মুম্বই : আজ ২১ সেপ্টেম্বর। আজকের দিনেই মুক্তি পেয়েছিল জনপ্রিয় বলিউড ছবি 'আজনবি' (Ajnabee)। দেখতে দেখতে ২০ বছর পূর্তি হল বিপাশা বসু, করিনা কপূর, অক্ষয় কুমার এবং ববি দেওল অভিনীত ছবির। এই ছবি দিয়েই বলিউডে কেরিয়ার শুরু করেন বং বিউটি বিপাশা বসু (Bipasha Basu)। তাই কেরিয়ারের প্রথম ছবির ২০ বছর পূর্তিতে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী।  ছবির সঙ্গে সঙ্গে যে তিনিও বলিউডে দু দশক কাটিয়ে ফেললেন। 


আরও পড়ুন - Gulshan Grover Birthday: কোন কোন ছবিতে সবথেকে ভয়ঙ্কর খলনায়কের চরিত্রে অভিনয় করেন গুলশন গ্রোভার?


'আজনবি' ছবির সঙ্গে তাঁর অনেক স্মৃতি। বলিউডে কেরিয়ার শুরু করার জন্য তখনও স্ট্রাগল করছেন। এই ছবিই তাঁকে সেই সুযোগটা করে দেয়। তাই সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ হয়ে লিখলেন বিপাশা বসু। ধন্যবাদ জানালেন ছবির পরিচালক এবং প্রযোজককেও। এদিন সোশ্যাল মিডিয়ায় বিপাশা বসু লেখেন, 'আজই সেই প্রথম দিনটা, যেদিন অগণিত দর্শকের হৃদয়ে আমার জায়গা তৈরি হয়। ২০ বছর আগে আজকের দিনেই দর্শকরা আমার অভিনয় দেখেন। আমার প্রথম ছবি আজনবি মুক্তি পায় ২০০১ সালের ২১ সেপ্টেম্বর। মনেই হচ্ছে না যে, এতগুলো বছর কাটিয়ে ফেললাম। শুভানুধ্যায়ী এবং অনুরাগীদের কাছ থেকে গত কুড়িটা বছর অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আর তাঁদের এই ভালোবাসায় আমি আপ্লুত।'



আরও পড়ুন - Bhumi Pednekar Update: একটা সুস্থ এবং সুন্দর সম্পর্ক কীভাবে শুরু হয়? জানাচ্ছেন ভূমি পেড়নেকর


বিপাশা বসু আরও লেখেন, 'আজনবি ছবিটা আমার কাছে আরও আরও বিশেষ জায়গায় থাকবে বরাবর। আমার পরিচালক আব্বাস ভাই আর মস্তান ভাইয়ের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ যে আমাকে ওঁদের টিমে নেওয়ার জন্য। এছাড়াও ছবির পুরো টিমকেই ধন্যবাদ জানাই আমাকে সেইদিন থেকে আজ পর্যন্ত এই জার্নিটার শুরুটা করে দেওয়ার জন্য। আমি সত্যিই ভাগ্যবান।'


বিপাশা বসুর এমন আবেগপ্রবণ সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে তাতে কমেন্ট করতে ভোলেননি অভিষেক বচ্চন থেকে অভিনেত্রীর হ্যান্ডসাম হাজব্যান্ড কর্ণ সিংহ গ্রোভার। এছাড়াও অন্যান্য তারকা থেকে নেট নাগরিকরা বং বিউটির এই পোস্টে শুভেচ্ছার কমেন্টে ভরিয়ে দিয়েছেন।