West Bengal Live News: বাংলা থেকে এবার পূর্ণমন্ত্রী চান বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ
West Bengal Live News Update: বাংলার সব খবরের আপডেট সবার আগে।
বিপর্যয়ের পর বঙ্গ বিজেপিতে আদি-নব্যের দ্বন্দ্ব। নতুন নেতাদের খুব দ্রুত ভরসা করা উচিত নয়, বাজপেয়ীকে উদধৃত করে বিস্ফোরক দিলীপ।
লোকসভা ভোটে বাংলায় সবুজ ঝড়, উত্তর থেকে দক্ষিণ কলকাতায় অভিষেকের ছবি দিয়ে কাটআউট ওয়েবকুপার। দলের কর্মীদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ, দাবি কুণালের।
সবুজ ঝড়েও বিষ্ণুপুরে জয় বিজেপির, মন্ত্রী হতে চান সৌমিত্র
বাংলা থেকে এবার পূর্ণমন্ত্রী চান বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ
১২ বগির ট্রেন চালানোর পরিকাঠামো তৈরির জন্য রবিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। চাপ বাড়বে কলকাতা ও দমদম স্টেশনের ওপর। চারটি দূরপাল্লার ট্রেন শিয়ালদার পরিবর্তে ছাড়বে কলকাতা স্টেশন থেকে। অতিরিক্ত বাস পরিষেবা দিতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে পূর্ব রেল।
মিনাখাঁ যাওয়ার পথে ঘটকপুকুরে তৃণমূল কংগ্রেসের মিছিলে আটকাল সুকান্ত মজুমদারের কনভয়। সুকান্তর গাড়ি ঘিরে জয় বাংলা স্লোগান তৃণমূল কংগ্রেসের। পরে বিজেপির রাজ্য সভাপতির নিরাপত্তারক্ষী ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে মিনাখাঁর উদ্দেশে রওনা হন সুকান্ত মজুমদার। মিনাখাঁয় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গেলেন সুকান্ত মজুমদার।
আলিপুরদুয়ারে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের মহিলার
গ্রেফতার অভিযুক্ত বিএসএফ জওয়ান
ট্যাংরার গোবিন্দ ফটিক রোডে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ট্যাংরায় সংঘর্ষে আহত ২, আটক ৩ জন। ঘটনাস্থলে পুলিশ, র্যাফ, কেন্দ্রীয় বাহিনী
'আত্মবিশ্লেষণের সময় এসেছে'। বাংলায় দলের বিপর্যয়ের পর মন্তব্য লকেট চট্টোপাধ্যায়ের। প্রতিটা বুথ ধরে কথা বলতে হবে, ভোটে হারের পর মন্তব্য লকেটের।
ভোটে হেরে ফের দিলীপের নিশানায় বঙ্গ বিজেপি নেতৃত্ব। কেন্দ্র বদল নিয়ে ষড়যন্ত্রের ইঙ্গিত দিলীপ ঘোষের।
বাংলায় বিপর্যয়ের পর বিজেপিতে কি 'নবীন-প্রবীণ' বিতর্ক? অটলবিহারী বাজপেয়ীর উদ্ধৃতিকে স্মরণ করিয়ে বার্তা দিলীপের।
অখিলেশ, রাঘব চাড্ডাদের সঙ্গে বৈঠকের পর এবার মুম্বই গেলেন অভিষেক
দিলীপ, সৌমিত্রর পর এবার জগন্নাথ সরকার, এবার বঙ্গে বেসুর রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী
লোকসভা ভোটে সবুজ ঝড়, কলকাতায় অভিষেকের ছবি দিয়ে কাটআউট। শহর জুড়ে 'দ্য গেম চেঞ্জার দাদা' নামে কাটআউট।
রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি, সূত্রের খবর
মিনাখাঁ যাওয়ার পথে ঘটকপুকুরে তৃণমূল কংগ্রেসের মিছিলে আটকাল সুকান্ত মজুমদারের কনভয়। সুকান্তর গাড়ি ঘিরে জয় বাংলা স্লোগান তৃণমূল কংগ্রেসের। পরে বিজেপির রাজ্য সভাপতির নিরাপত্তারক্ষী ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে মিনাখাঁর উদ্দেশে রওনা হন সুকান্ত মজুমদার।
ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের
'বিভিন্ন সংবাদমাধ্যমে দেখেছি ভোট পরবর্তী সন্ত্রাস চলছে এবং এটা বন্ধ করতে হবে', মন্তব্য বিচারপতি কৌশিক চন্দের
রাজ্যে আজ পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লাগু আছে, সওয়াল রাজ্যের
প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল
রাজ্য জয়েন্টে ফলপ্রকাশ। প্রথম কিংশুক পাত্র। দ্বিতীয় শুভ্রদীপ পাল
প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল। জেলা স্কুলের পড়ুয়াদের দাপট।
ভোটের পর একের পর এক বিজেপি কর্মীর উপর হামলা, পাল্টা হুঙ্কার সুকান্তর। 'বিজেপি চুপ করে বসে থাকবে না, প্রত্যুত্তর দেবে। তখন কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে। তৃণমূল সংযত না হলে পাল্টা মারব', মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি রাজ্য বিজেপির সভাপতির।
নদীতে মাছ ধরতে গিয়ে বুনো হাতির হামলায় মৃত্যু এক যুবকের। ধূপগুড়ি মহকুমায় অন্তর্গত মরাঘাট জঙ্গলের তোতাপাড়া বিটের ঘটনা। মৃত যুবকের নাম বিকাশ রাভা। মোগলকাটা বনবস্তির বাসিন্দা তিনি।
ইন্ডিয়া জোটের মধ্যে কি এবার সমান্তরাল সমীকরণ? জোট বৈঠকে খাড়গের মন্তব্যে কি খুশি নয় তৃণমূল? জল্পনা বাড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বৈঠক। অখিলেশের সঙ্গে বৈঠকের পর রাঘব চাড্ডাদের সঙ্গে বৈঠক অভিষেকের। সকালে অখিলেশের বাড়িতে ৪০ মিনিট বৈঠক করেন অভিষেক। তারপর অভিষেকের বাড়িতে যান আপ সাংসদ রাঘব চাড্ডা, সঞ্জয় সিংহরা।
মোদির শপথে শেখ হাসিনাকে আমন্ত্রণ। কালই দিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি, খবর সূত্রের। জয়ের জন্য মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ড বাইডেনও।
১২ কামরার উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য শিয়ালদা স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ। গতকাল মাঝরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে এই ৫টি প্ল্যাটফর্ম। স্টেশনের বাকি ১৬টি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। জুলাই মাস থেকে শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ১২ কামরার ট্রেন। তার জন্য প্ল্যাটফর্মগুলিকে উপযোগী করে তোলা হবে। ফলে বেশ কিছু লোকাল ট্রেন দমদম স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। চারটি দূরপাল্লার ট্রেন এই সময়ে শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, আসানসোল এক্সপ্রেস ছাড়বে কলকাতা স্টেশন থেকে। স্টেশন বদলে গেলেও প্রতিটি ট্রেনের ছাড়ার সময় একই থাকছে। দমদম থেকে কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস পরিষেবা দিতে রাজ্যকে অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। হাইকোর্টের দ্বারস্থ আইনজীবীদের একাংশ। বিচারপতি কৌশিক চন্দের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি, দুপুর ২টোয় শুনানি।
ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ঘরছাড়া বিজেপি কর্মীদের দেখতে মাহেশ্বরী ভবনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
ভোট পরবর্তী সন্ত্রাস চলছেই, এবার ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি। বিজেপি এসসি মোর্চার নেতার বাড়িতে হামলা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, অস্বীকার শাসক দলের।
ভোট পরবর্তী সন্ত্রাস চলছেই, এবার ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি। বিজেপি এসসি মোর্চার নেতার বাড়িতে হামলা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, অস্বীকার শাসক দলের।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে আক্রান্ত বিজেপি। বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর, আগুন। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
