এক্সপ্লোর
Advertisement
তনুশ্রী-নানা বিতর্ক: বিগ বস নির্মাতাদের হুমকির পর দুষ্কৃতীদের সঙ্গেই ছবি..অবাক স্বারার প্রশ্ন, গুন্ডাদের সঙ্গে ছবি কেন?
মুম্বই: প্রতিদিনই স্বারা ভাস্কর-নানা পাটেকর বিতর্ক নতুন দিকে ঘুরছে। বলিউড ইন্ডাস্ট্রির নতুন নতুন লোক একে একে তনুশ্রী দত্তের সমর্থনে সওয়াল করছেন। এমএনএস নেতা দীপক কেসরকর প্রথমে নানা পাটেকরকে সমর্থনের পর ২৪ ঘণ্টার মধ্যে অন্যরকমের বিবৃতি দিচ্ছেন। তনুশ্রীকে পুলিশে অভিযোগ দায়ের করতে বলছেন, নিরপেক্ষ তদন্তের অশ্বাস দিয়ে। এদিকে বিগ বস হাউসে ঢুকতে পারেন বিতর্কিত অভিনেত্রী। এমন খবর রটে যাওয়ার পর এমএনএস সমর্থকেরা রিয়েলিটি শোয়ের লোনাভোলার অফিসে গিয়ে হুমকি দিয়ে আসে। তাঁরা যদি তনুশ্রীকে সুযোগ দেন, তাহলে ভাঙচুর হয়ে যাবে সেটে। এরপর দেখা যায়, সেই সমস্ত দুষ্কৃতীদের সঙ্গেই ছবি তুলছেন শোয়ের আয়োজকরা। সেই ছবি দেখেই অবাক স্বারা ভাস্কর।
স্বারার প্রশ্ন এটা কি মজা হচ্ছে? তাঁর স্পষ্ট প্রশ্ন, যে দুষ্কৃতীরা ভাঙচুরের হুমকি দেয়, তাদের সঙ্গে কীভাবে শোয়ের আয়োজকরা ছবি তুলতে পারেন? স্বারাই প্রথম তনুশ্রীকে প্রকাশ্যে সমর্থন করেন, যখন তিনি নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন।IS THIS A JOKE?????? Or are we now just okay with institutionalised hooliganism?????? And who takes pictures with the goons that threaten vandalism????? WHAT IS WRONG WITH US GUYS??!???? https://t.co/dL8gZvlYAR
— Swara Bhasker (@ReallySwara) October 4, 2018
সম্প্রতি এএনআই তাদের টুইটার হ্যান্ডেলে একটি ছবি দেন। সেখানেই দেখা যায় মহারাষ্ট্র নব নির্মান সেনার সমর্থকেরা বিগ বস আয়োজকদের হাতে একটি চিঠি তুলে দিচ্ছেন। সেই চিঠিটা বাস্তবে একটি হুমকি চিঠি। স্বারার সেই ছবি দেখেই প্রশ্ন, কীভাবে হুমকি চিঠি দিতে আসা দুষ্কৃতীদের সঙ্গে ছবি তোলা সম্ভব? সবটাই কি তামাশা হচ্ছে!#IBelieveYouTanushreeDutta https://t.co/slMxDwcGWx
— Swara Bhasker (@ReallySwara) September 27, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement