Abhishek-Aishwarya Divorce Rumours: বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই 'দ্য আর্চিস' প্রিমিয়ারে পাশাপাশি অভিষেক-ঐশ্বর্যা, সঙ্গে গোটা পরিবার
'The Archies': দিদির ছেলে পা রাখছে অভিনয় জগতে, স্বাভাবিকভাবেই অভিষেক বচ্চন থাকবেন সেখানে। কিন্তু বিচ্ছেদের গুজব যখন চরমে তখন ননদের ছেলের প্রথম কাজে তাঁকে সাপোর্ট করতে হাজির হলেন বলি-সুন্দরী ঐশ্বর্যাও।
নয়াদিল্লি: বলিউডে জোর গুঞ্জন, ঘর ভাঙছে অভিষেক বচ্চনের (Abhishek Bachchan)। শোনা যাচ্ছিল অভিষেক ও ঐশ্বর্যার (Aishwarya Rai Bachchan) সম্পর্কের তিক্ততা এমনই চরমে পৌঁছেছে যে 'জলসা' (Jalsa) ছেড়ে মায়ের কাছে থাকতে শুরু করেছেন বলিউড অভিনেত্রী। কিন্তু গতকাল, 'দ্য আর্চিস' ছবির প্রিমিয়ারেই ('The Archies' Premiere) কেমন যেন ওলটপালট হয়ে গেল সব হিসেব। অগস্ত্য নন্দর (Agastya Nanda) ডেবিউ ছবির প্রিমিয়ারে একফ্রেমে ধরা দিল গোটা বচ্চন পরিবার।
'দ্য আর্চিস' ছবির প্রিমিয়ারে একসঙ্গে দেখা গেল গোটা বচ্চন পরিবারকে
কালো পোশাকে অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, তাঁদের মেয়ে আরাধ্যা বচ্চন। বউমার পাশে দাঁড়িয়েই পোজ দিলেন অমিতাভ বচ্চন। ফ্রেমে রইলেন বচ্চন-পত্নী ও অভিনেত্রী জয়া বচ্চন। ছিলেন অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন, তাঁর ছেলে ও ছবির অভিনেতা অগস্ত্য নন্দ, মেয়ে নভ্যা নভেলি নন্দ।
দিদির ছেলে পা রাখছে অভিনয় জগতে, স্বাভাবিকভাবেই অভিষেক বচ্চনের জন্য খুবই স্পেশাল ইভেন্ট, কিন্তু বিচ্ছেদের গুজব যখন চরমে তখনই হঠাৎ ননদের ছেলের প্রথম কাজে তাঁকে সাপোর্ট করতে হাজির হলেন বলি-সুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন। শুধু তাইই নয়, গোটা পরিবারের সঙ্গে দাঁড়িয়ে পোজ দিলেন ছবির জন্য।
যদিও এই ইভেন্টের ছবি ও ভিডিও ভাইরাল হতেই অনেক নেটিজেনের দাবি, এখনও পরিষ্কার যে তাঁদের বিচ্ছেদ হবে। কেউ কেউ মন্তব্য করলেন ঐশ্বর্যা ও আরাধ্যাকে বাকিরা যেন একটু এড়িয়ে চলছেন। তবে এক নেটিজেন লেখেন, 'এই সবকিছুর মধ্যে কালো ড্রেসে আরাধ্যাকে খুব সুন্দর দেখাচ্ছে'। একজন লেখেন, 'আমি ভীষণভাবে চাইছি যেন অভিষেক ও ঐশ্বর্যার বিচ্ছেদ না হয়।'
'দ্য আর্চিস' ছবির প্রিমিয়ার
জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস' ছবি নেটফ্লিক্সে মুক্তি পাবে আগামী ৭ ডিসেম্বর। এই ছবির হাত ধরে অভিনয়ে পথচলা শুরু করলেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। এদিনের ইভেন্টে হাজির হয়েছিল গোটা 'খান'দান। শাহরুখ খান, গৌরী খান, আরিয়ান ও আব্রামের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুললেন সুহানা। একইসঙ্গে এই ছবির হাত ধরে অভিনয়ে ডেবিউ হল শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্য নন্দরও। এছাড়াও 'দ্য আর্চিস' ছবির হাত ধরে বলিউডে পাচ্ছে আরও এক তারকা কন্যাকে। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কপূরের ছোট মেয়ে খুশি কপূরও অভিনয়ে পা রাখছেন এই ছবির হাত ধরেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।