নারকেলডাঙায় বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির।
বিজেপির পার্টি অফিসের সামনে মোতায়েন পুলিশ।
পাত্রসায়রের পর কোতুলপুর, বাঁকুড়ায় ফের আক্রান্ত বিজেপি। বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ-র জয়ের পরও আক্রান্ত বিজেপি। কোতুলপুরে বিজেপি কর্মীদের মাধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। মারধরে মাথা ফাটল বিজেপি কর্মীর, বাড়ি ভাঙচুর। বিজেপির গোষ্ঠী কোন্দলের জের, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের।
দিল্লিতে অখিলেশ যাদবের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে অখিলেশের বাড়িতে ডেরেক ও'ব্রায়েনও।
শিয়ালদা-দক্ষিণ শাখার ক্যানিং লাইনে ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। সকাল সাড়ে ৭টা নাগাদ পিয়ালি স্টেশন ছাড়াতেই দুর্ঘটনা ঘটে। শিয়ালদাগামী ক্যানিং লোকালে ভিড় ছিল। স্থানীয়দের দাবি, ট্রেনে ঝুলছিলেন বছর ৩৪-এর ওই ব্যক্তি। সেতুতে ওঠার মুখে পিলারে ধাক্কা খেয়ে তিনি রেললাইনে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ওই ট্রেন যাত্রীর মৃত্যু হয়।
শিয়ালদা-দক্ষিণ শাখার ক্যানিং লাইনে ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। সকাল সাড়ে ৭টা নাগাদ পিয়ালি স্টেশন ছাড়াতেই দুর্ঘটনা ঘটে। শিয়ালদাগামী ক্যানিং লোকালে ভিড় ছিল। স্থানীয়দের দাবি, ট্রেনে ঝুলছিলেন বছর ৩৪-এর ওই ব্যক্তি। সেতুতে ওঠার মুখে পিলারে ধাক্কা খেয়ে তিনি রেললাইনে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ওই ট্রেন যাত্রীর মৃত্যু হয়।
'মেদিনীপুর থেকে সরানোর সিদ্ধান্ত ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে', ভোটে হেরে দলের সিদ্ধান্ত নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ।
'হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে', মোদির কাছে নীতীশ-চন্দ্রবাবুদের দাবিদাওয়া নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের।
এতদিন, তৃণমূল-বিজেপি সেটিংয়ের অভিযোগ তুলত সিপিএম-কংগ্রেস। ভোটের ফলপ্রকাশের পর এবার সেই সেটিংয়ের অভিযোগ তুললেন, বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ! শুধু তাই নয়, ইঙ্গিতপূর্ণভাবে, খারাপ ফল নিয়ে রাজ্য় নেতৃত্বের একাংশকে তুলোধনার পাশাপাশি, অভিষেকের প্রশংসা করলেন তিনি।
৩০-এর টার্গেট নিয়ে বঙ্গে বারোতেই আটকে গেল বিজেপি। অন্যদিকে উনিশ ছাপিয়ে তৃণমূল পেল ২৯ আসন। বিপুল সাফল্যের পর দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী। শনিবার কালীঘাটে দলের নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠক। দিল্লি যাওয়ার আগে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন অভিষেক।
ডাক্তারির অভিন্ন প্রবেশিকা নিটে, এবার পুরো নম্বর পেয়ে, প্রথম স্থানে ৬৭ জন। পুরো নম্বরের থেকে মাত্র এক নম্বর কম পেয়ে জায়গা হয়েছে ৬৮তম স্থানে। প্রথম স্থানে থাকা ৬৭ জনের মধ্য়ে তিনজন পশ্চিমবঙ্গের।
ভোটের ফল বেরোতেই উত্তপ্ত কোচবিহারের নাটাবাড়ি। স্থানীয় ভজনপুরে তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য় করে গুলি চালানোর অভিযোগ এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। বনদুক হাতে বিজেপি কর্মীর ভিডিও দেখিয়ে অভিযোগ তৃণমূলের। পাল্টা শাসক দলের বিরুদ্ধে তাদের কর্মীদের মারধরের অভিযোগ তুলেছে বিজেপি।
ক্যানিংয়ের কাঠপোল এলাকায় আক্রান্ত বিজেপি নেত্রীর পরিবার। তাঁর স্বামী ও মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।
আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। দুপুর আড়াইটেয় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। আজ বিকেল ৪টে থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। এবার জয়েন্টের পরীক্ষায় বসেছিলেন ১ লক্ষ ৪২ হাজারের বেশি পরীক্ষার্থী।
প্রেক্ষাপট
Narendra Modi: ৮ জুন প্রধানমন্ত্রী পদে শপথ মোদির? প্রথম দফা বৈঠকের পর শুক্রবার ফের এনডিএ-র বৈঠক। তারপর সরকার গড়ার দাবি পেশ। আঞ্চলিক দলগুলির দাবি নজরে রাখার প্রতিশ্রুতি।
Lok Sabha Election Result: সরকার গঠনের আগে নীতীশ-নায়ডুর দাবির তালিকা ক্রমেই লম্বা। অন্তত ৩ জন করে ক্যাবিনেট মন্ত্রীপদ চেয়েছেন দুজনেই। পূর্ণ মন্ত্রিত্ব চাইছেন জিতনরাম, চিরাগ, একনাথরাও, খবর সূত্রের।
INDI Alliance: সরকার গঠনের দৌড়ে এখনই নয়, দিল্লির বৈঠকে বিরোধী আসনেই বসার সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, খবর সূত্রের। জনাদেশ মোদির বিরুদ্ধে, মোদি ব্র্যান্ড শেষ, মন্তব্য রাহুল-সনিয়ার।
Chandrababu Naidu: মোদিকে সমর্থনের সম্মতিপত্র দিয়েই স্ট্যালিনের সঙ্গে বৈঠক। এনডিএ-তে থেকেও জল্পনা বাড়ালেন চন্দ্রবাবু। দক্ষিণের ২ রাজ্য নিয়ে আলোচনা, দাবি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর।
Mamata Banerjee: বিপুল সাফল্যের পর দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী। শনিবার কালীঘাটে দলের নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠক। ঠিক হবে সংসদে দলের রণনীতি, খবর সূত্রের।
Abhishek Banerjee: বাংলায় বিপুল জয়ের পর মুখ খুললেন অভিষেক। বিজেপিকে তীব্র আক্রমণ। 'এজেন্সি, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুলডোজ করেছে বিজেপি, মানুষ জবাব দিয়েছে', তোপ অভিষেকের।
Soumitra Khan: ভোটে জিতেও তৃণমূলের সঙ্গে নিজের দলের সেটিংয়ের অভিযোগ বিজেপির সৌমিত্র খাঁয়ের।
Dilip Ghosh: হারা আসনে প্রার্থী করা হয়েছিল। হেরেছেন নেতৃত্ব ও নীতির জন্য। রাজ্য় নেতৃত্বকে নিশানা দিলীপ ঘোষের। তুললেন চক্রান্তের অভিযোগও। শোরগোল দলের অন্দরে।
Nandigram: নন্দীগ্রামের টাকাপুরায় বিস্ফোরণ, জখম ৩, দাবি পুলিশের। বোমা বাঁধার সময় বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, দাবি তৃণমূলের। কর্মীর বাড়িতে বোমা রেখে ফাঁসানোর ছক, পাল্টা বিজেপি।
Post Poll Violence: ভোটের পরেও দিকে দিকে হিংসা। চাপড়ায় খুন তৃণমূল কর্মী। কোচবিহারে যুব তৃণমূল নেতাকে গুলি করার অভিযোগ। ব্যারাকপুরে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর, ময়নায় মার বিজেপি কর্মীকে।
Joint Entrance: আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট । দুপুর আড়াইটেয় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। বিকেল ৪টে থেকে দেখা যাবে ওয়েবসাইটে।
Sealdah Station: ১২ কামরার ট্রেন চালাতে মেরামতি। বৃহস্পতিবার মাঝরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ। চাপ কমাতে কাজে লাগানো হবে দমদম ও কলকাতা স্টেশনকে।
Sunil Chetri: ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে দাঁড়ি পড়ছে আজই। কুয়েতের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ প্রি কোয়ালিফায়ার খেলেই অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী। মাঠেই সম্বর্ধনা দেবে আইএফএ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -