এক্সপ্লোর
Advertisement
বিতর্কের মধ্যেই পিতৃদিবসে মেয়ের সমর্থন, তোমার মতো কেউ নেই, মহেশের উদ্দেশে লিখলেন আলিয়া
আলিয়া ভট্টের পোস্টে লাভ রিঅ্যাক্ট করেছেন বচ্চন-কন্যা শ্বেতা, ডিজাইনার মনীশ মলহোত্র-সহ বলিউডের একাধিক সেলেব।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে কাঠগড়ায় তোলা হচ্ছে তাঁকে। সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর অন্তরঙ্গ ছবি বিতর্কের ঝড় তুলেছে। এমন সময় মহেশ ভট্ট মেয়ে আলিয়ার কাছে জোরাল সমর্থন পেলেন।
পিতৃদিবসে আলিয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। লিখেছেন, ‘শুধু বাবাই নয়, একই সঙ্গে তুমি বন্ধুও। কখনও পাহাড়ের মতো কঠিন, আবার কখনও বা জলের মতো স্বচ্ছ।’ আলিয়া আরও লিখেছেন, ‘যখন আমার সাহায্যের প্রয়োজন হয়েছে,পাহাড়ের মতো তুমি আমায় আগলে রেখেছো। যখন বয়ে যেতে চেয়েছি তুমিই জলের মতো আমায় এগিয়ে দিয়েছ। একটা কথা আমি বুঝে গিয়েছি, তোমার মতো কেউ নেই। আমার স্পেশাল বিউটিফুল ড্যাডি। তুমি যা, সেইভাবেই ধরা দেওয়ার জন্য ধন্যবাদ বাবা। আই লাভ ইউ।’
আলিয়া ভট্টের পোস্টে লাভ রিঅ্যাক্ট করেছেন বচ্চন-কন্যা শ্বেতা, ডিজাইনার মনীশ মলহোত্র-সহ বলিউডের একাধিক সেলেব।
১৪ জুন সুশান্তের আত্মহত্যার পর থেকেই বলিউডে স্টারকিডদের প্রাধান্য দেওয়ার রীতির বিরোধিতায় সরব হন সাধারণ থেকে তারকাদের একাংশ। স্বজনপোষণের কান্ডারি হিসেবে কর্ণ জোহর, একতা কপূরের পাশাপাশি উঠে আসে মহেশ ভট্টেরও নাম।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement