Ajay Devgan Tabu: নীরজ পাণ্ডের ব়োম্য়ান্টিক থ্রিলারে অজয়-তব্বু, কবে থেকে শুরু হচ্ছে শ্য়ুটিং?
Ajay Devgan Tabu: এই নিয়ে দশম ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগন ও তব্বুকে।
কলকাতা: সামনেই মুক্তি পাবে অজয় দেবগণ (Ajay Devgan)-এর নতুন ছবি ভোলা (Bhola)। এই ছবির হাত ধরেই ফের বড়পর্দায় জুটি বাঁধলেন অজয় দেবগণ (Ajay Devgan) ও তব্বু (Tabbu)। 'ভোলা' ছবিটি অজয় দেবগণ পরিচালিত চতুর্থ ছবি। এই ছবি এক অকুতোভয় বাবার গল্প বলবে যে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে। ড্রাগ মাফিয়া, দুর্নীতিগ্রস্ত ফোর্স ইত্যাদি ভোলাকে আটকানোর বহু চেষ্টা করলেও সে নিজে একজন যোদ্ধা। ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ভোলা'। ছবিটি পুরোপুরি অ্যাকশন ঘরানার। আর এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। শোনাযাচ্ছে, পরিচালক নীরজ পাণ্ডের মিউজিক্য়াল ড্রামা 'অরও মে কাহান দম থা' তে দেখা মিলতে চলেছে এই ডুয়োর।
সূত্রের খবর অনুয়ারী, ইতিমধ্য়েই শ্য়ুটিং শুরু করে দিয়েছে ছবির টিম। তবে অজয় দেবগণ (Ajay Devgan) ও তব্বু (Tabbu) শ্যুটিং-এ যোগ দেবেন এপ্রিলের প্রথম সপ্তাহে। ছবিটির শুটিং চলবে লখনউ এবং মুম্বইয়ের বিভিন্ন লোকেশানে।
আরও পড়ুন...
Jimmy Shergill: হিন্দি ছবিতে ডেবিউ বাঙালি পরিচালকের, সিরিয়াল কিলারের রহস্য সমাধানে জিমি শেরগিল
প্রসঙ্গত, অজয় দেবগণ (Ajay Devgan) আসন্ন ছবি 'ভোলা' নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, 'আমার মনে হয়. আমার কোনও কথা বলার আগে মানুষের নিজেদের ছবিটা দেখা উচিত, অ্যাকশন দেখা উচিত, অনুভব করা উচিত। ছবির বিষয়বস্তুর মধ্যে দিয়ে একেবারে বাস্তবচিত্রকে তুলে ধরা হয়েছে। গ্রামীণ ভারতের একটা চিত্র ফুটে উঠবে ছবির মধ্যে দিয়ে। ছবির অ্যাকশন দৃশ্যগুলো ভীষণ চটজলদি ও নিখুঁত। সেইসঙ্গে সমস্ত অ্যাকশনকে বিশ্বাসযোগ্য করে তোলারও চেষ্টা করা হয়েছে। আমি নিজে অনেক অ্যাকশন করেছি। আমি আমার বাবা ভীরু দেবগণের কাছে অ্যাকশনের প্রস্তুতি নিতাম একসময়। এই ধরণের স্টান্ট করার চ্যালেঞ্জ নিতে আমি ভালবাসি।' সিনেপ্রেমীরা এবিষয়ে অবগত থাকবেন যে, এই ছবির টিজারেই ছবির পুরো কাস্টের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল ছবির টিম। তব্বুকে এই ছবিতে দেখা যাবে পুলিশের চরিত্রে। এছাড়া মুখ্য খলনায়কের চরিত্রে দেখা যাবে দীপক ডোব্রিয়ল। ধূসর চরিত্রের পুলিশ হিসেবে দেখা যাবে সঞ্জয় মিশ্রকে। এছাড়া ছবিতে দেখা যাবে বিনীত কুমার, গজরাজ রাও সহ বলিউডের একাধিক নামীদামী শিল্পীদের।
আশা করা হচ্ছে দীপাবলির সময়ে মুক্তি পাবে অজয় দেবগণ (Ajay Devgan) ও তব্বু (Tabbu) অভিনীত এই ছবি।