এক্সপ্লোর
অক্ষয়ের আগামী ছবি বেল বটম, প্রকাশ্যে এল ফার্স্ট লুক
২০২১ সালের ২২ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। বেল বটম স্পাই থ্রিলার।

মুম্বই: এবার অক্ষয় কুমার হাত দিলেন বেল বটম ছবিতে। ছবির গল্প ৮০-র দশকের। মুক্তি পেল বেল বটম-এর ফার্স্ট লুক। বেল বটম-এর পরিচালক রঞ্জিত তিওয়ারি। ২০২১ সালের ২২ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। বেল বটম স্পাই থ্রিলার। শোনা গিয়েছে, এক সুপারহিট কন্নড় ছবির রিমেক এই ছবিটি। যদিও অক্ষয় এ খবর অস্বীকার করেছেন। এখনও চিত্রনাট্যের ওপর কাজ চলছে, শ্যুটিং শুরু হবে এ বছরের শুরুতে। গল্প এগোবে এক সত্য ঘটনার ভিত্তিতে। দেখুন বেল বটম-এর ফার্স্ট লুক
Get ready to go back to the 80’s and hop onto a roller-coaster spy ride, #BELLBOTTOM! Releasing on 22nd January, 2021.@ranjit_tiwari @vashubhagnani @jackkybhagnani @honeybhagnani @monishaadvani @madhubhojwani @nikkhiladvani @EmmayEntertain @poojafilms pic.twitter.com/iQLR27uKo3
— Akshay Kumar (@akshaykumar) November 10, 2019
আগামী বছর অক্ষয়ের পরপর ছবি মুক্তি পাবে, এগুলির মধ্যে রয়েছে গুড নিউজ, সূর্যবংশী ও লক্ষ্মী বম্ব-এর মত ছবি। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















