Mimi Chakraborty on Rath Yatra: রথযাত্রা উপলক্ষ্যে বাড়িতেই পুজো - যজ্ঞের আয়োজন মিমির
দাউ দাউ করে জ্বলছে যজ্ঞের আগুন। মাথায় আঁচল দিয়ে পুজোয় ব্যস্ত অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন রথযাত্রা উপলক্ষ্যে পুজোর বিশেষ ছবি।
কলকাতা: দাউ দাউ করে জ্বলছে যজ্ঞের আগুন। মাথায় আঁচল দিয়ে পুজোয় ব্যস্ত অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন রথযাত্রা উপলক্ষ্যে পুজোর বিশেষ ছবি।
আজ রথযাত্রা। কোভিড সতর্কতায় এবারও ছন্দহীন পুরীর রথ। ভক্তশূন্যকার্যত ফাঁকা রাস্তায় গড়ায় রথের চাকা। প্রথা মেনে যাবতীয় আচার পালন হলেও, চেনা ছন্দ দেখা গেল না নীলাচলে। নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ।ঝকঝকে রোদ্দুর। বঙ্গোপাসাগরের ভেজা বাতাস ছুঁয়ে যাচ্ছে শরীর। প্রকৃতি সমস্ত আয়োজন করে রাখলেও করোনাকালে অচেনা ছবি পুরীর। দুনিয়ার নজর কাড়ত পুরীর রথের বিপুল ভক্ত সমাগম। তিল ধারনের ঠাঁই থাকত না। একবার রথের রশি ছোঁওয়ার জন্য ভক্তদের মধ্যে পড়ে যেত হুড়োহুড়ি। কিন্তু করোনা আবহে সেই রঙিন ক্যানভাসে এখন শুধুই শূন্যতা! পুরীর মতই অচেনা ছবি ধরা পড়ল মাহেশ থেকে শুরু করে মহিষাদল, মায়াপুর ও অন্যান্য জায়গাতেও।
আজ বাড়িতেই বিশেষ পুজোর আয়োজন করেন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই ছবি। টলিপাড়ার সদস্য থেকে অনুরাগী, মিমির কমেন্টবক্সে সাধুবাদ জানান সকলেই। তবে জলপাইগুড়ি জাননি মিমি। তাঁর কলকাতার বাড়িতেই আয়োজন করা হয়েছিল পুজোর।
গতকালই একটু নতুন ভিডিও শেয়ার করেন নায়িকা। নতুন ভিডিতে দেখা গেল আম খেতে মশগুল নায়িকা। বললেন, 'লোকে কীভাবে ভালোভাবে আম খায় জানি না। আমি আসলে খেতে হয় আঁটি নিয়ে।' এই বলেই খোসা থেকে আম ছাড়িয়ে খেতে ব্যস্ত হয়ে পড়েন মিমি। ক্যাপশানে লেখা থাকল, 'আমি ঠিক এইভাবেই আম খাই। আর আপনি?' মিমির ছবিতে মজার কমেন্ট করেন টলিউডের তারকারা। মিমির ছবিতে স্মাইলি পোস্ট করেন আবীর চক্রবর্তী। রামকমল মুখোপাধ্যায় লেখেন, 'আচ্ছা, জানতে পেরে আনন্দিত হলাম।' ভিডিওর শেষে লেখা, 'আম খাও, সব ভুলে যাও'।
একদিকে কড়া শরীরচর্চা, অন্যদিকে পছন্দের খাওয়া দাওয়া। এই দুয়ের মধ্যে দিব্যি সামঞ্জস্য রেখে চলেন এই নায়িকা। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মিমি অনুরাগীদের কথা দিয়েছিলেন, প্রকাশ্যে আনবেন তাঁর কিছু গোপন কথা। সেই কথা রেখে চিট ডে'-র 'সিক্রেট ভিডিও' প্রকাশ করেছিলেন মিমি। গতকাল প্রকাশ্যে এনেছেন সেই সিরিজের দ্বিতীয় ভিডিও। অনুরাগীদের জানালেন, কোন ফল সবচেয়ে প্রিয় তাঁর।