এক্সপ্লোর
Advertisement
বিপাকে ‘জলি এলএলবি টু’, মানহানির অভিযোগ আনল এক জুতো কোম্পানি
মুম্বই: প্রখ্যাত জুতো প্রস্তুতকারক সংস্থা বাটা-কে খারাপভাবে দেখানো হয়েছে। এই অভিযোগে অক্ষয়কুমারের আগামী ছবি ‘জলি এলএলবি টু’-কে আইনি নোটিশ পাঠাল সংস্থাটি।
ছবির ট্রেলারে একটি দৃশ্যে দেখানো হয়েছে, অন্নু কপূর বলছেন, পায়ে বাটার জুতো, গায়ে খারাপ জামাকাপড়, আমার সঙ্গে তর্ক করার সাহস তোমার হয় কোত্থেকে? এভাবে তাদের জুতোর উল্লেখে স্বাভাবিকভাবেই আপত্তি জানিয়েছে বাটা। ছবির প্রযোজক ফক্স স্টার স্টুডিও, এক্সিকিউটিভ প্রডিউসার নরেন কুমার, পরিচালক-দীপক জ্যাকব, অমিত শাহ ও সুভাষ কপূরকে আইনি নোটিশ পাঠিয়েছে তারা। বাদ পড়েননি দুই অভিনেতা অন্নু কপূর ও অক্ষয় কুমারও। এমনকী ইউটিউব, পিভিআর সিনেমা ও সত্যম সিনেপ্লেক্সেসকেও নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ট্রেলার দেখে মনে হচ্ছে, অন্নু কপূরের চরিত্র অক্ষয় কুমারকে অপমান করছে, কারণ তাঁর পায়ে বাটার জুতো। এর ফলে অক্ষয় অপমানিত হয়ে আদালতে সকলের সামনে চড় মারছেন অন্নুকে। নোটিশে বলা হয়েছে, এর ফলে মনে হচ্ছে, বাটার জিনিসপত্র ব্যবহারকারীরা সমাজের নীচুতলার বাসিন্দা, বাটার জুতো পরার কারণে মানুষকে অপমান করা যায়।
তা ছাড়া অক্ষয় কুমার এই কথার প্রতিবাদে অন্নু কপূরকে চড় মারছেন, যার ফলে বার্তা যাচ্ছে, অন্নুর কথায় তিনি প্রচণ্ড অপমানিত হয়েছেন। বাটা-র অভিযোগ, সম্ভবত অক্ষয় কুমার তাদের কোনও প্রতিদ্বন্দ্বী জুতো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাদের কথাতেই এই কাজ করেছেন তিনি।
ঘটনা হল, অক্ষয় সত্যিই বাটার প্রতিযোগী জুতো কোম্পানি রিল্যাক্সো-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর।
দেখে নেওয়া যাক ট্রেলারটি
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement