বন্ধু সাজিদের অনুরোধ, পারিশ্রমিক ২০ কোটি কমিয়ে ৯৯-তে সায় অক্ষয় কুমারের
সাধারণত, ১১০ থেকে ১২০ কোটি টাকার মধ্যে ঘোরাফেরা করে অক্ষয়ের পারিশ্রমিক
মুম্বই: দীর্ঘদিনের বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার অনুরোধে পারিশ্রমিক কমালেন অক্ষয় কুমার। এক ধাক্কায় প্রায় ২০ কোটি কমিয়ে দিয়েছেন 'মিস্টার খিলাড়ি'।
ছবি পিছু ১১০ বা ১২০ কোটি টাকা নিয়ে থাকেন অক্ষয়। সেখানে সাজিদ নাদিওয়ালার অনুরোধ রেখেই ৯৯ কোটিতে রাজি হয়েছেন আক্কি।
আনলক পর্বে মুক্তি পেয়েছিল 'লক্ষ্মী বম্ব'। যদিও ছবি হিসেবে তেমন ছাপ ফেলতে পারেনি কিন্তু অক্ষয়ের অভিনয় মন কেড়েছিল দর্শকদের। দর্শকদের কাছে অক্ষয়ের একটা আলাদা জায়গা রয়েছে বলেই মনে করেন প্রযোজকরা।
২০১৮ থেকেই সময়টা ভালো যাচ্ছে অক্ষয়ের। যাতেই হাত দিচ্ছেন প্রায় তাতেই সোনা ফলছে। অক্ষয় কুমার মানেই যেন প্রেক্ষাগৃহে ভিড়। ফলে পারিশ্রমিকও বেড়েছে একটু একটু করে। ১১০ থেকে ১২০ কোটি টাকার মধ্যে ঘোরাফেরা করছে অক্ষয়ের পারিশ্রমিক।
অক্ষয়ের নীতি, আগের ছবির পারিশ্রমিকের তুলনায় কিছু শতাংশ দর হাঁকেন পরের ছবিতে। কিন্তু অতিমারির জেরে বিনোদন দুনিয়াও ধাক্কা খেয়েছে। ছবির বাজার মন্দা। বড় পরদার বদলে ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির দিকে ঝুঁকছেন প্রযোজক-পরিচালকরা।
দীর্ঘদিনের বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার অনুরোধে এক ধাক্কায় পারিশ্রমিক নামিয়ে এনেছেন অক্ষয়। সূত্রের মতে, এটা বন্ধুর অনুরোধ মেনে স্পেশাল ডিসকাউন্ট।
আগামী ছবি "বচ্চন পাণ্ডে"-র জন্য ৯৯ কোটিতেই সায় দিয়েছেন অক্ষয়। অতিমারির জেরে বাজেট কাটছাঁট করছেন সকলেই। ফলে আক্কি এই অনুরোধ মেনে নেওয়ায় প্রযোজকও খুশি। কিন্তু ৯৯ কোটি বা কেন? সূত্রের মতে নয় নাকি অক্ষয়ের লাকি নম্বর। তাই সংখ্যাতত্ত্বে ৯৯-কে বেছে নিয়েছেন তিনি।
২০২১ সালের ৬ জানুয়ারি থেকে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। এই ছবিতে অক্ষয় দেখা যাবে গ্যাংস্টারের চরিত্রে, যে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখে।
থাকছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, কৃতি শ্যানন। কৃতি শ্যাননকে এই ছবিতে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। তবে সাংবাদিকতা ছেড়ে চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন দেখে কৃতির চরিত্র।
তবে জ্যাকলিনের চরিত্র এখনও রহস্যে মোড়া। অতিমারির আবহে শ্যুটিং। এক কথায় নিউ নর্মালে শ্যুটিংয়ের অভিজ্ঞতা একেবারে অন্যরকম হবে বলেই জানিয়েছেন জ্যাকলিন। মরু রাজ্যে রাজস্থানের জয়সলমীরে শ্যুটিং শুরু হওয়ার কথা।