ABP Rising Summit 2023: অন্য পেশায় কেরিয়ার শুরু, কেন অভিনয় জগতে পা রেখেছিলেন রানা ডগ্গুবতী?
Rana Daggubati at ABP Rising Summit 2023: নিজের রুপোলি পর্দার সফর শুরু করেছিলেন ভিস্যুয়াল এফেক্টস দিয়ে। রানা ডগ্গুবতী বলছেন, 'আমার মনে হয়েছিল.. ভিস্যুয়াল এফেক্ট দিয়ে ছবিকে বড় আকারে তুলে ধরা যায়।'
![ABP Rising Summit 2023: অন্য পেশায় কেরিয়ার শুরু, কেন অভিনয় জগতে পা রেখেছিলেন রানা ডগ্গুবতী? ABP Rising Summit 2023: Rana Daggubati shares his acting journey story in ABP Rising Summit 2023 know in details ABP Rising Summit 2023: অন্য পেশায় কেরিয়ার শুরু, কেন অভিনয় জগতে পা রেখেছিলেন রানা ডগ্গুবতী?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/12/175b4bfc6dec44c11180eadbd8c9dd86169712743861749_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: তাঁর রুপোলি পর্দার সফর শুরু হয়েছিল ভিস্যুয়াল এফেক্টস দিয়ে। তারপরে একের পর এক ছবি, অভিনয়ে জগতে তাঁর দক্ষ পদচারণা বুঝিয়ে দিয়েছে, তিনি লম্বা দৌড়ের ঘোড়া। এবিপি রাইসিং সামিট ২০২৩ (ABP Rising Summit 2023)-এ এসে নিজের ফিল্ম জগতে আসা, বদলে যাওয়া জীবন.. সবকিছু নিয়েই অকপটে কথা বললেন 'বাহুবলী' (Baahubali)-র ভল্লালদেব ওরফে রানা ডগ্গুবতী (Rana Daggubati)।
নিজের রুপোলি পর্দার সফর শুরু করেছিলেন ভিস্যুয়াল এফেক্টস দিয়ে। রানা ডগ্গুবতী বলছেন, 'আমার মনে হয়েছিল.. ভিস্যুয়াল এফেক্ট দিয়ে ছবিকে বড় আকারে তুলে ধরা যায়। তবে কিছুদিন কাজ করার পরে আমি বুঝি, এই ধরনের সার্ভিস বিজনেস আমার জন্য নয়। ২০০৪-২০০৫ সালে যখন আমি এই কাজটা করছি, তখন বিনোদন জগতে এতটা নিয়মমাফিক কাজ হত না। আমি সিদ্ধান্ত নিই অভিনয় করব, কারণ আমি যা যা ছবি বানাব ভেবেছিলাম, সেগুলো ঠিক কোনও না কোনও কারণে পারছিলাম না। আমার মনে হয়েছিল, একটা ছবি বানানোর জন্য আমায় আরও অনেকটা শিখতে হবে। স্কুলজীবনে আমি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম। সেখান থেকেই চরিত্রদের বোঝার ক্ষমতা তৈরি হয়। সেই জ্ঞানই সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে কাজে লাগিয়েছি।'
সিনেমা জগতে পাওয়া খ্যাতি নিয়ে রানা ডগ্গুবতী বলছেন, 'আমি এমন একটা পরিবার পেয়েছি যাঁরা আমায় সবসময় আমায় সাহায্য করে এসেছেন। খ্যাতি আমার কাছে একটা চাকরির মতো। বাড়ি থেকে বেরও, খ্যাতি পাও, পরিচিতি পাও, আবার বাড়ি ফিরে সেই আসল মানুষটা হয়ে যাও। আমি চিরকালই আমার পরিচিতি, খ্যাতিকে একটা চাকরির মতোই মনে করেছি। তাই অভিনেতা হিসেবে রানা আর ব্যক্তিমানুষ হিসেবে রানাকে চিরকাল আলাদা করেছি।' সঞ্চালক প্রশ্ন করেছিলেন, 'খ্যাতির সবচেয়ে খারাপ আর ভাল দিকগুলি কী কী? হাসতে হাসতে রানা ডগ্গুবতী বলেন, 'আমার কাছে খ্যাতির কোনও খারাপ দিক নেই।'
সিনেমার পরিবর্তন নিয়ে রানা ডগ্গুবতী বলেন, 'সিনেমার ভাষা বদলাচ্ছে, সিনেমা বদলাচ্ছে। ছবির সবসময় প্রয়োজন মানুষের সঙ্গে কথা বলা, তার চাহিদাটা বোঝা। আমাদের দেশে অনেক ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে যাঁরা নিজেদের ইন্ডাস্ট্রিতে সিনেমা বানাচ্ছে। তার মধ্যে কিছু সিনেমা সফল হচ্ছে, কিছু হচ্ছে না। এখন নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্ম এসে যাওয়ায় সিনেমা আরও ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছে।'
এবিপি রাইসিং সামিট ২০২৩-এ 'নিউ ইন্ডিয়া' (New India) নিয়ে কথা বলেছিলেন অতিথিরা। ভারতের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা মানুষেরা এসেছিলেন এই সামিটে।
আরও পড়ুন: ABP Rising Summit 2023: মিউজিক কম্পোজার বললেই এখনও প্রশ্ন আসে, কোন ছবিতে কাজ করেছি: রিকি কেজ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)