Saif-Kareena's Newborn Son: প্রত্যেক দশকে বাবার একজন করে সন্তান আছে, খুনসুটি সারার
চলতি বছরের ২১ ফেব্রুয়ারি পরিবারে এসেছে নতুন সন্তান। দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন করিনা কপূর ও সেফ আলি খান। তবে সন্তানের নাম বা ছবি এখনও কিছুই প্রকাশ করেননি সইফিনা। খান পরিবারেন নতুন অতিথির সঙ্গে দেখা করতে এসেছিলেন সেফের প্রথম পক্ষের কন্যা সারা আলি খান। করিনার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক তাঁর। একরত্তিকে দেখে কেমন লাগল সারার? নিজেই জানালেন তিনি।
মুম্বই: চলতি বছরের ২১ ফেব্রুয়ারি পরিবারে এসেছে নতুন সন্তান। দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন করিনা কপূর ও সেফ আলি খান। তবে সন্তানের নাম বা ছবি এখনও কিছুই প্রকাশ করেননি সইফিনা। খান পরিবারেন নতুন অতিথির সঙ্গে দেখা করতে এসেছিলেন সেফের প্রথম পক্ষের কন্যা সারা আলি খান। করিনার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক তাঁর। একরত্তিকে দেখে কেমন লাগল সারার? নিজেই জানালেন তিনি।
সেফ ও করিনার ছেলেকে দেখে এসে সারা জানান, একরত্তি খুব মিষ্টি। আশা করি ও সবার জীবনে সুখ ও শান্তি নিয়ে আসবে। এই শিশু বাবা সেফ ও মা করিনার জীবন আনন্দে ভরিয়ে তুলবে। সেই সঙ্গে মজার ছবি সারা বলেন, এই দিয়ে চতুর্থবার বাবা হলেন সেফ। প্রত্যেক দশকেই তাঁর একজন করে সন্তান আছে। ২০২০ সালে সারার জন্মদিনের দিনই সেফ ও করিনা জানিয়েছিলেন, পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। অন্তঃস্বত্তা করিনা। সেই খবরে খুশি হয়েছিলেন সবাই। সারা আরও জানিয়েছেন, একরত্তি তাঁকে দেখে মিষ্টি হেসেছিল। আর সেই হাসিতেই গলে গিয়েছেন তিনি।
নতুন সন্তানের ছবি বা নাম কিছুই অনুরাগীদের জানাননি করিনা ও সেফ। হয়ত তৈমুরের ক্ষেত্রে তিক্ত অভিজ্ঞতা ও সমালোচনা থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মাদার্স ডে তে একরত্তিকে কোলে নিয়ে ছবি শেয়ার করেছিলেন করিনা। কিন্তু সেই ছবিতে বোঝা যায়নি সন্তানের মুখ। অনেকেই চেয়েছিলেন তাঁদের সন্তানের মুখ দেখতে। কিন্তু এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ার সামনে একরত্তিকে সামনে আনতে নারাজ সইফিনা।
সম্প্রতি কর্মক্ষেত্রে একটি নতুন বিতর্কে জড়িয়ে পড়েন করিনা। সূত্রের খবর, পর্দায় আসছে চলেছে রামায়ণ। আর সেই ছবিতে সীতার চরিত্রে অভিনয় করার কথা ছিল করিনা কপূরের। সূত্রের খবর, সীতার চরিত্রে অভিনয় করার জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়ে বসেন করিনা। এর ফলে কার্যত বিপদে পড়ে যান পরিচালক থেকে শুরু করে প্রযোজকেরা। করিনাকে ছবি থেকে বাদ দেওয়ারই সিদ্ধান্ত নেন তাঁরা। ই খবর চাউর হতেই নেটাগরিকদের রোষের মুখে পড়েন করিনা কপূর। অনেকেই লেখেন, সীতার চরিত্রে অভিনয় করার জন্য অত্যাধিক টাকা চেয়ে তিনি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন। একাধিক পোস্টের ফলে ট্যুইটারে ট্রেন্ডিং হয় বয়কট করিনা কপূর খান হ্যাশট্যাগও।