুর্গাপুর যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল পুরুলিয়া ও বাঁকুড়ায় জোড়া সভা করবেন তৃণমূলনেত্রী।

WB Election 2021 Live Updates: শতরূপ ঘোষের প্রচার

কসবায় সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী শতরূপ ঘোষের প্রচার। বাম প্রার্থীর সমর্থনে প্রচার করলেন আইএসএফের কর্মীরা। 


বর্ধমান শহরে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে প্রচার করলেন বর্ধমান দক্ষিণের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী পৃথা তা। বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন বাম প্রার্থী। 

WB Election 2021 Live Updates: বিজেপির প্রার্থী তালিকায় থাকতে পারেন বেশ কয়েকজন সাংসদ

   বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় থাকতে পারেন বিজেপির বেশ কয়েকজন সাংসদ। সূত্রের খবর, প্রার্থী হতে পারেন রাজ্যসভার দুই সাংসদ স্বপন দাশগুপ্ত ও রূপা গঙ্গোপাধ্যায়। আগামী বছরই তাঁদের মেয়াদ শেষ হচ্ছে। বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। তবে প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক হতে পারেন আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। খবর সূত্রের। এর আগে সিদ্ধান্ত হয়েছিল কোনও সাংসদ বিধানসভা ভোটে দাঁড়াবেন না। পরে সিদ্ধান্ত বদল হয়। গতকালের বৈঠকে প্রার্থী হিসেবে এই পাঁচ সাংসদের নাম উঠে আসে। খবর সূত্রের।

WB Election 2021 Live Updates: তৃণমূলকে নিশানা শুভেন্দুর

গোকুলনগরে নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে বিজেপির সভা। ভাষণ শুভেন্দুর। তৃণমূলকে নিশানা করে শুভেন্দু বলেছেন, নন্দীগ্রামে অশান্তি তৈরির চেষ্টা চলছে। এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। 

WB Election 2021 Live Updates: এবার কি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে শিশির অধিকারী?

এবার কি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে শিশির অধিকারী? ২৪ মার্চ কাঁথিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি। ২৪ মার্চ মোদির সভামঞ্চে উপস্থিত থাকবেন শিশির, বিজেপি সূত্রে খবর।


২৪ মার্চের এই জনসভা থেকে শুভেন্দু-সহ জেলার প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন মোদি।

WB Election 2021 Live Updates: নন্দীগ্রামে শহিদ বেদিতে শ্রদ্ধা শুভেন্দুর

ভোটের বাকি আর ২ সপ্তাহ। তার আগে নন্দীগ্রাম দিবসে, আবেগে শান দিতে মরিয়া তৃণমূল-বিজেপি দু’পক্ষই। গোকুলনগরে যে শহিদ বেদিতে ব্রাত্য ও পূর্ণেন্দু বসুরা কিছুক্ষণ আগে মালা দিয়েছিলেন, সেখানে গিয়েই শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে সকাল থেকেই উত্তেজনা তৈরি হয় সোনাচূড়ায়। শুভেন্দুকে বিশ্বাসঘাতক বলে পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীদের একাংশ। কেন্দ্রীয় বাহিনী, র‍্যাফ ও পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।

WB Election 2021 Live Updates:প্রচারে বেরিয়ে বিজেপিকে কটাক্ষ অরূপ রায়ের

এখনও প্রার্থী ঘোষণা না হওয়ায়, প্রচারে বেরিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক অরূপ রায়। রবিবার সকালে হাওড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে প্রচার করেন তিনি। বিজেপি প্রার্থী ঘোষণা না করায় তৃণমূল প্রার্থীর কটাক্ষ, আমরা চাই ভাল প্রতিদ্বন্দ্বী, কিন্তু বাজারে কেউ নেই। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB Election 2021 Live Updates: নন্দীগ্রাম দিবস পালন ঘিরে সোনাচূড়ায় উত্তেজনা

নন্দীগ্রাম দিবস পালনকে কেন্দ্র করে সোনাচূড়ার শহিদ মিনারের সামনে উত্তেজনা। শুভেন্দু অধিকারীর পৌঁছনোর আগে বিশ্বাসঘাতক পোস্টার লাগিয়ে তৃণমূল কর্মীদের একাংশের বিক্ষোভ। কেন্দ্রীয় বাহিনী, র‍্যাফ ও পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়

WB Election 2021 Live Updates: নন্দীগ্রামে ব্রাত্য, পূর্ণেন্দু, দোলা

ভোটে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। নন্দীগ্রাম দিবস পালন করতে পৌঁছলেন ব্রাত্য বসু, পূর্ণেন্দু বসু ও দোলা সেন। শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন তৃণমূল নেতাদের।

WB Election 2021 Live Updates:বর্ণময় মিছিল অভিনেতা হিরণের

ঢাক-ঢোল নিয়ে বর্ণময় মিছিল খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের। রবিবার সকালে খড়গপুর শহরের তালবাগিচা এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার করেন বিজেপি প্রার্থী। 


উত্তরপাড়া স্টেশন সংলগ্ন কাঁঠালবাগান এলাকায় প্রচার করলেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক। বাড়ি বাড়ি ঘুরে চলল প্রচার।

WB Election 2021 Live Updates: বিজেপি ও তৃণমূল দুই দলেরই আজ নন্দীগ্রাম দিবস পালন

ভোটের মুখে বিজেপি ও তৃণমূল দুই দলই আজ নন্দীগ্রাম দিবস পালন করবে। সকাল সাড়ে ১০টা নাগাদ বকুলনগরের অধিকারী পাড়ায় শহিদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তৃণমূল নেতারা। মন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও এখানে থাকবেন দোলা সেন ও পূর্ণেন্দু বসু। এরপর ভাঙাবেড়া ব্রিজের কাছে শহিদ স্মরণে সভা করবেন তৃণমূল নেতা-নেত্রীরা। পাশাপাশি, বিজেপির তরফেও নন্দীগ্রাম দিবস উপলক্ষে শহিদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বকুলনগরের অধিকারী পাড়ার অনুষ্ঠানে যোগ দিতে পারেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এরপর সোনাচূড়ার শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তিনি।

WB Election 2021 Live Updates: পানিহাটিতে বিজেপি কর্মী ও তাঁর পরিবারের মহিলা সদস্যকে মারধরের অভিযোগ

নিমতার পর পানিহাটি। ফের বিজেপি কর্মী ও তাঁর পরিবারের মহিলা সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাড়িতেও চলে ভাঙচুর। আক্রান্ত বিজেপি কর্মী ও তাঁর আত্মীয়াকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল থেকে প্রথমে আরজি কর ও পরে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পানিহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের এঙ্গেলস নগরে। বিজেপি কর্মীর অভিযোগ, এলাকায় পোস্টার লাগানো নিয়ে গন্ডগোলের জেরে বাড়িতে ঢুকে হামলা চালায় তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা। বিজেপি কর্মী ও তাঁর পরিবারের মহিলা সদস্যকে মারধরের পাশাপাশি, ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। রাতেই ঘটনাস্থলে যায় খড়দা থানার পুলিশ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। গতকাল পানিহাটি জুড়ে খেলা হবে স্লোগান দিয়ে অরাজনৈতিক ব্যানারে মিছিল হয়। বিরোধীরা অভিযোগ করে, খেলা হবে স্লোগানকে সামনে রেখে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে তৃণমূল। তারপরই বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে।

WB Election 2021 Live Updates:রবিবার সকালে প্রচার ফুয়াদ হালিমের

রবিবার সকালে প্রচার শুরু করলেন বালিগঞ্জ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম। বন্ডেল রোডে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ। বাম প্রার্থীর হয়ে প্রচারে সামিল কংগ্রেস কর্মীরাও। 

