এক্সপ্লোর
অসম, গুজরাতে বন্যা দুর্গতদের ত্রাণ দিতে ফ্যানদের অনুরোধ আমিরের

মুম্বই: আমির খান তাঁর ফ্যানদের অনুরোধ করেছেন অসম ও গুজরাতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের নিজের ক্ষমতামত অর্থ সাহায্য করার জন্য আহ্বান করেছেন তিনি। টুইটারে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন আমির। তাতে বলেছেন, অসম ও গুজরাতের কিছু অংশ বন্যায় মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকে প্রাণ হারিয়েছেন। প্রকৃতির সামনে মানুষ অসহায় ঠিকই কিন্তু আমাদের ভাইবোনদের সাহায্যে নিশ্চয় কিছু করতে পারি।
— Aamir Khan (@aamir_khan) July 29, 2017
চলু, একসঙ্গে এই দুই রাজ্যের ভাইবোনদের পাশে দাঁড়াই। দু’রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করি। অসমে গতকাল পর্যন্ত ৭২ জন বন্যায় প্রাণ হারিয়েছেন। ২৬ তারিখ পর্যন্ত হিসেব বলছে, গুজরাতে ১২৩ জন মানুষ বর্ষা সংক্রান্ত নানা দুর্ঘটনার শিকার হয়েছেন। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















