এক্সপ্লোর
Advertisement
রাজামৌলির মহাভারতে একসঙ্গে স্ক্রিন-স্পেস শেয়ার করতে চলেছেন রজনীকান্ত, আমির খান, মোহনলাল?
মুম্বই: এসএস রাজামৌলির ‘বাহুবলী ২’ পর্দায় মুক্তির আগেই জনপ্রিয়। এপ্রিলে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী ২’, কিন্তু শোনা যাচ্ছে তার আগেই নিজের পরবর্তী বিগ বাজেট প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পরিচালক। মহাভারত মহাকাব্য নিয়ে ছবি করতে চলেছেন রাজামৌলি। ছবির সমস্ত খুঁটিনাটি চূড়ান্ত হয়ে গেলে, আগামী বছরই এই ছবি ফ্লোরে উঠবে। সূত্রের খবর, রাজামৌলি তাঁর এই ছবিটি মূলত বিশাল সংখ্যক দর্শকের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন। তাঁর মূল লক্ষ্য প্যান-ইন্ডিয়ান দর্শক। তাই তিনটি ভাষায় তৈরি হবে এই ছবি। তামিল, তেলেগু এবং হিন্দিতে তৈরি করবেন রাজামৌলি তাঁর মহাভারত।
‘বাহুবলী ২’ নিয়ে এইমুহূর্তে ব্যস্ত থাকলেও, রাজামৌলি এই ছবির জন্যে আমির খান, রজনীকান্ত এবং মোহনলালকে এক ছাদের তলায় আনতে চান। তবে এই তারকারা কে কোন চরিত্রে অভিনয় করবেন, সেবিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেননি পরিচালক।
এই তিন মহাতারকাকে যদি এক ছাদের তলায় আনতে পারেন রাজামৌলি, তাহলে তিনিই হবেন প্রথম পরিচালক যাঁর প্রজেক্টে একসঙ্গে এতজন বিশাল তারকা একসঙ্গে কাজ করবেন। পরিচালকের কথায়, যদি এই তিন অভিনেতা একসঙ্গে তাঁর প্রজেক্টে কাজ করতে রাজি হয়ে যান, তাহলে তিনরকম ঘরাণার অভিনেতাকে একসঙ্গে পাওয়া যাবে এখানে।
অপর এক সূত্রের তরফে আগে জানা গিয়েছিল এই ট্রাইলোজির জন্যে প্রায় চারশো কোটি খরচ হবে।
প্রথমে রাজামৌলি তারকা অভিনেতাদের সঙ্গে কাজ করতে খুব একটা স্বচ্ছন্দবোধ না করলেও, ‘বাহুবলী’র পর পরিস্থিতি অনেক বদলে গেছে। এমনকি এই প্রজেক্টে কাজ করতে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট যে বিশেষ আগ্রহী সেকথা তিনি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উল্লেখও করেন। ছবিতে তিনি কর্ণ বা শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করতে চেয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement