Mimi Chakraborty Update: 'মিমির সিক্রেট'? কোন গোপন কথা স্বীকার করলেন নায়িকা?
একদিকে কড়া শরীরচর্চা, অন্যদিকে পছন্দের খাওয়া দাওয়া। এই দুয়ের মধ্যে দিব্যি সামঞ্জস্য রেখে চলেন এই নায়িকা। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মিমি অনুরাগীদের কথা দিয়েছিলেন, প্রকাশ্যে আনবেন তাঁর কিছু গোপন কথা। সেই কথা রাখতেই আজ নিজের প্রথম 'সিক্রেট ভিডিও' প্রকাশ করলেন মিমি। ছোট ভিডিওতে দেখা গেল, কেমন করে কাটে মিমির 'চিট ডে'।
কলকাতা: একদিকে কড়া শরীরচর্চা, অন্যদিকে পছন্দের খাওয়া দাওয়া। এই দুয়ের মধ্যে দিব্যি সামঞ্জস্য রেখে চলেন এই নায়িকা। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মিমি অনুরাগীদের কথা দিয়েছিলেন, প্রকাশ্যে আনবেন তাঁর কিছু গোপন কথা। সেই কথা রাখতেই আজ নিজের প্রথম 'সিক্রেট ভিডিও' প্রকাশ করলেন মিমি। ছোট ভিডিওতে দেখা গেল, কেমন করে কাটে মিমির 'চিট ডে'।
চুল বাঁধতে বাঁধতে বা মেক আপ করার সময়, ডায়েটের চিট ডে-তে মিমির সামনে থাকে পিৎজার প্লেট! মিমি জানাচ্ছেন, তাঁর সবচেয়ে প্রিয় খাবার পিৎজা। ভিডিওতে দেখা যাচ্ছে, গোটা এক প্লেট পিৎজা অনায়াসেই খেয়ে শেষ করে ফেলছেন তিনি। আবার মজার ছলে মিমিকে বলতেও শোনা গেল, 'পিৎজা খাবেন পিৎজা'। ভিডিও আপলোড করে নায়িকা লিখলেন, 'এক নম্বর গোপন কথা - পিৎজাই জীবন।' সেই সঙ্গে মিমি লেখেন, আমি জাঙ্ক ফুড খাওয়ার কথা বলছি না। আমি নিজেও যে এরকম খাবার রোজ খাই তা নয়। আমি কেবল আমার চিট ডে-র দিনই এইভাবে খাই।'
লকডাউনে গৃহবন্দি থেকেও সবসময় ভালো থাকার কথা বলেছেন, লিখেছেন মিমি চক্রবর্তী। অনুরাগীদের দিয়েছেন মন ভালো রাখান বিভিন্ন টিপসও। বাড়িতে বসেই আপাতত প্রিয় পোষ্যদের সঙ্গেই সময় কাটছে তাঁর। আর এর মধ্যেই নিজের লুক নিয়ে একটু কাটাছেঁড়া করেছেন সাংসদ। একেবারে নতুন লুকে অনুরাগীদের চমকে দিয়েছেন মিমি। নতুন হেয়ার স্টাইল করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই ছবি। লকডাউনে বাড়িতে বসেই হেয়ারস্টাইল বদলে ফেলেছেন মিমি। নতুন ‘ব্যাংস’ নিয়ে ঝলমলে ছবি শেয়ার করেছেন সাংসদ। নরম রোদে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের লম্বা চুলের হেয়ারস্টাইল বদলেছেন মিমি। আর তাঁর নতুন স্টাইলে মুগ্ধ সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরাও। মিমির ছবিতে ইশা সাহা লিখেছেন, 'ব্যাংস'! দুটি হার্ট সাইন দিয়েছেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করেছিলেন মিমি। বাড়িতে নতুন সদস্য এসেছে তাঁর। চিকুর স্মৃতিতে মিমি এই খুদের নাম রেখেছেন চিকু জুনিয়র। মাত্র ৪০ দিন বয়সের এই কুকুরটি মিমিকে উপহার দিয়েছেন তাঁর বন্ধুরাই।