Shah Rukh Khan Buys A Fancy SUV: নিজেকে ১০ কোটি মূল্য়ের উপহার দিলেন কিং খান
Shah Rukh Khan: আবারও খবরের শিরোনামে উঠে এলেন বলিউড বাদশা।
কলকাতা: ইতিমধ্য়েই দেশ ও বিদেশের ভক্তদের মন জয় করেছে শাহরুখ খান, দিপীকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ছবি 'পাঠান'। ছবিটি মুক্তি পেয়েছে ওটিটিতেও। আর এবার প্রকাশ্য়ে এল নয়া খবর। শোনাযাচ্ছে, এই ছবির আকাশছোঁয়া সাফল্য়ের পর নিজের জন্য় ১০ কোটির উপহার কিনলেন কিং খান। কী সেই উপহার?
বলিউড সূত্রে খবর, সম্প্রতি ১০ কোটি মূল্য়ের একটি এসইউভি (SUV) কিনেছেন বলিউড বাদশা। অর্থাৎ,মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ এবং অডির পর কিং খানের গ্য়ারেজে জায়গা হল আরও একটি নতুন গাড়ির।
পাঠানের সাফল্যের পর, শাহরুখ খান 10 কোটি টাকা মূল্যের একটি অভিনব SUV কিনেছেন বলে জানা গেছে
শাহরুখ খানের মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ এবং অডি থেকে মডেলের একটি চিত্তাকর্ষক সংগ্রহ রয়েছে। রোলস-রয়েস কুলিনান ব্ল্যাক ব্যাজ এসইউভি গাড়িটির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।
জানাযাচ্ছে, শাহরুখ খানকে মুম্বইয়ের রাস্তায় এই গাড়ি চালাতে দেখা গেছে। SRK-এর নতুন গাড়ির বাইরের অংশে এ আর্কটিক সাদা এবং ভিতরে সাদা চামড়া রয়েছে। অধিকন্তু, এটি স্বতন্ত্র '0555' লাইসেন্স প্লেট বৈশিষ্ট্যযুক্ত।
খবর অনুযায়ী, অভিনেতাকে সবেমাত্র রাতে মুম্বাইয়ে তার একেবারে নতুন গাড়ি চালাতে দেখা গেছে। SRK-এর নতুন গাড়িটি সাদা রঙের। ও এটি স্বতন্ত্র '0555' লাইসেন্স প্লেট বৈশিষ্ট্যযুক্ত।
আরও পড়ুন...
প্রসঙ্গত, ২৫ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান'। প্রথম দিনের ভোরের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। ভারতের দুই ব্লকবাস্টার ছবি 'কেজিএফ ২' (KGF Chapter 2) ও 'বাহুবলী ২' (Baahubali 2) ছবিকে পিছনে ফেলে দিয়েছিল 'পাঠান'। রেকর্ড গড়ে, মুক্তির পাঁচ দিনের মধ্যেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল এই ছবি। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছিলেন যে 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবির হিন্দি সংস্করণ সপ্তম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অন্যদিকে 'বাহুবলী ২' হিন্দি সংস্করণ অষ্টম দিনে ও আমির খানের 'দঙ্গল' দশম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অর্থাৎ সেই হিসেবেও নতুন মাইলফলক 'পাঠান'-এর। সবচেয়ে দ্রুত ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করা হিন্দি ছবি ছিল এটি।
জানা যায়, ভারতের গণ্ডি পেরিয়ে মোট উনিশটি দেশের প্রেক্ষাগৃহে চলছে পাঠান, যার মধ্য়ে রয়েছে, USA, কানাডা, UAE, KSA, ওমান, কাতার, বাহরাইন, মিশর, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, মরিশাস, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া এবং তানজানিয়া।