কলকাতা: অবশেষে স্বস্তি অল্লু অর্জুনের (Allu Arjun)। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় জামিন পেলেন অল্লু অর্জুন। এই ঘটনায় গ্রেফতার হতে হয়েছিল তাঁকে। এক রাত সংশোধনাগারেও থাকতে হয়েছিল। সেই ঘটনায় এবার জামিন পেলেন অল্লু অর্জুন। আজ তাঁর কেসের ডেট ছিল বলেই জানা গিয়েছে। প্রত্যেকের নজর ছিল আর বিচারক তাঁকে কি রায় দেন সেটা জানার জন্য। আর আজ, এই ঘটনা জামিন পেলেন অভিনেতা। 


ঘটনার শুরুটা হয়েছিল হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজিত একটি স্পেশাল স্ক্রিনিং থেকে। 'পুষ্পা ২' দেখার জন্য আগে থেকেই ভিড় করেছিলেন প্রচুর মানুষ। আর হঠাৎ সেখানে আসেন অল্লু অর্জুন। দক্ষিণী তারকাকে দেখার জন্য বাঁধ ভাঙে উচ্ছাসের। আর জনতার ভিড়েই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় রেবতি নামে এক মহিলার। গুরুতর আহত হয় ওই মহিলার ৯ বছরের শিশু। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। আর এই ঘটনায় মামলা রুজু করা হয়েছিল অভিনেতার নামে। এর আগে, আদালতে ভার্চুয়াল হাজিরা দিয়ে জামিনের আবেদন করেছিলেন অল্লু অর্জুন। সেই শুনানিতেই আর জামিন হয়েছে তাঁর।  আপাতত নিজের জুবিলি হিলসের বাড়িতেই রয়েছেন অল্লু অর্জুন। তবে বাড়িতে হামলার ঘটনা হওয়ার পরে তিনি তাঁর ছেলে ও মেয়েকে দাদু ঠাকুমার কাছে পাঠিয়ে দিয়েছেন। তিনি ও তাঁর স্ত্রী রয়েছেন তাঁদের জুবিলি হিলসের বাড়িতেই। তবে গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখার জন্য তাঁদের জুবিলি হিলসের বাড়ি ঢেকে দেওয়া হয়েছে সাদা পর্দায়


অন্যদিকে, ২০ দিন পরে হাসপাতাল থেকে এল সামান্য সুখবর। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে যে মহিলার মৃত্যু হয়েছিল আর গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল মাত্র ৯ বছরের শিশু, তার জ্ঞান ফিরেছে। শিশুটির নাম শ্রী তেজ। এতদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল সে। ছিল ভেন্টিলেশনে। তবে সদ্যই তাঁর জ্ঞান ফিরেছে। কিন্তু জ্ঞান ফিরলেও এখনও তাঁর বিপদ কাটেনি বলেই জানা যাচ্ছে। এখন তাঁর ভেন্টিলেশনে থাকার দরকার নেই বটে, কিন্তু সে যে একেবারে বিপদমুক্ত এ কথা বলা যায় না। এখনও হাসপাতালেই থাকতে হবে শ্রী তেজকে। তবে সে বিপদমুক্ত নয়। এখন তাঁর আর ভেন্টিলেশনে থাকবার প্রয়োজন নেই বটে, কিন্তু আহত শিশুর বাবা জানিয়েছে, সে এখনও পর্যন্ত কাউকে চিনতে পারছে না। তবে চিকিৎসকদের আশা, চিকিৎসায় যখন শ্রী তেজ একবার সাড়া দিতে শুরু করেছে তখন সে ধীরে ধীরে হলেও সুস্থ হয়ে উঠবে। পরিবারের লোকেরা বারে বারে তার নাম ধরে ডাকলে সে পরিবারের সবাইকে চিনতে পারবে বলেও আশা চিকিৎসকদের। 


আরও পড়ুন: Armaan Malik Marriage: দীর্ঘদিনের প্রেমিকা আশনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আরমান মালিক


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।