Jimmy Shergill: হিন্দি ছবিতে ডেবিউ বাঙালি পরিচালকের, সিরিয়াল কিলারের রহস্য সমাধানে জিমি শেরগিল
Jimmy Shergill Film: ছবির গল্প কিছুটা এমন, বছর ৪২-এর এক গোয়েন্দা অমর সিংহ। লন্ডন পুলিশ মেটে কর্মরত তিনি। তাঁর গোটা কর্মজীবনে মাত্র একটি কেস তিনি সমাধান করতে পারেননি
![Jimmy Shergill: হিন্দি ছবিতে ডেবিউ বাঙালি পরিচালকের, সিরিয়াল কিলারের রহস্য সমাধানে জিমি শেরগিল Jimmy Shergill: Sudipto Sarkar's new Hindi film OPERATION MAYFAIR casting Jimmy Shergill is ready for its theatrical release Jimmy Shergill: হিন্দি ছবিতে ডেবিউ বাঙালি পরিচালকের, সিরিয়াল কিলারের রহস্য সমাধানে জিমি শেরগিল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/24/966f410da7d3cbdd1a8d4275d1e6efd1167965935883249_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মুক্তির অপেক্ষায় সুদীপ্ত সরকারের (Sudipta Sarkar)-এর নতুন হিন্দি ছবি 'অপরেশন মেফেয়ার' (OPERATION MAYFAIR)। ছবিটির মুখ্যভূমিকায় রয়েছেন জিমি শেরগিল (Jimmy Shergill), অঙ্কুর ভাটিয়া (Ankur Bhatias), বৈদিকা দত্ত (Vedieka Dutt), ঋতিকা ছেব্বর (Hritiqa Chheber) ও বেদান্ত সরকার (Vedant Sarkar)।
ছবির গল্প কিছুটা এমন, বছর ৪২-এর এক গোয়েন্দা অমর সিংহ। লন্ডন পুলিশ মেটে কর্মরত তিনি। তাঁর গোটা কর্মজীবনে মাত্র একটি কেস তিনি সমাধান করতে পারেননি। সেটি হল অপরেশন মেফেয়ার'। এই কেস এক রহস্যময় সিরিয়াল কিলারের। ২০২০ সালের পর থেকে লন্ডন শহরে তার আনাগোনা শুরু হয়েছিল। বেছে বেছে কেবল মহিলাদেরই টার্গেট করত সে। কিন্তু খুনের পর কখনও কোনও প্রমাণ পাওয়া যেত না। কিছু ধরা পড়ত না ফরেন্সিক টেস্টেও।
এই কেস সমাধান না করার ব্যর্থতা মেনে নিতে পারেননি দুঁদে গোয়েন্দা অমর সিংহ। চাকরি থেকে অবসর নিয়ে পড়াশোনা ও অধ্যাপনায় মন দেন তিনি। কিন্তু এই সিরিয়াল কিলারের খুনের প্রবণতা থামেনি। কয়েক বছর পরে, আবার একইরকম একটি খুনের ঘটনা ঘটিয়ে ফেলে সে। সেই এখই পদ্ধতিতে খুন আর এবারও কোনও চিহ্ন নেই। পুলিশ ডিপার্টমেন্ট থেকে ফের ডাক পড়ে অমরের।
পুলিশ অফিসার লিসা ভার্মা ও মনোবিজ্ঞানী সোনিয়া কপূরের সঙ্গে এই মামলার তদন্ত শুরু করেন অমর। এই মামলার ফরেন্সিক তদন্তের দায়িত্ব পড়ে কেভিন ডাকোস্টার ওপর। এরপর গতি পায় তদন্ত। হত্যাকারীর সন্ধান করার পাশাপাশি গোয়েন্দার ওপর আসতে থাকে রাজনৈতিক মহল থেকে চাপও। নির্দেশ আসে তদন্ত শেষ করার।
ঘটনাচক্রে অমরকে খুন করার জন্যও লোক পাঠায় খুনি কিন্তু তাকে প্রাণে বাঁচায় লিসা। শেষমেষ একটি খুনে ভুলবশত একটি প্রমাণ ফেলে যায় খুনি। তার ওপর ভিত্তি করেই খুনিকে ধরার কাজে ঝাঁপিয়ে পড়ে অমর। ঠিক কোন পথে তদন্ত এগিয়ে যাবে ও সমাধান হবে এই রহস্যের উত্তর মিলবে সিনেমার পর্দায়।
আগামী ২৪ মার্চ মুক্তি পাবে এই ছবি। পরিচালক বলছেন, 'রহস্য গল্পের প্রেক্ষাপটে সমাজের ছবিকে তুলে ধরতে চেয়েছি আমি। এটা আমার হিন্দি ডেবিউ ফিল্ম। আমি টি সিরিজ ও আমার সমস্ত সহ অভিনেতা অভিনেত্রীদের কাছে কৃতজ্ঞ। এই ছবির মধ্যে একটি টান টান রহস্যকে ফুটিয়ে তোলা হয়েছে।'
আরও পড়ুন: Nusrat Faria: বাবা যাদবের পরিচালনায় সমুদ্র সুন্দরী নুসরত, সঙ্গী বিদেশি ব়্যাপার!
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)