এক্সপ্লোর
Advertisement
দেখুন: খাদের ধারে বিপজ্জনক স্টান্ট ঈশান খট্টরের
পাহাড়ের কোলে গভীর খাদ, আর সেই খাদের ধারে পাহাড় আঁকড়ে ঝুলে রয়েছেন ঈশান খট্টর।
মুম্বই: পাহাড়ের কোলে গভীর খাদ, আর সেই খাদের ধারে পাহাড় আঁকড়ে ঝুলে রয়েছেন ঈশান খট্টর। ‘ধড়ক’ অভিনেতার ইনস্টাগ্রামে আপলোড করা এই ছবি দেখে বুক কেঁপে উঠতে বাধ্য। নিজের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে হলিউডের স্পাইডারম্যানকে এমন বিপজ্জনকভাবে ঝুলে থাকতে দেখতে অভ্যস্ত মানুষ। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে, কোনোরকম বিশেষ প্রশিক্ষণ বা নিরাপত্তা ছাড়াই অনায়াসে পাহাড়ের গায়ে ঝুলে রয়েছেন বলিউডের এই তরুণ অভিনেতা।
ছবির নিচে তিনি লিখেছেন, ‘৬২২৩ কিলোমিটার ওপরের কোনো এক জায়গায়’। উচ্চতার পরিমাপ শুনে আরও একবার অবাক হওয়ার পালা তাঁর ভক্তদের।
ইশানের এই ছবি নিয়ে কেউ কেউ বলেছেন যে এই ছবি ফটোশপ করে করা। এতো বিপজ্জনক স্টান্টের চেষ্টা করা সম্ভব নয় তাঁর পক্ষে। অনেকে আবার এই ছবিতে ঈশানকে প্রশংসা করেছেন ‘স্পাইডারম্যান’ বলেই। এক অনুরাগী আবার এই ছবিটি ট্যাগ করেছেন টম হল্যান্ড অর্থাৎ স্বয়ং স্পাইডারম্যানের নায়ককেই। বড় ভাই শাহিদ কপূর আর কুনাল খেমুর সঙ্গে সম্প্রতি ছুটি কাটিয়ে ফিরেছেন ঈশান।View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement