Zaira Wasim: 'আল্লা ক্ষমা করুক', বাবাকে হারিয়ে আবেগঘন পোস্ট 'দঙ্গল কন্যা'র
Zaira Wasim Father Death: মঙ্গলবার জায়রা লেখেন, 'চোখ ভরে আসছে জলে। হৃদয় বিষণ্ণ। আমার বাবা জাহিদ ওয়াসিম মারা গিয়েছেন। তাঁর জন্য প্রার্থনা করুন আল্লার কাছে যাতে তাঁর মৃত আত্মা শান্তি পায়।
কলকাতা: আমির খানের সঙ্গে 'দঙ্গল' ছবিতে অভিনয়ের মধ্যে দিয়েই সারা দেশজোড়া খ্যাতি পেয়েছিলেন জায়রা ওয়াসিম। তারপর 'সিক্রেট সুপারস্টার' ছবিতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে। আর এত খ্যাতির মাঝেও (Zaira Wasim Father Death) শোকের পাহাড় নেমে আসে তাঁর জীবনে। ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা। বাবা জাহিদ ওয়াসিমকে হারালেন জায়রা। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করে বাবার মৃত আত্মার শান্তিকামনার জন্য নেটিজেনদের কাছে প্রার্থনা জানান জায়রা। বেশ কিছু বছর আগে একটি অনুষ্ঠানে প্রথম জায়রার সঙ্গে তাঁর বাবা জাহিদ ওয়াসিম ও তাঁর মাকেও দেখা গিয়েছিল।
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে জায়রা লেখেন, 'চোখ ভরে আসছে জলে। হৃদয় বিষণ্ণ। কিন্তু তারপরেও আমাদের ঈশ্বরকে সন্তুষ্ট করে এমন কিছু ছাড়া অন্য কথা বলব না। আমার বাবা জাহিদ ওয়াসিম মারা গিয়েছেন। তাঁর জন্য প্রার্থনা করুন আল্লার কাছে যাতে তাঁর মৃত আত্মা শান্তি পায়। আমাদের সমস্ত ত্রুটি-বিচ্যুতি যেন আল্লা ক্ষমা করে দেন, আমার বাবার (Zaira Wasim Father Death) পরলোকের যাত্রা সুগম করে দেন যেন তিনি, বাবার কবর যেন তিনি সুরক্ষিত রাখেন। জান্নতের সর্বোচ্চ স্তরে তিনি যেন মর্যাদা পান। আমরা সকলেই আল্লারই অংশ এবং জীবনের উপান্তে আমরা তারই কাছে ফিরে যাব আবার।'
২০১৬ সালে প্রথম নীতেশ তিওয়ারির 'দঙ্গল' ছবিতে অভিনয় করেন জায়রা ওয়াসিম। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর। কুস্তিগীর মহাবীর সিং ফোগতের ছোট মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন জায়রা ওয়াসিম। আর সেই ছবিতে অভিনয়ের মাধ্যমেই দেশজোড়া খ্যাতি পান জায়রা (Zaira Wasim Father Death)। পরে ২০১৭ সালে 'সিক্রেট সুপারস্টার' ছবিতে অদ্বৈত চন্দনের পরিচালনায় এক মুসলিম তরুণীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। গানের জগতে পারিবারিক বাধা পেরিয়ে তাঁর খ্যাতিলাভ করাই ছিল এই চরিত্রটির মূল কাহিনি। ১৮ বছর বয়সে এসে বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন জায়রা। ২০১৯ সালে সোনালি বসুর ছবি 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছিল জায়রার শেষ অভিনীত ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Menstrual Hygiene: ঋতুস্রাব নিয়ে সচেতনতা বাড়াতে গান বাঁধলেন শ্রেয়া-সুনিধি, বার্তা দিলেন জনসাধারণকে