Mamata Banerjee : 'বাংলায় এসে সিনেমা করুন, কী নেই এখানে' ফিল্ম ফেস্টিভ্যালের আহ্বান মুখ্যমন্ত্রীর, সলমনের পাল্টা বার্তা
KIFF : মুখ্যমন্ত্রীর যে প্রশ্নের উত্তরে ভাইজান জানান, 'শুটিং করতে নিশ্চয়ই ফেরৎ আসব।'
কলকাতা : সলমন খান (Salman Khan), অনিল কপূর, শত্রুঘ্ন সিনহা থেকে মহেশ ভট্ট। ২৯ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের (Kolkata International Film Festival) উদ্বোধনের মঞ্চে কলকাতার পরিচালক, অভিনেতাদের পাশাপাশি বসেছিল মুম্বইয়ের চলচ্চিত্র জগতেরও চাঁদের হাট। আর যে অনুষ্ঠানেই বলিউডকে বাংলায় আসার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী বঙ্গে এসে সিনেমার শুটিং করার জন্য শুধু ডাকই দিলেন না মঞ্চ থেকেই হাসিল করে নিলেন ভাইজানের আশ্বাসও। ভাইফোঁটায়, পরের চলচ্চিত্র যজ্ঞের মঞ্চে আসার পাশাপাশি বাংলায় এসে তিনি সিনেমার শুটিং করবেন কি না, সেটা সলমনের খানের কাছে জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর যে প্রশ্নের উত্তরে ভাইজান জানান, 'শুটিং করতে নিশ্চয়ই ফেরৎ আসব।'
কিফের উদ্বোধনী মঞ্চে বলিউডের তারকাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর আহ্বান, 'ফিল্ম করো বেঙ্গল মে। বাংলায় এসে সিনেমা করুন। কী নেই এখানে। দার্জিলিং, কালিম্পং, মিরিক থেকে শত্রুঘ্ন জি-র আসানসোল। যেখানে ইচ্ছা এসে সিনেমার শুটিং করুন।' বাংলার ফিল্ম ইন্ড্রাস্ট্রিকে প্রোমোট করার বার্তা দেওয়ার পাশাপাশি কিছুদিন আগে হয়ে যাওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সিনেমা জগতকে শিল্প হিসেবে তুলে ধরার কাজ পশ্চিমবঙ্গ সরকার করেছে বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনের মঞ্চে বিভিন্ন মুডে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। কখনও সলমন খানের সঙ্গে মঞ্চে নাচে তালে পা মিলিয়েছেন, কখনও আবার 'বাংলা ভয় পায় না, কারোর কাছে নত হবে না' বলে চেনা মেজাজে রাজনৈতিক বার্তাও দিয়েছেন। তার সঙ্গে দেখা গিয়েছে সিনেমাপ্রেমী মুখ্যমন্ত্রীকেও। অনিল কপূরকে তিনি যেমন জানান, 'ওয়ান টু থ্রি ফোর গানটা শুনেছি।'
বলিউডের পাশাপাশি টলিউডের কাজ ও কলাকুশলীদেরও প্রশংসায় মেতে ওঠেন মুখ্যমন্ত্রী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতাজির চরিত্রে অভিনীত গুমনামি বাবা সিনেমাটি দেখে যে তাঁর খুবই ভাল লেগেছে, সে কথা মঞ্চে দাঁড়িয়েই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেবের বাঘাযতীন সিনেমাও সময় পেলেই তিনি দেখবেন বলেই জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- নেচে উঠলেন সলমন-অনিলরা, পা মেলালেন মুখ্যমন্ত্রী! জমজমাট উদ্বোধন KIFF-র
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।