Sunny Deol: সফল 'গদর ২'! সেই আবহেও কোটি টাকা প্রতারণা অভিযোগ সানি দেওলের বিরুদ্ধে
Sunny Deol Update: প্রযোজক সৌরভ গুপ্ত সম্প্রতি অভিনেতা সানি দেওলের বিরুদ্ধে প্রতারণা, তোলাবাজি ও জালিয়াতির অভিযোগ আনলেন। কী বলেছেন তিনি?
নয়াদিল্লি: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'গদর ২' (Gadar 2)। পর্দায় বিপুল সাফল্য ও দর্শকের প্রবল ভালবাসা পান সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেলের জুটি, আরও একবার। সেই আবহেই এবার সানি দেওলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন প্রযোজক সৌরভ গুপ্ত (Sorav Gupta)। অভিনেতার বিরুদ্ধে প্রতারণার সাংঘাতিক অভিযোগ আনলেন 'সানডন এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড' প্রযোজক।
সানি দেওলের বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ এনেছেন প্রযোজক?
'সানডন এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড' সংস্থার প্রযোজক সৌরভ গুপ্ত সম্প্রতি অভিনেতা সানি দেওলের বিরুদ্ধে প্রতারণা, তোলাবাজি ও জালিয়াতির অভিযোগ আনলেন। প্রাক্তন রিয়েল এস্টেট ডেভেলপার সৌরভ গুপ্তের দাবি, ২০১৬ সালে একটি সিনেমার জন্য অগ্রিম টাকা নিয়েছিলেন অভিনেতা, বারবার কথা দেন যে কাজ শুরু করবেন, এবং লাগাতার টাকা নিতেই থাকেন। তবে প্রযোজকের অভিযোগ, সম্প্রতি 'গদর ২' ছবির সাফল্যের পর আর নিজের কথা রাখেননি অভিনেতা। পিছিয়ে এসেছেন তাঁর বক্তব্য থেকে।
সম্প্রতি HT সিটিকে সৌরভ গুপ্ত জানিয়েছেন যে ২০১৬ সালে তিনি সানি দেওলের সঙ্গে একটি চুক্তি করেন যে এক সিনেমায় ৪ কোটি টাকা পারিশ্রমিকের বিনিময়ে অভিনয় করবেন। তাঁর দাবি, ১ কোটি টাকা অগ্রিম দেওয়া সত্ত্বেও সেই কাজ শুরু না করে সানি দেওল মন দেন ২০১৭ সালের 'পোস্টার বয়েজ' ছবিতে। প্রযোজকের আরও অভিযোগ যে বারবার সানি দেওল নাকি আরও টাকা চাইতে থাকেন এবং যার ফলস্বরূপ মোট ২.৫৫ কোটি টাকা অভিনেতার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এছাড়াও অভিনেতার বিরুদ্ধে অপর এক পরিচালককে নেওয়া, ফিল্মিস্টান স্টুডিও বুকিং করা এবং একজন এক্সিকিউটিভ প্রোডিউসার নেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগও তোলেন প্রযোজক।
এখানেই শেষ নয়। সৌরভ গুপ্ত জানাচ্ছেন যে ২০২৩ সালে সংস্থার সঙ্গে সেই চুক্তির পুনর্নবীকরণ করেন অভিনেতা। তাঁর কথা অনুযায়ী, সেই চুক্তি পড়ে পরিষ্কার বোঝা যায় যে মাঝের একটি পৃষ্ঠায় অভিনেতা বদল এনেছেন। সেই নতুন পাতায় বদলে দেওয়া হয় অভিনেতার পারিশ্রমিকের পরিমাণ, দাবি প্রযোজকের। ৪ কোটি থেকে পারিশ্রমিক বাড়িয়ে ৮ কোটি টাকা করা হয় এবং লভ্যাংশের ভাগ ২ কোটিতে নামিয়ে আনা হয়, বলে দাবি তাঁর।
১৯৯৯ সালের 'জানওয়ার' ও ২০০৩ সালের 'আন্দাজ'-এর মতো ছবির পরিচালক সুনীল দর্শনও এই বিষয়ে পাশে দাঁড়িয়েছেন প্রযোজকের। তাঁর দাবি, সানি দেওলের সঙ্গে এই একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনিও। সুনীল দর্শনের দাবি, ১৯৯৬ সালে তৈরি তাঁর 'অজয়' ছবির বিদেশে বণ্টনের স্বত্ত্ব ছিল সানি দেওলের। কিন্তু পুরো টাকা তিনি মেটাতে পারেননি বলে দাবি পরিচালকের। তিনি জানান যে পরবর্তীকালে অভিনেতা তাঁকে একটি প্রজেক্টে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেন, এবং তাঁকে আশ্বস্ত করেন 'আমার ওপর বিশ্বাস রাখো, আমাকে সাহায্য করে' বলে, এবং যার জন্য আরও টাকাপয়সার প্রয়োজন পড়ে।
আরও পড়ুন: Zaira Wasim: 'আল্লা ক্ষমা করুক', বাবাকে হারিয়ে আবেগঘন পোস্ট 'দঙ্গল কন্যা'র
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সানি দেওলের দীর্ঘদিন ধরেই এমন নাম রয়েছে যে তিনি কথা দিয়ে কথা রাখেন না। একাধিক প্রযোজকের চুক্তিতে সই করেও তিনি কাজ এগোননি বলে অভিযোগ নাকি রয়েছে তাঁর বিরুদ্ধে। সূত্রের আরও খবর সানি দেওল নাকি 'রাম জন্মভূমি' নামক এক ছবির চিত্রনাট্য তুলে দিয়েছেন এক প্রযোজকের হাতে, যার কারণে সেই সংস্থার তরফে মুম্বইয়ে একটি বিশাল সেটও তৈরি হয়েছে বলে। প্রথমে তিনি নাকি এই প্রজেক্টের জন্য যে টাকা পারিশ্রমিকে রাজি হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে শ্যুটিংয়ের সময় তিনি আসেননি 'গদর ২'-এর সাফল্যের পর বেশি পারিশ্রমিক চেয়ে।
প্রযোজক সৌরভ গুপ্ত জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই অভিনেতা সানি দেওলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন। ৩০ এপ্রিল অভিনেতাকে নোটিস পাঠানো হয়েছে বলেও দাবি, কিন্তু পরে নাকি তিনি একটি চিঠি পাঠিয়ে জানান যে তিনি শহরের বাইরে থাকার জন্য যেতে পারেননি। যদিও এই বিষয়ে অভিনেতা এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।