WB Election 2021 Live Updates: ‘নন্দীগ্রামের ঘটনায় দুর্ঘটনার তত্ত্বেই সিলমোহর  ২ পর্যবেক্ষকের’

নন্দীগ্রামের ঘটনায় দুর্ঘটনার তত্ত্বেই সিলমোহর দিলেন ২ পর্যবেক্ষক। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, শনিবার কমিশনে তাঁরা যে রিপোর্ট জমা দেন, তাতে উল্লেখ করা হয়েছে, নন্দীগ্রামে দুর্ঘটনায় আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পিছনে পরিকল্পনা করে হামলার কোনও বিষয় নেই।

WB Election 2021 Live Updates: প্রার্থী নিয়ে দিল্লিতে বিজেপির বৈঠক

গতকাল দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে আলোচনা হল তৃতীয় ও চতুর্থ দফার ৭৫টি আসন নিয়ে। বাংলার প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা। বৈঠক থেকে বেরিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছে তিনি ডোমজুড় থেকেই লড়ার ইচ্ছেপ্রকাশ করেছেন। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির সংসদীয় কমিটি।

প্রেক্ষাপট

কলকাতা: আজ নন্দীগ্রাম দিবসেই হুইলচেয়ারে মঞ্চে দেখা যেতে পারে মমতাকে। গাঁধী মূর্তি থেকে হাজরা অভিষেকের মিছিলের পরে সভা। আজই কপ্টারে দুর্গাপুর যাচ্ছেন মমতা। কাল পুরুলিয়ায় জোড়া সভা। অন্যদিকে, ভোটের প্রচারে ফের রাজ্যে অমিত শাহ। আজ খড়গপুরে রোড শো, কাল ঝাড়গ্রাম-রানিবাঁধে সভা।


নন্দীগ্রাম দিবসে হুইলচেয়ারেই আজ হাজরার সভায় দেখা যেতে পারে মমতাকে। আজ গাঁধী মূর্তি থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে হাজরার সভায় হুইলচেয়ারে থাকতে পারেন তৃণমূলনেত্রী। আজই সভা শেষে কপ্টারে দুর্গাপুর যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল পুরুলিয়ায় ২টি জনসভা করবেন তৃণমূলনেত্রী।


আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শো।বিকেলে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।  কাল তিনি যাবেন জঙ্গলমহলে। সোমবার প্রথমে ঝাড়গ্রামে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সভা বাঁকুড়ার খাতড়ায়।


শনিবার বাঁকুড়ার খাতড়ার এটিএম গ্রাউন্ডে অমিত শাহ-র সভামঞ্চের খুঁটি পুজোর আয়োজন করে বিজেপি। উপস্থিত ছিলেন আদিবাসী সমাজের এক প্রতিনিধি।


রবিবার বিকেল ৫টায় খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শো করবেন অমিত শাহ।


খড়গপুরের মালঞ্চর অতুলমণি হাইস্কুলের সামনে থেকে মালঞ্চ বিস্কুট কারখানা পর্যন্ত ১ কিলোমিটার  রোড শো হবে।


২০১৬-তে কংগ্রেসের জ্ঞানসিংহ সোহনপালকে হারিয়ে বিধানসভায় যান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ২০১৯-এ দিলীপ ঘোষ সাংসদ নির্বাচিত হওয়ার পর, উপনির্বাচনে খড়গপুর সদর আসনটি তৃণমূলের কাছে হারায় বিজেপি। তাই লড়াই এবার হাড্ডাহাড্ডি।


একদিকে, তৃণমূলের হেভিওয়েট প্রদীপ সরকার।বিপক্ষে বিজেপির তারকা প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়এবং সংযুক্ত মোর্চার প্রার্থী কংগ্রেসের রীতা শর্মা


ত্রিমুখী এই লড়াই হবে আগামী ১ এপ্রিল, দ্বিতীয় দফায়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.