এক্সপ্লোর
অক্ষয় বলিউডের সবথেকে অকৃত্রিম নায়ক, আলিয়া ভট্টের সার্টিফিকেট

মুম্বই: বয়ফ্রেন্ডের মোবাইলের পাসওয়ার্ড তাঁর জানা। ১৮ থেকে ৫০- যে কোনও বয়সের পুরুষ বয়ফ্রেন্ড হতে পারেন, তবে ৫০-ই বেশি পছন্দ। এক সংবাদপত্রে এমনই হটকে, খোলামেলা সাক্ষাৎকার দিয়েছেন আলিয়া ভট্ট। আলিয়াকে প্রশ্ন করা হয়, কে বলিউডের সবথেকে জেনুইন বা অকৃত্রিম অভিনেতা। এক কথায় তাঁর উত্তর, অক্ষয় কুমার। আলিয়ার গুগল সার্চ তো রীতিমত চমকপ্রদ। কিছুদিন আগে ইউরোপে গিয়ে দোসা খেতে ইচ্ছে হয় তাঁর। কিন্তু গুগলে সার্চ দিয়ে তেমন কিছু পাননি। এখন মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে উঠে গেছেন তিনি। বাথরুমের সাদা টাইলস নোংরা হয়ে যাওয়ায় তিনি আবার গুগল সার্চ মারেন, কী করে ছোট ছোট ছ’কোণা টাইলস থেকে দাগ মুছে ফেলা যায়। গুগল কী উত্তর দেয়, জানা নেই, তবে জবাবটা আসে ঘর থেকেই, তাঁর মায়ের কাছ থেকে। দিদির ওয়ার্ডরোব থেকে জিনিসপত্র চুরি করতেও সিদ্ধহস্ত আলিয়া। একবার অত্যন্ত মূল্যবান মুদ্রার সংগ্রহ ওয়ার্ডরোব থেকে সরিয়ে ফেলেন তিনি। এমনকী ঘুমোনোর জন্য একবার অ্যাড ফিল্মের সেট থেকে বালিশ চুরিও করেছিলেন!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















