OMG 2: ২০টি দৃশ্য়ে কাঁচি চালিয়েও সেন্সরবোর্ডের 'A' সার্টিফিকেট পেল 'ওহ মাই গড ২'
Oh My God 2: ১১ আগাস্ট বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা 'ওহ মাই গড ২'-এর।
কলকাতা: এই ছবির প্রথম ভাগ সাফল্য পেয়েছিল বক্সঅফিসে। শুধু বক্সঅফিসে নয়, মানুষের মনেও জায়গা করে নিয়েছিল এই ছবি। আর দর্শকদের প্রতিক্রিয়া দেখার পরেই, এই ছবির সিক্যুয়ালের পরিকল্পনা করেন নির্মাতা। সেই মতো মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ওহ মাই গড ২ (OMG 2)। আর এবার এই ছবি নিয়ে প্রকাশ্য়ে এল নতুন খবর। বলিউডসূত্রের খবর, সেন্সরবোর্ড এই ছবির মোট ২০টি দৃশ্য়ে কাঁচি চালিয়েছে। আর তারপরও 'A' সার্টিফিকেট দেওয়া হয়েছে এই ছবিকে।
প্রসঙ্গত অক্ষয় কুমার, ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ওহ মাই গড ২' (OMG 2) নিয়ে শুরু থেকে একাধিক বিতর্ক চলছিল। ছবির ঘোষণার সময়ে প্রকাশিত পোস্টার ঘিরেও উত্তেজনা তৈরি হয়। আগের ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। তবে এবারের পোস্টার থেকেই স্পষ্ট, শিবের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইয়ামি গৌতমকে দেখা যাবে একজন আইনজীবীর চরিত্রে।
উল্লেখ্য়, ২০১২ সালে মুক্তি পায় 'ওহ মাই গড'। মুক্তির সময় তো বটেই, তারপরেও বছরের পর বছর ধরে এই ছবি বারবার প্রশংসিত হয়েছে। ফলে ছবির দ্বিতীয় ভাগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। অবশেষে ছবির মুক্তির তারিখ এল প্রকাশ্যে। ১১ অগাস্ট ২০২৩ সালে মুক্তি পাবে 'ওহ মাই গড ২'। প্রথম ছবির ১১ বছর পর দ্বিতীয় ভাগ নিয়ে ফিরছেন অক্ষয়।
আরও পড়ুন...
রাত জেগে নাগাড়ে 'বিঞ্জ ওয়াচ' করছেন? আপনার স্বাস্থ্যে একাধিক সমস্যা তৈরি করবে এই অভ্যাস
প্রসঙ্গত, ২০২১ সালে 'ওহ মাই গড ২' ছবির কথা ঘোষণা করেন অক্ষয়, প্রকাশ্যে আসে প্রথম লুক। কিন্তু করোনা অতিমারীর জন্য ছবির কাজ ও মুক্তি পিছিয়ে যায়। এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠী, অরুণ গোভিল, আমির নায়েককে দেখা যাবে। ছবির পরিচালক অমিত রাই।
আরও একটা বিষয় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে। তা হল 'ও এম জি ২'-এর যে পোস্টার অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, তাঁর গায়ের রঙ নীল। আর অনেক বড় বড় চুল তাঁর মাথায়। ২০১২-তে মুক্তি পাওয়া 'ও এম জি' দর্শককে প্রভাবিত করেছিল। দেখা যাক তাঁর সিক্যুয়েলও মানুষের পছন্দ হয় কিনা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন