Alia Bhatt on Pathaan: 'ব্রহ্মাস্ত্র'কে টেক্কা দিল 'পাঠান', মুখ খুললেন আলিয়া
Bollywood Updates: গত বছর বলিউডের লক্ষ্মীলাভ হয়েছিল 'ব্রহ্মাস্ত্র' দিয়ে। সেই ছবির ব্যবসাকেও টপকে গিয়েছে। 'ব্রহ্মাস্ত্র'র ব্যবসাকে 'পাঠান'-এর টেক্কা দেওয়া প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিলেন আলিয়া ভট্ট।
মুম্বই: চলতি বছরের শুরুটা বেশ ভালোই হল বলিউডের শাহরুখ খানের (Shah Rukh Khan) 'পাঠান' (Pathaan) ছবির হাত ধরে। ইতিমধ্যেই ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। দেশ তথা বিশ্বজুড়ে রেকর্ড গড়া বক্স অফিস কালেকশন হয়ে গিয়েছে মাত্র ৭ দিনেই। গত বছর বলিউডের লক্ষ্মীলাভ হয়েছিল 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) দিয়ে। সেই ছবির ব্যবসাকেও টপকে গিয়েছে। 'ব্রহ্মাস্ত্র'র ব্যবসাকে 'পাঠান'-এর টেক্কা দেওয়া প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিলেন আলিয়া ভট্ট (Alia Bhatt)।
'ব্রহ্মাস্ত্র'কে 'পাঠান'-এর টেক্কা দেওয়া প্রসঙ্গে কী বললেন আলিয়া?
এক সাংবাদিক সম্মেলনে বলিউড ছবির ব্যবসা এবং 'পাঠান'-এর বক্স অফিস কালেকশন প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। তিনি যে শাহরুখ খানের ছবির সাফল্যে অত্যন্ত খুশি, সে কথাও জানালেন। বলিউড ছবির বিরুদ্ধে প্রচার চালিয়ে বয়কটের ডাক দেওয়া হয়েচিল নেট দুনিয়ায়। তার একটা প্রভাবও পড়েছিল ছবির ব্যবসায়। 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', 'ব্রহ্মাস্ত্র', 'ভুলভুলাইয়া ২'-এর মতো ছবি সেই নেতিবাচক প্রভাবকে কাটিয়ে বলিউড ইন্ডাস্ট্রিকে লাভের মুখ দেখিয়েছে। সেই তালিকায় মাত্র ৭ দিনেই অত্যন্ত উল্লেখজনকভাবে নাম তুলে ফেলেছে 'পাঠান'। আলিয়া জানালেন, তাঁদের কোনও ঔদ্ধত্ব নেই। তাঁরা একই ইন্ডাস্ট্রির লোক হওয়ায় যেকোনও ছবির ভালো ব্যবসাতেই খুশি। আলিয়া বলেন, 'আমার মনে হয় না আমাদের ইন্ডাস্ট্রির মানুষদের মধ্যে কোনও ঔদ্ধত্ব আছে বলে। প্রতিদিনের স্বপ্নে আমরা বাঁচি। আর সেভাবেই কাজ করতে পছন্দ করি। আমরা বিশ্বাস করি, দর্শকরাই আমাদের শেষ কথা। তাঁরা তাঁরাই বলতে পারবেন, তাঁরা আমাদের থেকে কী চান। যতদিন আমরা তাঁদের বিনোদন দিতে পারব, নিজের সেরাটা দিয়ে বিনোদন দেব।'
আরও পড়ুন - Pathaan Box Office: দ্রুততম ৩০০ কোটির ক্লাবে পৌঁছনো হিন্দি ছবির তালিকার শীর্ষে 'পাঠান'
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'তে মুখ্য ভূমিকায় অভিনয় করেন আলিয়া ভট্ট, রণবীর কপূর। ছবিটি বিশ্বজুড়ে ৪২৫ কোটি টাকার ব্যবসা করেছে। দর্শকদের কাছ থেকেও ভালো প্রতিক্রিয়া পেয়েছে। কিন্তু অতিমধ্যেই 'ব্রহ্মাস্ত্র'র রেকর্ড ভেঙে দিয়েছে 'পাঠান'। সেই প্রসঙ্গে আলিয়া বলেন, 'আমরা খুব খুব খুশি যে 'পাঠান'-এর মতো ছবি আমাদের ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে। এটা শুধুই ব্লকবাস্টার হিট নয়। ভারতীয় ছবির সবথেকে বড় ব্লকবাস্টার ছবি হয়ে চলেছে এটি। আর আমার ছবি ওর ছবি বলে কিছু হয় না। আমার তো মনে হয়, প্রতিটা ছবিরই সমস্ত ছবির রেকর্ড ভাঙা দরকার। 'ব্রহ্মাস্ত্র'র রেকর্ড ভেঙেছে 'পাঠান', তাতে আমি খুব খুশি।'
প্রসঙ্গত, পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবি 'পাঠান' দিয়ে দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান। 'জিরো'র ব্যর্থতার পর বিরতি নেন। তাঁর পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা।